হ্যাক করুন পৃথিবীর যে কারও IP এ্যাড্রেস । NEW !!!

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি হ্যাকিং টিপস দিব, যার দ্বারা আপনি পৃথিবীর যে কারও IPএ্যাড্রেস বের করতে পারবেন। একটি কম্পিউটার পুরোপুরি হ্যাক করতে IP এ্যাড্রেসের জুড়ি নেই। কেবল মাএ

IPএ্যাড্রেস দিয়েই একটি কম্পিউটারের HDD পুরোপুরি হ্যাক করা সম্ভব। যারা প্রফেশনাল হ্যাকার তারা IP এ্যাড্রেস দিয়েই পিসি হ্যাক করে থাকেন। যাক অনেক বকর বকর করলাম, এখন কাজের কথায় আসি।

_________________________________

almas.zaman@gmail.com 1

১। প্রথমে এই সাইটে প্রবেশ করুন।

২। Regiester করুন এবং Regiester করার পর আপনার ইমেইলে একটি লিঙ্ক যাবে সেটি ক্লিক করে account verify করুন।

almas.zaman@gmail.com 2

৩। Log in করার পর Software/Tools এ ক্লিক করুন।

almas.zaman@gmail.com 3

৪। তারপর IP Stealer এ ক্লিক করুন।

almas.zaman@gmail.com 4

৫। এখন আপনার পছন্দ মতন একটি URL ঠিকানা বসিয়ে দিন, হতে পারে সেটা গুগল কিংবা টেকটিউনস। URL ঠিকানা এজন্য বসানো হয় যাতে কেউ সন্দেহ না করে।

৬। এবার Redirect Visitors To This URL ক্লিক করুন।

almas.zaman@gmail.com 5

৭। ক্লিক করার পর চিত্রর মত একটি লিঙ্ক পাওয়া যাবে।

৮। এই লিঙ্কটি আপনার শত্রুকে ইমেইল করে পাঠিয়ে দিন। আপনার শত্রু যখন লিঙ্কটি ক্লিক করবে তখন আপনার দেওয়া URLটি ওপেন হবে ঠিকই but তার IP এ্যাড্রেসটি আপনার কাছে চলে আসবে।

almas.zaman@gmail.com 6

৯। এবার নতুন Log in করে Software/Tools > IP Stealer এ ক্লিক করে নিচে আপনার শত্রুর IP এ্যাড্রেসটি দেখে নিন।

আসা করি আমার এই ছোট্ট হ্যাকিং টিপসটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের “আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারটা হ্যাক কইরেন না আবার ( মিছামিছি রাগ করার ইমো হবে )
🙂

    ধন্যবাদ ভাই জান………. 😛

আলমাস ভাই আমার তো আর রেজিস্ট্র্রেশন করতে ভাল লাগে না। একমাত্র বাধ্য না হয়ে কোথাও রেজিস্ট্র্রেশন করি ন। ধন্যবাদ তোমাকে……………. Keep Tuning

    ধন্যবাদ হাসিব ভাই। আপনার কথার সাথে সহমত 😛

হুম, আলমাস ফেসবুক এ আইসো একটা লিঙ্ক দিবো। তোমার অনেক কাজে লাগবে।

    ধন্যবাদ সাম্য ভাই। আমি আইতাছি !!!

IP diye kivabe hacking kore ta bolen. amar kase onek ip ase but hacking too korte pari nah

    ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী টিউন এটা নিয়েই………… 😛

আল্লাহ্‌র ওয়াস্তে আকাম-কুকাম শিখাইয়েন না।

    হু হা হা……. নাউজউ-বিল্লাহ 😉

Level New

ভাল লাগলো সামনের টিউনের আশায় থাকলাম।

    ধন্যবাদ রাজ ভাই। সুদূর কানাডা থেকে Comment করার জন্য আবারও ধন্যবাদ। 😛

Level 0

হ্যাকিং এর জন্য চমতকার ও সোজা ওয়ে মনে হচ্ছে।

    অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। 😛

ok

ধন্যবাদ ভাইজান

Kintu oi link tate keu click korbe keno ? ota ke dhaka debar kono babostha nai?
emon kono system nai jate, ami kono mail pathale..victim oi mail ta khullei kaj hoye jabe ???

