টিউন চোর! একটা টিউন চোর পাইসি

মামুরা ভাল আসেন?

আমি কিন্তু ভাল নাই!

আজকে এক্টা টিউন চোর পাইসি।

সে আমার টিউনতো চুরি করসেই + আরও অনেকেরি টিউন ছুরি করসে।

দয়া করে এক্টু চেক করে দেখেন কার কার টিউন চুরি করসে!!

আমারটা ছুরি করে যেখানে রাখসে--- এখানে ক্লিক করুন

আমার আসল টিউন ---- এখানে ক্লিক করুন

টিউন চোরের ব্লগসাইট দেখতে ক্লিক করুন

আর তার বিরুধ্যে ...............

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HA HA HA CHORAR 10 DIN R GEROSTSR 1 DIN.ATA AJ PROMAN HOLO.HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA HA

Level 0

আসলে জ্ঞান চুরি করা যায় না
আপনি আরেকটু ধৈর্য্যশীল হন
আর হা আপনি সবাইকে মামা ডাকেন এটা আমার মতে কোন ভাল শব্দ নয় (আমার তো মনে হয় আপয়ান্র আরেকটু ভাষার দিকে নজর দেওয়া উচিত)

    জানি ভাইয়া। কিন্তু সবাই যদি সবার সাথে একি রকম বিহেভ করে তাহলে একটু একঘেয়েমি লাগে। তাই একটু ব্যাতিক্রম। যদি ভাল না লাগে তাহলে অবশ্যই ভাষার দিকে নজর দিব! আপনাকে ধন্যবাদ!

টেকটিউনের অনেকের লেখাই দেখলাম সরাসরি কপি পেষ্ঠ করা হয়েছে সাইটটিতে । আমার ও ৩টি লেখা পাইছি । তবে টেকটিউনসের লিংক দিলে PROVLEM ছিলনা ।

    তবে শিরোনামটা এমন না দিয়ে অন্যভাবে ও দিতে পারতেন ।

    আপনার সাথে একমত টেকটিউনসের লিংক দিলে বা টিউনারের নাম দিলে সমস্যা ছিল না।

Level 0

valo kaj korse….

Level 0

moja laglo

    কারণটা জানতে পারি মজা লাগার।

Level 0

sundor

Level 0

bolar kichu nai….

এই ভাবে গালি গালাজ করে টেকটিউনস এর পরিবেশ নষ্ট করা কি ঠিক ?? যে অপরাধ করছে তার বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা পেশ করুন।

টিউনার ও কমেন্টার ভাইবোনেরা আমাদের সবার ভাষা আরো সংযত আরো মার্জিত হওয়া উচিত।

    জানি ভাইয়া। কিন্তু যদি এভাবে এতজনের টিউন চুরি করে নিজের হিসেবে চালিয়ে দেয় তাহলে ভাষা মার্জিত রাখার সুযোগ কোথায়!
    তারপরও ভাষা খারাপ করার জন্য সরি!

একদম ঠিক বলসেন রাফসান ভাই! কিন্তু “সেই শাকিল” ভাইয়ের সাথে একমত- গালি গালাজ করে টেকটিউনস এর পরিবেশ নষ্ট করা ঠিক না! জা করার ওই বেটার ব্লগে গিয়ে কমেন্ট হিসেবে লিখেন………

২ টা টিউন করলেন, এর মধ্যেই চুরি !!!!

    কি আর করব ভাই! এত সময় কোথায়।

হায় হায় , ওই খানে দেখি পুরা টেকটিউনস কপি – পেস্ট করে দিয়েছে ।

    তাই তো দেখলাম। আসলে ব্লগটার মালিক কে জানতে পারলে অবস্থা খারাপ করে দিতাম!!!!!

অই বেটা আমার টিউনও কপি মারছে!!!

DJ Arif ভাইয়া, আমার কাছে একটা ব্যাপার খুবই ঘোলাটে লাগছে। আপনার টিউনটা যে চুরি করেছে সে নিশ্চই এত বোকা না যে ওর ব্লগে আপনার টিউনের নিচে আপনার লিঙ্কটা সরাতে ভুলে গেছে। আমার কাছেতো কেমন কেমন লাগছে? নতুন মার্কেটিং পলসি নাতো?????????????? আমি যদি ভুল ভেবে থাকি তাহলে খুবই দুঃখিত।ধন্যবাদ।

    আল্লাহর কসম ভাইয়া কোন মারকেটিং পলিসি না।
    আমারও একি মতামত লোকটা আমার ওয়েবসাইটের লিঙ্ক সরাতে ভুলে গেছে!
    এখানে যদি এমন কেও থেকে থাকে যে কিনা লেখা শেশে নিজের কোনো লিঙ্ক বা ওয়েবসাইট দিয়েছেন তাহলে প্লিজ একটু চেক করেন।
    আপনার লিঙ্ক বা ওয়েবসাইট আছে কিনা

    আপনার নামটার অর্থ কি?

অবাক কাণ্ড!!!! ব্লগসাইট টা বন্ধ হয়ে গেছে!!!!!!

Level 0

DJ ARIF ROCKS ভাই, স্যতি ই মির্স করলাম সাইটটি বন্ধ হয়ে গেছে খুজলে এরকম বহু সাইটটে সন্ধান পাবেন ধন্যবাদ…..।

হা ভাগলো

    না ভেগে যাবে কোথায়!