~~Anti hacking ~~ হ্যাকিং থেকে বাচুন

Anti hacking নিয়ে এটি আমার প্রথম পোস্ট দয়া করে মন্তব্বের মাধ্যমে আপনার মতামত জানাবেন ।

হ্যাকিং সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। হ্যাকিং কোন ক্রাইম নয় তবুও এর অপব্যবহার ক্ষতির কারন ।

হ্যাকিং থেকে বাচার যে টিপস গুলো আপনাকে দিব তা যদি মানতে পারেন তাহলে আপনার হ্যাক হবার সম্ভাবনা কমে যাবে ।

টিপসগুলো আমি আমার অভিজ্ঞতা থেকেই লিখছি ।

এমন অনেকের সাথেই হয় যে রাতে কাজ করে রাখলাম আর সকালবেলা অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যাচ্ছে না ব্যাপার টা অনেক কষ্টকর ।

তবে আমরা যদি একটু সচেতন হই তাহলে হ্যাক হবার কোন সম্ভাবনাই থাকে নাহ ।

শুধু কিছু কথা আমাদের মনে রাখতে হবে ।  নিচে আমি পয়েন্ট আকারে উল্লেখ করলাম । 

তারা আগে একটা কথা,

আর হ্যাঁ, আমি একজন কে খুঁজছি যে আমাকে অনেক হেল্প করেছে তার কথা এখন অ আমার স্মরণ আছে দয়া করে আমাকে তোমার ফেসবুক এ অ্যাড কর রুহুল আমিন রনি প্লিজ । 

তো, আর কথা না বাড়িয়ে শুরু করি ।

1. ইন্টারনেট এ অনেক লভনীয় সফটওয়্যার পাওয়া যায় যেমন ফেসবুক হ্যাকিং, পেপাল মানি অ্যাড ইত্যাদি দয়া করে সে সব সফটওয়্যার থেকে দূরে থাকবেন ।

কারন তাদের সবতাই ভাইরাস আর কিছু নাহ

2. ভাল এন্টিভাইরাস ব্যবহার এবং আপনার AntiVirus আপডেট করুন নিয়মিত ।

3. Firewall ব্যবহার করুন আর নিয়মিত আপডেট রাখুন । 

4. আগেই বলেছি তবুও একবার ফেসবুক হ্যাকিং এর কোন নিদিষ্ট সফটওয়্যার নেই এবং যেগুলো আছে তার সবটাই ভুয়া আপনি নিজেই হ্যাক হবেন অন্যকে হ্যাক করতে গিয়ে । 

5. অনলাইন এ বিভিন্ন সার্ভিস আছে যেগুলো টাকার বিনিময়ে হ্যাকিং করে ফেসবুক পেপাল ইত্যাদি দয়া করে সেগুলো থেকেও দূরে থাকুন সবটাই প্রতারণা । 

তবে কি ভাবে হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্ট সহ অন্যান্য  অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাঁ তাও বলছি । 

কিলগিং এর মাধ্যমে ফিসিং এর মাধ্যমে রাটি ং এর মাধ্যমে । 

আমাকে আপনার ফেসবুক এ অ্যাড করুন এখানে ---

Level 0

আমি nabil.bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস