২০১৪সালে Facebook হ্যাক করার সেরা ১০টি উপায়। {with video}

আসসালামু আলাইকুম ! গত ২ নভেম্বার আমার  এই  {আপনি হ্যাকিং শিখতে চান ! Are you really matured ? }লেখাটা অনেকেই পড়ে ভাবতে শুরু করেছেন আমি অনেক বড় মাপের হ্যাকার। আসলে তা কিন্তু না।আমি তেমন কিছুই জানি না, এখনো শিখছি, এখনো অনেক কিছুই শিখার বাকি আছে ।ঐ লেখাটা পড়ে  প্রায় ১০ জনের বেশি আমাকে ফেইসবুকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন ফেইসবুক কিভাবে হ্যাক করে ! ফেইসবুক কিভাবে হ্যাক করে এই প্রশ্নটা আমারও !  এর আগে আমি আপনাদের ফেইসবুকের কিছু জিনিস বলে দেই ! ফেইসবুক এখন কয়েক বিলিওন ডলারের সম্পদ, SO জুকার মামা তার এই বিলিয়ন ডলারের সম্পদ কে রক্ষা করার জন্য কি কয়েক মিলিয়ন ডলার খরচ করবেন না ? আপনার কি মনে হয় ?  আপনি কি জানেন , ফেইসবুকের কোন  ত্রুটি কেউ ধরে দিলে জুকার মামা ঐ বেক্তিকে তিনি মিনিমাম ৫০০ ডলার পুরস্কার দেন । এই লিঙ্কে দেখেন

So এখন তাইলে বুঝতেছেন তো ফেইসবুক হ্যাক করার জন্য আপনাকে কি মানের হোকার ও থুক্কু হ্যাকার হইতে হবে ! যারা ফেইসবুকের ত্রুটি বের করে দেয় তাদেরকে পুরস্কারের পাশাপাশি ফেইসবুকে থ্যাংকস লিস্টে এনলিস্টেড করে রাখে। আমাদের বাংলাদেশের মাত্র দুই জন ঐ লিস্টে আছেন। আরো কেউ থাকলে আমার জানা নাই !
Shahee Mirza
Tarek Siddiki
আরেকজন হলেন Faisal ভাই ! {He is not enlisted in Facebook but He is also a চিয}
উনাদেরকে অনেকেই চিনেন না ! কিন্তু এরা ভিতরে ভিতরে বোস !
Feel Proud Of these guyz

You can check the white hat hacker of Facebook in this link .

ইনারা হলেন হ্যাকার !
আচ্চা ! এখন আসেন বলি কিভাবে মাঝে মাঝে ফেইসবুকে দেখেন অমুকের আইডি হ্যাক হয়ে গিয়েছে !
আসলে সব গুলা Method এই ইউযারকে ধুকা দিয়ে  ইউযার-পাস হাতিয়ে নেওয়া আর কি ! আসলে ফেইসবুক কেউ হ্যাক করে না ! ফেইসবুক "একাউন্ট" হ্যাক করে । So কেউ মেসেজ দিয়েন না যে আমারে ফেইসবুক হ্যাকিং শিখান !
আমি এক এক করে ১০ টা উপায় বলব বাট কেমনে কি করে তা বিস্তারিত বলব না । হাল্কার উপর ঝাপসা বলে যাব।

তো আমি এখন উপর থেকে নিচে না গিয়ে নিচ থেকে উপরে উল্লেখ করতেছি !

10. Botnets

বোটনেট মূলত ফেইসবুক হ্যাকিং এর জন্য ইউয করা হয় না । কারন এইটার সেটাপ কস্ট অনেক বেশি । এইটা মূলত কি লগার এর মত কাজ করে তবে এর বেশ কিছু সুবিধা থাকার কারনে এটা বেশ ব্যভহৃত হয়। Some of the most popular botnets include Spyeye and Zeus.
আপনি ইউটিউবে গিয়ে "How to hacke facebook acount with spyeye বা Zeus" দিয়া সার্চ দিয়েন হাজার টিউট আসবে !

