হ্যাকিং এর A to Z ! অন্তত বেসিকটুকু শিখেন বাংলায় !

আসসালামু আলাইকুম !

আশা করি সবাই ভাল আছেন ! আজ প্রায় এক মাস পর আমি লগিন হলাম । আপনাদেরকে হ্যাকিং এর বেসিক কিছু তত্ত দেব ! আমি যখন হ্যাকিং এর কিছুই জানতাম না তখন গুগল ঘাটাইতে ঘাটাইতে আর ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যেতাম তবু কাজের কাজ কিছুই হত না !রাতে পিসি থেকে উঠতাম তিনটা কিবা চারটায়।কিন্তু End of the day আমি কিছুই পারিনা।  এর পিছনে কিছু কারন আছে ! আমি তখন এই কারন গুলা বুঝি নাই ! একটূ উধাহারন দেই ! ধরেন আপনি ঢাকা থেকে সিলেট যেতে চাচ্ছেন! আমাদের ডেস্টিনেশন এক কিন্তু যাওয়ার পথ ভিন্ন হতে পারে, ধরন ভিন্ন হতে পারে। যে বিমানে যাবে তার টাকা খরচ হবে টাইম কম লাগবে ! কিন্তু যে লঞ্চে যাবে তার টাইম লাগবে বেশি কিন্তু টাকা লাগবে কম ! There are various ways To go to a destination. Itz your choice to choose the way you wanna go . কিন্তু আমার সমস্যা ছিল অন্য জায়গায় । আমি হ্যাকিং এর বেসিক কিছুই জানতাম না কিন্তু সব শিখে ফেলার আগ্রহ ছিল !

তাও প্রায় চার বছর, মানে আজ পর্জন্ত গুতা গুতি করে কিছুই শিখতে পারি নাই ! এখন শিখার উপর আছি ! আপনারা যারা হ্যাকিং নিয়ে আগ্রহি তাদের জন্য আমি একটা কথা বলি ! আপনারা সিকিউরিটি নিয়ে পড়া লেখা করেন ! অনেক কিছুই শিখেবন ! প্রগ্রামিং শিখেন অনেক কিছুই বুঝবেন ! বয়সে আমার অনেক ছোট হলেও হাসান ভাই আমার চেয়ে অনেক ভাল জানে ! উনারা কয়েকজন মিলে একটা টার্গেট করেছেন !তাদের টার্গেট হল বাংলায় সব ধরনের জ্ঞেন প্রচার করা !  তারা একটা সাইট খুলেছেন। নাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় ব্লগস্পট ডট কম ! 

লিঙ্কঃ http://bisshobiddaloy.blogspot.com

আমি আজি প্রথম এই সাইটে গিয়ে গিয়ে জাস্ট হ্যাকিং এর ক্যাটাগরিতে গিয়ে যে পোস্টগুলা দেখলাম তাতে আমি রিয়েলি ভেরি হেপি !

প্রতিটা পোস্টে ভিডিও দেওয়া আছে ! একটা ছেলে কতটুকু ডেডিকেটেড হলে এত কস্ট করে, আপনাদের জন্য, আমার জন্য !

আমি জানি আপনার এত কস্ট করার টাইম আপনার নাই ! তাই আমি যে যে পোস্টগুলা দেখেছি তার লিঙ্ক নিছে দিচ্ছি ! একটু কস্ট করে দেখে আইসেন।

 

এই সাইট টা এখনও On Development। আপনারা আমার দেওয়া লিঙ্কের লাস্ট থেকে দেখা শুরু করেন !

Top Ten Hacking Methods for websites

সাধারণত হ্যাকড হই কেন?এর থেকে বাঁচার উপায় কি?

Vulnerability কি?

এক্সপলইটিং,শেল,সিমলিঙ্ক,সার্ভার রুট,পোর্ট স্ক্যান কি?

গুগল ডোর্ক কি?

ভিপিএন কি?

হ্যাকিং কি?

হ্যালো ওয়ার্ল্ড

আপনি যদি একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে অন্তত আপনার অনুভতিটুকু কমেন্ট করবেন ! নাহ, আমার এই পোস্টে কমেন্ট করার দরকার নাই ! আপনি উনার ব্লগে গিয়ে কিছু লিখে আইসেন। তাহলে উনি আর কিছু দেওয়ার আগ্রহ পাবে ! আরেকটা কথা বলি ! এই সাইটের সাথে আমার কোন ধরনের লেনা দেনা নাই ! হয়ত অনেকেই মনে করবেন আমি উনার সাইটের প্রমোটিং করছি ! হা ! কিছুটা হলেও সত্য , কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনাদের উপকারের জন্য কাউকে প্রমোট করা প্রয়োজন হয় , তাইলে প্রমোটিই না হয় করলাম !

আপাতত আমার টাইম নাই , নাহলে আমিও টিউট করতাম ! অন্তত আপনাদের হ্যাকিং-এর কিছু আইডিয়া দেওয়ার জন্য !

হাসান ভাই  আপনার, আপনাদের কাজ সফল হউক ! এই আসায় ! আর হাসান ভাই টেকটিউন্সে আমার আমার লেখাগুলা কপি করে আপনার ব্লগে পোস্ট করার অনুমতি দিলাম। আর হা আমার নাম দেওয়ার প্রয়োজন নাই ! Love You bro !

Really You are Doing some thing Very valuable...............!

( I am filled up ! আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেক্টিউন থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ।এরকম ডেভোটেড পার্সন না থাকলে ভার্চুয়াল বাংলা কখনোই এই অবস্থানে পৌছাতে পারতো না।

    @সাঈদ হাসান: ঝি এইটাই ! আজ থেকে ৮ বছর আগে যে বাংলা ভাষায় রিসৌর্স ছিল তা আজ অনেক বিসাল

onek thx viaa…. 🙂

great nice thanks

Level 0

nice bro..and tnx hasan vai er site ta dewar jnn

site ta te kono blog dekha jaitache na. somossa ki bujtachi na… help me rizwan vai..