অনেক সাইট তো হ্যাক করেছেন ! এবার হ্যাক করেন লেবু ! দেখি আপনার জি এফ আমার ফেন না হয়ে যায় কথায় !

দাঁড়ান ! কিছুক্ষন দাঁড়ায় থাকেন !
অবাক হয়ে বুরু কুঁচকে এখানে এলেন। ভাবতেছেন কি না কি লিখতেছি ! আপনার টাইম নস্ট হবে না, আমি কথা দিচ্ছি ! তার আগে বলেন আপনার জি এফ কি ভাল আছে ! সে কি আপনার সাথে খুব রাগা রাগি করে ! তাইলে আসেন আমার কাছে । আমি রাগা রাগি কমায় দিতেছি।

অহো ! আরেকটা কথা ! কথাটা টেক্টিউন্সের মোডারেটরদেরকে । এভাবে না বলে আমি একটা এপ্লিকেসন লিখি ! কেউ মাইন্ড খাইয়েন না !

টু মোডারেটোরস !
টেক্টিউন্স,
সাব্জেক্টঃ আমার লেখা ডিলিট না করার আবেদন ! করলেও করতে পারেন !

সার!
আমি আপনাদের নিয়মিত লেখক ছিলাম। বাট , কিন্তু, আমার একটা লেখা ২৪ ডিসেম্বার ছাপা হওয়ার বিশ মিনিটের মাথায় ডিলিট করে দেওয়ায় আমি প্রায় হার্টফেল করেছিলাম। কারন মাত্র বিশ মিনিটে ঐটায় হিট করেছিলেন ৯০+ দর্শক। পরে আবার আমারে এক মোডেরেটর পি এম  করে কইলেন "সরি আপনারটা ডিলিট কইরা দিচি !" আমি সেই তখন থেকে নিয়ত করেছিলাম আর লিখুম না ! বাট , কিন্তু কেন জানি আজ মনে হচ্ছে আপনাদের কিছু সেয়ার করা দরকার !
অতঃএব নিবেদন এই যে আমার এই পোস্টটা ডিলিট না করে আমাকে বাধিত করবেন !
আপনাদের একান্ত বাধ্যগত লেখক
রেজওয়ান বি এস

এবার আসেন ! আমাদের মডারেটর সাহেবানরা হয়ত ডিলিট করবেন না।  তাইলে শুরু করি !

যা যা লাগবে !

১। লেবু
২।কাগজ
৩। Iron.
৪। কোটন বাড (অই যে আমরা কানের ময়লা পরিষ্কার করি!)
এবার আসেন কাজের প্রসেস বলি ।
এখন লেবু চিপে একটা কাপে নেন।

এবার আপনার জি এর কে আই ল্যাবু লিক্ষা দিন !

এখন আপনার জি এফ রে কোন এই পাসওয়ার্ডটা ডিকোড করেতে। (ধরেন আপনি হেক করতেছেন)
অই মিয়া কাইন্দা দিবে ! কারন পারবে না !
এবার আপনার আই ল্যাবু টা প্রকাশ করেবেন কেমতে !
আপনি এখন অই কাগজের উপর IRON করেন। দেখবেন আপনার লেখা বের হয়ে আসতেছে !
আপনার জি এফ ইম্প্রেসড !


আপনি আপনার জি এফ কে আমার এফ বি আইডির লিঙ্ক দিয়ে দিয়েন। দেখেন আমি অই মিয়ারে পটাই কেমতে !  😆
আরে আরে ! থাক ! ভয় পাওার কিছু নাই । আমি ছেলেটা অত খারাপ না। আপনার জি এফ ইম্প্রেসড হইলেই হইব, খালি  জি এফ কেমন ইম্প্রেস হইল এইটা আমারে ইনবক্স কইরেন।তাতেই হইব।আজ তাইলে থাক। ভাল লাগলে অন্যকে বলবেন। ভাল না লাগে আমাকে বলবেন । ভাল থাইকেন।
শেষ করার আগে আরেকটা কথা ! চুপি চুপি দেখে আসেন। কেউরে কইয়েন না ! পরে আবার এই লেখাটাও হারায় ফালামু
এই লিঙ্কটাতে আমার অই লেখাটা আছে যেটা টেক্টিউন্স এর মডারেটররা ডিলিট করেছিলেন। দেখে আসতে পারেন।

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Trying… age to GF khuji 😛 tarpor labu 😀

eta onek purano tricks. amara agy eta bulb er samne dhortam. choto bela te amara kortam.

old tricks

Level 0

old tricks holey kew to share kore ni,, Tai thnx@R!zwan B!n Sula!man

Level 0

awesome টিপস। দেখি কাজে লাগাতে পারি কিনা 😛

আরে ভাই এটা আপনি মোমবাতি দিয়েও করতে পারবেন।মোম দিয়ে লিখবেন তারপর পানির মধ্যে কাগজ টা ফেলে দিন দেখবেন আপনার মোম দিয়ে লেখাটা দেখা যাচ্ছে!!! কোন টিউন বাদেই শিখিয়ে দিলাম চেষ্টা করে দেখেন আপনার টার চাইতে কম দরকারি না!!! ধন্যবাদ!

    @Kamrul: হম করা জায় , বিভিন্ন ভাবে

ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন।

বেশী মজা করতে গিয়ে মিয়া ভাই লিখা টা হাবিজাবি কইরা ফেলছেন। টিউনার সোহাগ ভাই মজা করে, কিন্তু বেশী করে না। ধন্যবাদ

    @রাহাতুল ইসলাম: আমি একটু বেশি ফাযিল

Chobi te hat gulo ki apnar? Khub shundor r tune o khub shundor kintu lobon aktu beshi hoise.

    @tarshidahmodkhan:
    হা হা হা ! তুমি কি আমার হাত দেখতে আইছো মিয়া !

হ শিখলাম , মাগার প্রুব্লুম হইল গিয়া অহন আম্রে জি এপ খুইজ্জা দেউন লাগপে ! এইডা ফ্রাকটিকাল করবার চাই ! :p

    @Ashikur Rahman Tomal: আমারে আগে খুইজা দাও

ভাইজান ভাল বলছেন।।। তবে ব্যাটারি এর ভেতরকার এসিড বা সালফিউরিক এসিড দিয়ে কাগজে লিখলে মোমবাতির উপর কাগজ ধরলে আরো ভাল কাজ হয়।।। ধন্যবাদ।।

Level 0

ভাই লেবুর রসের লিংকটা দেন প্লিজ

pdf er pass?