সালাম !
আজ লেখার খুব একটা মুড নাই । তারপরও লিখতে বসলাম । ঈদের দিনে আমি লিখেছিলাম এবার নিজেই বানান একটি উড়ন্ত কেমেরা ! মাগার তেমন কারো রেসপন্স পাইলাম না । যাক তারপরো শুরু করি ...... ।
হ্যাকিং নিয়া টিউন করলেই আমি যে জিনিসটা সবাইকে বলি সেটা হলো ওয়াট ইয হ্যাকিং ?
Answer:Hacking is the practice of modifying the features of a system, in order to accomplish a goal outside of the creator's original purpose.
- See more at: http://whatishacking.org/
হ্যাকিং মানে যে কোথাও নিজের ডিফেইস পেইজ বসিয়ে দেওয়া তা কিন্তু না। এই ধারনা আমারো ছিল , বাট এখন নাই। আমরা তো ইন্টারনেট মানে ফেইসবুক বুঝি আর হ্যাকিং মানে ওয়েবসাইট ডিফেসিং কে বুঝি। নো ব্রাদারয নো । Itz more then we think ।
অকে , আজ আমি যা দেখাবো তা শুরু হয়েছে ৪৯৯ থেকে। বাট এইটা খুব ইফেক্টিভ। আজ পর্জন্ত এফ বি আই থেকে শুরু করে সি আই ডি এর সব গুলা সংস্থা এই ওয়ে ব্যবহার করে থাকে। আমাদের এই হ্যাকিং করার আগে আমাদের একটা সফটওয়্যার দরকার হবে। এখান থেকে নামান।
এখন আসেন Steganography কি এটা বলি।
Steganography হল এমন একটা পদ্ধতি যাতে অন্য কোন ফাইলের ভিতর নিজের গুরুত্তপুর্ন তত্ত / ফাইল লুকিয়ে তা অন্য কারো কাছে পাঠান হয়। আমি উধাহরন দেই। ধরেন আপনার জি এফ কে একটা মেসেজ দিবেন "I love u janu! " কিন্তু আপনার মনে ভয়, "যদি আমার ললিতার বাবা এই মেসেজ পড়ে ফেলে !" তাইলে তো আর শেষ ! ললিতার কি হবে আর আপনার কি হবে এটা আল্লাই ভাল যানেন ! আমি আপনাদের এই বিপদ থেকে দূর করার জন্য হ্যাকং এর এই way আমি এক্সপোয করতেছি । আগে বলে দেই আমি কিন্তু কেউকে ইরাম কোন মেসেজ দিতে পারি নাই এখনো, কারন আমার জি এফ নাই । পাই নাই । আমার নাই তো কি হইছে, আপনার তো আছে। তাইলে আপনি আপাততো কাজে লাগান ।
আসেন শুরু করি ।
সোফটটা ওপেন করে এই রকম একটা window ওপেন হবে । আপনি যে ফাইলের মদ্ধে আপনার লুকাইত ফাইল এড করবেন সেই ফাইলটা এই wizard এ ওপেন করবেন। তার পর একে একে ধাপ এগিয়ে যাবেন ।
আপনার জি এফ কে "আই লাভ এই জানু" মেসেজটা লিখে দেন। আমি চাইলে অন্য কোন টেক্সট ফাইল এড করে দিতে পারতাম আমি তা করলাম না , জাস্ট লিখে দিয়ে দিলাম।
এখানে ক্লিক করলে আপনার গোপন ফাইল আর অই ইমেজ ফাইল বাইন্ড হবে। ব্যাস কাজ শেষ । মানে এখন আপনার একটা ইমেজের ভিতর "I love u janu" লেখাটা আছে মাগার আপনার জি এফ এর বাবা মানে আপনার হবু শ্বশুর বুঝতেই পারবে না। কিন্তু এইটা খেয়াল রাইখেন। বাবা যদি হ্যাকার হয় তাইলে কিন্তু কোন কাম হইপে না। মনে রাইখেন কিন্তু। আমি আমার মাইয়ার মোবাইলে ইরাম কিছু দেখলে আগে স্ক্যান কইরা লমু 😛 লোল ।
আমি আমার মাইয়ার মোবাইলে ইরাম ইমেজ পাইলে কিরাম স্ক্যান করাম এইটা দেখাই।
"add images" এ আমি আমার মাইয়ার মোবাইলে সন্দেহ জনক ইমেজটা এডাইমু।
এই মুই কি দেখলুম ! আমার মাইয়ারে কে আবার "I love u janu" কইলো ।
এই নেন ভিডিও লিঙ্ক
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
Thank you For Your Post.