ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

ই-প্রথম আলোতে প্রথম প্রথম বিজ্ঞাপনগুলো দেখা যেত আর এ বিজ্ঞাপন দেখার জন্যই অনেকের মতো আমিও ই-প্রথম আলোতে টু মারতাম প্রতিদিন আর বাসায় দিলাম পেপার বন্ধ করে কিন্তু কিছুদিন পরই প্রথম আলো বিজ্ঞাপন দেখা দিলো বন্ধ করে এতে অনেকের মত আমিও কিছুটা হতাশ হয়েছি ।আবার ই প্রথম আলোতে প্রতিটা নিউজ দেখার জন্য আলাদা আলাদা জুম করতে হতো এটাও আরেকটা ঝামেলা।
কিন্ত সব ঝামেলায় মিটে যাবে এই টিউনটি পড়ার পর

সমাধানটা একেবারেই সহজ

প্রথমে নিচের লিংকে ক্লিক করে ডেমো দেখে নিন Click This Link

এই্ লিংকে গিয়ে কি দেখলেন প্রথম ছোট একটি পেজ এর উপরে মাউসটি নেবার সাথে সাথে জুমের অপশন এসেছে জুমে ক্লিক করার সাথে সাথেই পুরো পেইজ আসলো ..........কি সব বুঝতে পারছেনতো

এখন আসেন একটু বিশ্লেষণ
করিwww.eprothomalo.com/contents/2010/2010_06_23/bigPages/2010_06_23_1.jpg

মুল ফরমেটটি হলো উপরেরটি

  • এখানে সব ঠিক থাকবে 2010 হলো এখানে সাল মানে অন্য কোন সালের পেপার এইভাবে দেখতে চাইলে এখানে সালটি পরিবর্তন করে দিন
  • তারপর আসলো তারিখ তারিখ এখানে আছে 2010_06_23 আপনি যে তারিখের পেপার দেখতে চান সেটা বসিয়ে দিন
  • তারপর আসলো কত নাম্বার পেজ এই্ অপশন টি এখানে আছে 2010_06_23_1.jpg মনে করুন আপনি দুই নাম্বার পেজটি দেখতে চাচ্ছেন তাহলে এখনা একদম শেষের 1 টিকে পরিবর্তন করে 2 করে দিন তাহলেই দুই নাম্বার পেজটি দেখতে পারবেন এভাবে শেষের নাম্বারটিকে আপনার ইচ্ছামত 3,4,6,12 করে দিন তাহলেই হয়ে যাবে ।

সব ধরনের বিজ্ঞাপন দেখুন আর সব সংবাদ পড়ুন একসাথে আশা করি আপনাদের কাজে লাগবে ।সবাই ভালো থাকবেন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক অনেক কাজে লাগবে।তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ওয়াও! জোশ তো!
থ্যাঙ্ক ইউ মামুন ভাই।

ধন্যবাদ শেয়ার করার জন্য। প্রথম আলোর বিজ্ঞাপন দেখতে আমারও ভাল লাগে।

অসাধারন টিউন..।
ধন্যবাদ মামুন ভাই।

Level 2

আমি সংক্ষিপ্তাকারে একবার এই বিষয় নিয়ে টিউন করেছিলাম অনেক অনেক দিন আগে।
মামুন ভাইকে ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য। আমার প্রথম দিকের টিউন ছিল সেটি।
https://www.techtunes.io/other/tune-id/7956/

ভাই আপনাকে উ.উ.উ.ম্মা..বহুদিনযাবত এইটা খুজতেছিলাম.এইটা কি অন্য পত্রিকার বেলায় করা যাবে.ejanakantha /edailystar ?page খুব ধীরে load হয় .সমাধান কি? আবারও উ..উ..উ…ম্মা..