9. Man In the Middle Attacks

মেন ইন দি মিডিল এটাক ! নাম শুনেই বুঝা যাচ্চে কিভাবে কি করতে হয় ! ধরেন আমি এটেকার, আর আপনি ভিক্টিম। আমরা দুইজন একি LAN এবং একি নেটওয়ার্কে (switch based) আছি তখন আমি ক্লায়েন্ট আর সার্ভার মাঝে এসে , আপনার হয়ে আপনার সব তত্থ কেপচার করতে পারব। হয়ত অনেকে এই জিনিসটা বুঝতেছেন না । অকে দাড়ান link দেই !  এই লিঙ্ক এ গেলে মেন ইন দি মিডিল এটাক বুঝে ফেলবেন । Access Token দিয়াও হ্যাক করা যায় যে কার একাউন্ট। Access Token হল কিছু টকেন যেগুলা কোন গেইম , Application এর জন্য ইউয করা হয় । অনেকে না বুঝেই ওটো লাইকের জন্য Access Token ইউয করে পরে দেখা যায় তার নিজের আইডিই নাই !আইডিতে  হ্যাকড বায় তমুক লেখা থাকে ! So বি এওয়ার অফ অটো লাইকয। অনেক হ্যাকারদেরও দেখছি ঐ টোকেনগুলা ইউয করতে। আমি তখন বলি ! লুল কাইন্ডয অফ হ্যাকার দে আর ।

8.By USB Hacking

ধরেন আপনি মটুর একাউন্ট হ্যাক করতে চান। সে আবার আপনার পরিচিত। পরিচিত মানে ভাবের খাতির আর কি । মনে মনে "দূর হালা" ভাব কিন্তু দেখা হইলে "কেমন আছেন ভাই" ভাব নিয়া চলেন এরকম লোক হইলে এই পদ্ধতি ব্যাবহার করতে পারেন কারন আপনার ভাল বন্ধুকে ধোঁকা দেওয়া আমি অন্তত মনে করি ঠিক না।
এইটা জাস্ট একটা সফটওয়ার দিয়া করা যায় । এখানে টিউটটা দেখেন।

7. DNS Spoofing

এটেকার এবং ভিক্টিম  একি নেটওয়ার্কে থাকলে এই পদ্ধতি বেবহার করা যায় !  এইখানে টিউটটা দেখেন।  {আমি কখন ট্রাই করি নাই এটা}

6. Mobile Phone Hacking

এইটা অনেক মজার জিনিস। You can hack only your friends Facebook by this method. আগে আপনাকে SMS backup নামে সফটটা আপনার বন্ধুর মোবাইলে নামাইতে হবে তারপর ইন্সটাল করবেন আপনি। ইন্সটালের সময় আপনি আপনার ইমেইল দিয়ে দিবেন। বেশ কাজ শেষ। এখন আপনার বন্ধুর কাছে যত মেসেজ আসবে সব আপনার ইমেইলে যাবে।  এখন আপনার কাজ হল আপনার বন্ধুর ফেইসবুকের পাস রিসেট করা। এখন ফেইসবুকের বাবা আমাদের জুকার মামা আপনার বন্ধুর কাছে পাস রিসেট কোড পাঠাবে আপনার বন্ধুর মোবাইলে। তখন আপনি আপনার মেইল খুলে ঐ কোডটা পেয়ে যাবেন। কারন ঐ এসএমএস ব্যাকআপ সফটটা আপনার হয়ে ঐ কোডটাও আপনার মেইলে দিয়ে দিয়েছে। {this is my own formula, and test several time on several friends.অবশ্য পরে দিয়া দিছিলাম। জাস্ট ফর ফান}

5. Sidejacking With Firesheep

সাইডজেকিং এটা ওয়াইফাই তে সাইম নেটওয়ার্কে থাকা কারো তত্ত হাতিয়ে নিতে পারেন । তাই মাগনা ওয়াইফাইতে কখন বসে ডেটিং মাইরেন না ।
এইটা খুব ইজি। এই লিঙ্ক থেকে দেখেন । Firesheep মূলত কুকি হাইজেক করে।

4. Session Hijacking

সেসোন হাইজেকিং এ কিছু ঝামেলা আছে। আপনি আপনার ভিক্টিমের আইডি পাস পাবেন না বাট মেসেজ দেখতে পারবেন বা একাউন্ট মডিফাই করতে পারবেন। ঐ মিয়া যখন একাউন্ট থেকে বের হয়ে যাবে আপনিও বের হইয়া যাইতে বাদ্ধ হইবেন। ইউসার HTTPS কনেকসন ইউয করলে এই সিস্টেম কাজ করবে না। wireshark দিয়া এই আকামটা করতে হইবে।
এই লিঙ্কে দেখেন বিস্তারিত। 

3. Stealers

এই গুলা এমন এক সফটওয়্যার যেগুলা ব্রাউসারে থাকা সেইভড পাসওয়ার্ড চুরি করে। এমন অনেক স্টিলার আছে। iStealer 6.0 এই সফটটা ইউয করে দেখতে পারেন।

2. Keylogging

এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নাই । অনেকেই জানেন। আর এই নিয়ে আমাদের টেক্টিউন্সেও অনেক পোস্ট আছে ! Full version keylogger here

http://a+d+f.ly/iObly {এখানে + চিহ্ন দিলিট কইরেন}
Most of the keyloggers

Ardamax is a good keylogger. you can see the video how to hack fb account with ardamax here.