    হুম… অবশ্যই আছে। আপনি এটাকে mail এর উপর লেখা সিলেট করে বা হাইলাইট করে link দিতে পারেন। 😛

    ভাই মনে বুঝলাম না, তবে Comment করার জন্য ধন্যবাদ। 😛

na parley to hate korben e . kore daikhen ai kaj a koto moja but hacking ar maddhome karo khoti kora thik na .

    ভাই দয়া করে পুরো ইংরেজী বা বাংলায় লিখুন কারন আমি এধরনের লেখা পড়তে পারি না বিধায় আপনার comment এর মানে বুঝি নাই। তবে আপনাকে ধন্যবাদ…. 😛

    Level 2

    ধন্যবাদ আলমাস। তোমার টিউনের মান দিন দিন অনেক উন্নত হচ্ছে।
    তবে যারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তাদের ক্ষেত্রে এ পদ্ধতি কাজ করবে না।
    আর শাকিলের মন্তব্যটি আমি বাংলা করে দিচ্ছি (এটি বোধ হয় মোস্তফা আরাফাত এর উদ্দেশ্য লেখা):
    “না পারলেতো ঘৃণা করবেনই। করে দেইখেন কী মজা! তবে হ্যাকিং এর মাধ্যমে কারো ক্ষতি করা ঠিক না।”

    Level 2

    “যারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তাদের ক্ষেত্রে এ পদ্ধতি কাজ করবে না” বলতে আমি বুঝাতে চেয়েছি, যারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তাদের আই.পি. এ পদ্ধতিতে হ্যাক করা যাবে না। তবে হ্যাঁ, সে মেইলটি রিসিভ করে লিংকটিতে ক্লিক করে নেট কানেকশান টিসকানেক্ট করার আগ পর্যন্ত তুমি সুযোগ নেয়ার চেষ্টা করতে পার। কিন্তু সে নেট থেকে বেরিয়ে গেলে, পরবর্তীতে আবার প্রবেশ করলে উক্ত আই.পি. আর কাজ করবে না।

Level New

exclusive tune bro

এই লিঙ্কটি –ইমেইল করে পাঠিয়ে দিন। যখন লিঙ্কটি ক্লিক করবে তখন আপনার দেওয়া URLটি ওপেন হবে ঠিকই but তার IP এ্যাড্রেসটি আপনার কাছে চলে আসবে।
-যদি মেইলটি মুছে ফেলে , URL ক্লিক না করে।
এটা স্ট্যাটিক আইপির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

vai kivabe ami onner mobile er IP address janbo?

আলমাস ভাই তোমাকে অনেক ধন্যবাদ এরকম কিছুই খুজতে ছিলাম আমার হয়তো অনেক কাজে দিবে তোমার টিউনটি।

ভাই জটিল টিউন। কবেনাগাদ আইপি দিয়ে কিভাবে হাডরর্র্হডিস্ক হ্যাক করা যায় এই টিউনটি করবেন তা জানার প্রতিক্ষায় রইলাম।

vhai amar akta ip rental software dorkar jodi paren help koren……………[email protected]

আলমাস ভাই , আমি টেকটিউনের নতুন সদস্য। আমি আপনার টিউন গুলো পডছি এবং আমার কাছে ভাল লেগেছে। আমি গ্রীসে থাকি।

কোন Webpage এর PORT No. টা কিভাবে জানতে পারব,এর জন্য কোন Software বা Tricks আছে কিনা?IP Address এর সাথে সাথে আমার PORT No. টা জানা খুব প্রয়োজন।

Level 0

লিঙ্কটি কাজ করছে না।

Level 0

Bhai almas,,,, apner post te read kore amar onek valo lagse. onek asa nea 1 no option a click korlam but it’s show me = The site has been taken down (By – Syntaxmaster) because users are abusing the services I created for users of the site.

now ke korbo bolben plz…

i need IP changing software

vai link to kaj kore na. can u explain?