সুন্দর টিউন, ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক ভাল লাগল।

আমিতো প্রথমআলো পড়াই ছেড়ে দিয়েছিলাম এই জামেলার করনে,এখন আবার শুরু করব ইনশাল্লাহ,মামুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।
আমার একটা অভিযোগ আছে আপনি টেকটিউন্সের মডারেটদের একজন কিন্তু আপনার টিউনে অনেকে টিউন বিষয়ে কোন কমেন্ট না করে শুধু একটা বিজ্ঞাপনের লিঙ্ক দিয়া দেয় আর আপনি এটাকে ডিলেট করেননা এর দ্বারা আমরা কি বুঝব এই কাজটা কি এখানে জায়েজ নাকি অন্য যারা নিজের টিউন থেকে এই ধরনের কমেন্ট ডিলেট করে দিয়েছেন কিংবা এই সবের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তারা ভুল করেছে,আপনার মন্তব্য চাই।

    আতাউর ভাই আপনি একটু ভুল করেছেন আমি টেকটিউনস এর মডারেটর নই আমি আপনাদের মতই ভিজিটর কাম টিউনার তবে আপনাদের সাথে আমার এতটুকুই প্রাথর্ক্য যে আমি জরিপ বিভাগটা দেখি ।এছাড়া আর কোন প্রাথর্ক্য নাই ।তবে বিজ্ঞাপনের লিংকটা ডিলিট করে দিচ্ছি ।

অনেক অনেক ধন্যবাদ।

এইজন্যই টেকনোটিউনসকে খুব ভালো লাগে। কিছু কিছু টিউন হয় যা খুবই জটিল আকারের।

অসাধারণ টিউন……… আরে ভাই প্রথম আলো তো দেখি বিজ্ঞাপনের জন্যই ……… I like it so much, coz I hate the before process to zoom & not see the Advertise.

Level 0

দারুন কাজের জিনিষ ভাই, ধন্যবাদ আপনাকে।

Level 0

অনেক দিন থেকে লেখাতো দূরের কথা কোন কম্মেন্টও করা হয় না। আজও কোন ইচ্ছা ছিলো না, কিন্তু টিউনটা পড়ে কম্মেন্ট না করে আর থেমে থাকতে পারলাম না। খুব সুন্দর হয়েছে। অশেষ ধন্যবাদ

মামুন ভাই অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বুঝলাম না আমারটাতে সমস্যা করছে কেনো। http://www.eprothomalo.com/contents/2010/2010_06_23/bigPages/2010_06_23_1.jpg ২৩ এর জায়গায় ২২ বা ২৪ বা ২১ যে তারিখই বসাই yahoo search page ওপেন হচ্ছে। বুঝলাম না এমন হচ্ছে কেনো?

    কই আপনার লিংকে ক্লিক করলেতো ২৩ তারিখের পেপারই আসে আপনার ব্রাউজারে ভেজাল আছে একটু চেক করে দেখেন

লিংকে কি আছে ??

Level 0

কাজ করতাছে .ভাই ,এত ফাটা ফাটি টিউন করার জন্য আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারতাছিনা .

মামুন ভাই you are great……
এই মালের সন্ধান পাইলেন কই?

    পেজ বড় দেখা যাচ্ছে ঠিকই কিন্তু advertise দেখা যাচ্ছে না……

    কি বলেন অবশ্যই দেখা যায় আমিতো প্রতিদিনই দেখতেছি ।

চমৎকার । অনেক অনেক ধন্যবাদ।

ভাই খুব মজা পাইলাম। অসংখ্য ধন্যবাদ।

ভাই কাজ করে না কেন?

কাজ করেছে !!!!!!!!!১

জটিল টিপস, পত্রিকা কেনার হাত থেকে বেঁচে গেলাম।

bolar ki sui nai>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ভাই কয়েকদিন ধরে কিন্তু এটা কাজ করছে না। প্রথম আলো কি অন্য কোন বুদ্ধি এটেছে নাকি?

akon ar kaj kore na