1. Facebook Phishing

হা হা ! অনেকেই ভাবতেছেন এইটাই কি ফেইসবুক হ্যাকিং এর জন্য এক নাম্বার পদ্ধিতি ? হা এইটাই ! আপনি প্রফেসনাল্লি ফিশিং জানলে এইটাই এক নাম্বার পদ্ধতি। আর যদি নিজেই ফিসিং সাইট বানাইতে পারেন না ! আপনি ওয়াপকা দিয়া ফিসিং সাইট বানাইলেন মাগার ওয়াপকা এর এড রিমোভ করতে পারেন না তাইলে তো আর হবে না। আরেকটা জিনশ কানে কানে বলে দেই ।  ফিশিং সাইট দিয়া পেপোল একাউন্ট হ্যাক করা যায়। তবে আপনাকে জানতে হবে কিভাবে কি করতে হয়।
এখানে দেখেন আশা করি বুঝবেন ।

এখন আজ কাল কার ব্রাউজার গুলাও বুইঝা গেছে তাই UNDETECTABLE ফিসিং সাইট বানাইতে হবে। এর জন্য এই খানে দেখেন। 

আমি যানি এই লেখা পড়ার পর অনেকেই আমারে মেসেজ করবেন "ভাই আমারে হ্যাকিং শিখান !" Sorry ভাইয়া ! আমি তাইলে এখানে প্রায় ৩ ঘন্টা ঘাটাঘাটি করে কি লিখলাম , কি বুঝাইতে চাইলাম ! নিজে ট্রাই করেন পরে অন্যকে নোক কইরেন।

Happy Hacking :- uɐɯıɐןns uıq uɐʍzıɹ

We are Black Hat hackers But we wear White hats.

(আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেক্টিউন থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছু জানতে পারলাম।

ভিডিও গুলো বাংলা দিলে খুব ভাল হত

    @SAHEB BISWAS: hacking e bangla tut khub kom

    @SAHEB BISWAS: টিউটোরিয়াল গুলো সুলাইমান ভাইয়ের নিজের তৈরি না,যাস্ট ইউটিউব থেকে লিংক ধরিয়ে দিসেন, হ্যকার হওয়ার ইচ্ছা থাকলে নিজে নিজে চেষ্টা করুন একদিন সফল হবেন, এখন তো নেটে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, তবে বাংলায় ভিডিও টিউটোরিয়াল পাবেন না।

vaiya software diye facebook id hack korar software tar link dile khub upokar hobe ?

    @সজিব আহমেদ: লল এই গুলা ফেইক সফটওয়্যার । এই গুলা ট্রাইও কইরেন না

বস চরম লিখস অনেক ধারনা ক্লিয়ার হইল ভিডিও দেইক্ষা 😀

বাংলা দিলে খুব ভাল হত

বস্ আমি বুকা তো তাই কিছুই বুজিনা বস গুলা পড়ছি সব ভিডিও দেখছি আমি সব বুজিনাই আমি যে আর কবে বুজবো আসলে আমার মাথা আছে ব্রেইন নাই ,যাক অনেক ভালই লিখছেন নিজেই ধন্যবাদ দিলাম

Level 0

thanks a lot 🙂

MITM গত দুইদিন থেকে ট্রাই করছি। নরলাম ভাবে সফল হয়েছি। কিন্তু SSL এ কাজ আটকে গেছি।

Level 2

অসাধারণ টিউন করছেন ভাই।আমার মনে হয় ইউজার নিজে ভুল না করলে আইডি হ্যাক হবে না।আমি আপনার ভক্ত হইতে বাধ্য হচ্ছি।

সুন্দর টিউন লিখেছেন মামু…….. দেখি আপনার উপর প্রয়োগ করে কাজ হয় কি না… সাবধানে থাইকেন কইয়া দিলুম……. 😛

    @শৈবাল কীট: tumi amar upor proyog na kore nijer upor proyog koro

Level 2

ekdom jotils..