ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন

অনেক সময় বিভিন্ন দেশের সরকার বা প্রতিষ্ঠান বিভিন্ন সাইট ব্লক বা ব্যান করে রাখেন। এরকম ব্লক করে রাখা সাইটগুলো সাধারণ ভাবে ভিজিট করা যায় না। কিন্তু একেবারেই যে যায় না তাও কিন্তু নয়। ব্লক করা সাইট যারা ভিজিট করতে চান তাদের জন্য এই পদ্ধতি।

ছবি

সহজ সমাধান

  • এখানে ক্লিক করে Tor Browser Bundle ডাউনলোড করুন।
  • ডাউনলোড শেষ হলে tor-browser-1.3.5_en-US.exe ক্লিক
  • তারপর Tor Browser ফোল্ডার ক্লিক
  • এরপর Start Tor Browser.exe ক্লিক।
  • মজিলা ফায়ারফক্স রান হলে ডান দিকে নিচে দেখুন যুদি লেখা থাকে 'Tor Disabled'।
  • ওখানে ক্লিক করে 'Enable' করুন।

(বাকীটুকু আর না লিখলেও চলবে)

আইকনে ক্লিক করে 'New Identity' কমান্ড দিয়ে যেকোন সময় নিজের আইপি পরিবর্তন করতে পারবেন।

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই জটিল তো…….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Level 0

    ধ্যনবাদ আপনাকে।

আমার কাজে লাগবে।

প্রশ্নঃ ধরেন, আপনি কোন দেশের সরকারি প্রতিষ্ঠানে এই সব ওয়েব সাইট তদারকি করার কাজে নিয়োজিত আছেন। প্রেসিডেন্ট সাহেব আপনাকে নির্দেশ দিল ক-খ-গ নামক বন্ধ করে দিতে। আপনিও তাই করলেন। প্রেসিডেন্ট সাহেব একটু প্রযুক্তি আনুরাগী মানুষ। তিনি দেখলেন Tor Browser Bundle নামক একটা সফটওয়্যার দিয়ে নিষিদ্ধ করা সাইটে যেতে পারছেন। তিনিতো রেগে মেগে আগুন। আপনাকে ফোন করে বললেন, ” কি সাইট বন্ধ করছ ? সাইটেতো যাওয়া যায়। এমন ব্যবস্থা কর যাতে মানুষ এই সফটওয়্যার ব্যবহার করেও নিষিদ্ধ করা সাইটে যেতে না পারে। আর এই কাজ না পারলে তোমার চাকরি নট ” । এই রকম অবস্থায় আপনি কি করবেন? আর এই সফটওয়্যার দিয়ে যদি সাইটে যেতেই পারে , সরকারের সাইট বন্ধ করার কি দরকার ?

    আমারও একই প্রশ্ন ???????????????

    আমারো একই প্রশ্ন তার সাথে আরেক কথা জানার আছে ইহা দিয়ে কি বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ফেসবুক খোলা যাবে কিনা আর যদি যায় তাহলেতো চিন্তার বিষয়।তা হলে সরকারের এত কষ্ট করে ফেসবুক বন্ধ করে লাভটা হল কি।

    Level 0

    ডিজিটাল সরকারের জন্য এনালগ সফটওয়্যার । একবার ব্যবহার করে দেখুন ।জটিল জিনিশ……

    কি বলেন আতাউর ভাই !?!? খোলা যাবে মানে ? ১০০% যাবে । এই নিয়মটা আমি জানতাম, ইচ্ছে করেই বলি নি। কিন্তু এখনতো এই নিয়ে টিউনই বের হয়ে গেল। আমি Esshan ভাই এর উত্তরের অপেক্ষায় আছি, আমার প্রশ্নের মধ্যে প্রেসিডেন্ট সাহেব এর প্রশ্নটা অতি গুরুত্তপূর্ণ, এখন দেখা যাক প্রেসিডেন্ট সাহেব কল্যাণে Esshan ভাই এর চাকরিটা থাকে, নাকি চলে যায় !!!

    আমি চিন্তা করতে পারছিনা নিউটনের তৃতীয় সুত্রটার প্রয়োগ যে এমন ব্যপক আকার ধারন করবে।

    Level 0

    আমার মনে হয় সরকার সাইটি ব্লক বা ব্যান করেনি,একটু নজরদারী করচ্ছে।কারন যাদের ইউনিক আইপি আছে তারা প্রবেশ করতে পারছে।

    আইপি সাধারনত দুরকম হতে পারে
    ১. পাবলিক আইপি
    ২. প্রাইভেট আইপি
    আমরা সাধারনত লোকাল নেটওয়ার্কে প্রাইভেট আইপি ব্যবহার করি। প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে 10.0.0.0 – 10.255.255.255, 172.16.0.0 – 172.31.255.255, 192.168.0.0 – 192.168.255.25.
    এক কথায় বলতে গেলে পাবলিক আইপির সাহায্য ছাড়া ইন্টারনেট এক্সেস পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সবার কি একটা পাবলিক আইপি আছে?? উত্তর হলো না। তাহলে যাদের পাবলিক আইপি নেই তারা কিভাবে ইন্টারনেট এক্সেস করছে??? যাদের পাবলিক আইপি নেই তারা সাধারনত প্রক্সি অথবা নেটওয়ার্ক এড্রেস ট্রানসলেশনের মাধ্যমে ইন্টারনেট এক্সেস করে। এই পদ্ধতিতে প্রক্সি সার্ভার বা ন্যাট সার্ভারে একটা পাবলিক আইপি থাকে। এই ধরনের ব্যবহারকারীদের সবার আইপি হবে একই অর্থাৎ সার্ভারের আইপি টা।ইন্টারনেটে কানেক্ট হওয়া প্রত্যেক পিসির একটাই আইপি হবে কিনা সেটা নির্ভর করবে কি ধরনের ব্যবহারকারী তার উপর। সাধারনত সাইবার ক্যাফে, কর্পোরেট অফিস, কলেজ/ইউনিভার্সিটিতে সবার একই আইপি হওয়ার সম্ভাবনা বেশি। কারন সে ক্ষেত্রে সাধারনত প্রক্সি অথবা ন্যাট ব্যবহার করা হয়। আর ডায়ালআপ,ব্রডব্যান্ড ব্যবহারকারীদের প্রত্যেক লগিনে ভিন্ন আইপি হতে পারে। ইউনিক আইপি হবে যদি ব্যবহারকারী আইএসপি থেকে ফিক্সড আইপি নেয়।

    personal আইপি আছে মানে ? বুঝলাম না, আমাদের সবারই নিদির্ষ্ট আইপি আছে…সেটা কি পারসোনাল না ?

    Level 0

    আসলে কি বলবো!!! আগে নবী (স:) + ইসলাম-এর গায়ে লাগছিলো তাই কর্তাদের কিছু মনে হয়নাই। কিন্তি এইবার নিজের গায়ে লাগাতে এবার সব close(). এরকম অবশ্য আমরা আগেও দেখছি। আসলে technology-তে block করে কিছু করা যাবে না। আজকে BD-এর অনেকেই FB browse করছে। so এটা block করে ঠেকানোর বিষয় না। আমার মনে হয়না।

    মুল কথা হচ্ছে সরকারের লোকজন ভাব দেখালে ো এরা তথ্য প্রযুক্তি সাবজেক্টে একেবারেই দুর্বল।এই সব ফাক ফোকর সম্বন্ধে এদের কোন ধারনাই নেই।আমি তো ভাই এই বন্ধের মধ্যে ো ফেসবুক চলিয়েছি কোন software ছাড়া।চাইলে আপনারা ো টেস্ট করতে পারেন এই সাইট থেকে http://www.covertbrowser.info/index.php এই সাইট এ গিয়ে Hotlinking directly to proxified sites is not permitted এই অংশে আপনার কাঙ্খিত website এর নাম লিখে Go button এ click করুন। ব্যাস।

    @সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও: বাইজান এক্কেবারে চরম একখান কতা কইছেন । তয় নিরপেক্ষ লইয়া কই সরকার যা করে তা দ্যাশের মানুষগো আবুল পাইয়া শান্তনা দেয় । জানেননা যে আমাগো দুর্নীতিতে ১ম অওয়ার রেকর্ড আছে । হা হা হা…

Level 0

আমি ফেসবুকে এইটা ব্যবহার করে ঢুকতে পারবো? ফিসিং হবার ভয় নাইতো?

    Level 0

    এটার কাজ আইপি পরিবর্তন করা ,তাই ১০০% নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
    তবে সাবধানতাসরুপ মনে রাখবেন প্রক্সি সাইট দিয়ে ব্রাউজ করার সময় তথ্য আনএনক্রিপ্টেড কানেকশন দিয়ে আদানপ্রদান হয় সুতরাং একান্ত প্রয়োজন না হলে স্পর্শকাতর তথ্য প্রক্সি সাইট দিয়ে প্রেরণ করা থেকে বিরতো থাকুন।

    Level 0

    ভয় অবশ্যই আছে। যারা soft টা বানাইছে ওরা সৎ না হলে খবর আছে যারা use করছে।

ei vabeo hoy:

FB block avoid korte chaile: http://bangladeshtalks.com/index.php?topic=648.0

Level 3

এত জামেলার দরকার কি। http://www.vtunnel.com/ এই সাইট দিয়ে ডুকলে চলে।

    Level 0

    তবে সাবধানতাসরুপ মনে রাখবেন প্রক্সি সাইট দিয়ে ব্রাউজ করার সময় তথ্য আনএনক্রিপ্টেড কানেকশন দিয়ে আদানপ্রদান হয় সুতরাং একান্ত প্রয়োজন না হলে স্পর্শকাতর তথ্য প্রক্সি সাইট দিয়ে প্রেরণ করা থেকে বিরতো থাকুন।

Level 0

ধন্যবাদ কাজ হইছে আমি ফেসবুকে ঢুকতে পেরেছি।

    Level 0

    আপনাকে ও ধ্যনবাদ!!!

Level 0

ya it working & see this

দেখি কাজে লাগান যায় নাকি?ভালো মোন্দ পরে বিচাভ হবে।

thanks vai……………………………………………………it is working

kaz hoy…but ami mone kori facebook ke akta sikkha deya uchit. tai ata dia fb te dhokar birodhita korteci ami…..ontoto dhormio bapar gulo nia fb ar sotorko thaka uchit…..

ভাই লিঙ্ক টা কাজ করতেসে না।ঠিক করে দেন।

    Level 0

    এখন ডাউনলোড করুন

Level 0

We all are using so many times for Facebook. If we could use this much time for some creative task, then we could achieve some good things.
Facebook has been blocked by the government, and here we are trying to break the code. Some horrible things happened in Facebook. We expected Goverment will take some step to block FB. Goverment has done it although is was late. We should co-operate the goverment. It is same as we are trying to break the rules. As a bangali we are the champion.

What say?

আরে ভাই ডাউনলড হচ্ছে না…………।

Level 0

নতুন করে মিডিয়া ফায়ারে আপলোড করালাম। এখন ডাউনলোড হবে।

কাজে লাগবে।

Level 0

ভালো জিনিষ শিক্ষালেন ভাই। ধন্যবাদ ভাই

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ !!!!!