বর্তমানে ওয়াইফাই সন্দেহাতীত ভাবে একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। ওয়াইফাই এর মাধ্যমে এনক্রিপ্টেদ তথ্য বাতাসের মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু আপনি টা জানতেও পারেন না । WEP (Wired Equivalent Privacy) ছিল প্রথম নিরাপদ এন ক্রিপ্সন পদ্ধতি। কিন্তু WPA , WPA-PSK (Works Progress Administration) ইত্যাদি পদ্ধতি এর জায়গা দখল করে নিয়েছে । সাধারনত WEP wifi হ্যাক করতে 5-6 ঘণ্টা সময় লাগে। কিন্তু ভাল সিগন্যাল পেলে আর ও কম সময় এর মধ্যে করা যায় ।
Tools to Be Used
আমরা ওয়াইফাই হ্যাক করতে ২ টি টুল ব্যবহার করব।
1. Commview For Wifi
এটি একটি প্যাকেট স্নিফিং টুল । মানে এটি ওয়াইফাই তে প্রবাহিত হওয়া ইন্টারনেট প্যাকেট গুলো ধরে এবং জমা করে । যত প্যাকেট জমবে তত WEP. হ্যাক করার সুযোগ বেড়ে যাবে । আমাদের কমপক্ষে ১০০০০ প্যাকেট লাগবে ওয়াইফাই এর পাসওয়ার্ড ভাঙ্গার জন্য
packet গুলো আসবে .ncp ফরমেটে । আমরা একে .cap ফরমেটে বদলে নেব ।
আমি এই টিউটোরিয়ালে উইন্ডোজ ৭ ব্যবহার করেছি । আপনি অন্য কোন সিস্টেম ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার ওয়াইফাই কার্ড সাপোর্ট না করলে virtual machine এ উইন্ডোজ ৭ ইন্সটল করে নেবেন।
2.Aircrack-Ng GUI :
এই সফটওয়্যার এর সাহায্যে আমরা ফাইল কে .cap ফরমেটে নিয়ে যাব । এগুলো নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন ।
Commview For Wifi >http://www.tamos.com/download/main/ca.php
Aircrack-Ng GUI> http://www.aircrack-ng.org/
মনে রাখবেন এই সফটওয়্যার গুলো চালাতে হলে আপনাকে কম্পিউটার এ adminstrator mode এ কাজ করতে হবে ।
LET THE HACKING BEGIN !!!!
প্রথমে commonview সফটওয়্যার টি ইন্সটল করুন । আপনি voip বা standerd যে কোন মোড এ ইন্সটল করতে পারেন । আমি voip দিয়ে করেছি। এটি automettically প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করতে থাকবে।
আপনি এই সফটওয়্যার ব্যবহার করে কোন নেটওয়ার্ক এ যুক্ত হতে পারবেন না। এটি সুধু হ্যাকিং টুল ।
এখন সফটওয়্যার চালু করে বামদিকের প্লে আইকন এ ক্লিক করুন ।
একটি নতুন উইন্ডো ওপেন হবে । সেখানে start scanning বাটনে ক্লিক করুন ।
এখন ডান দিকের উইন্ডো তে আপনি অনেকগুলো নেটওয়ার্ক দেখতে পাবেন । ইচ্ছামত যে কোন একটি কে সিলেক্ট করুন এবং capture বাটনে ক্লিক করুন ।
এই টিউটোরিয়াল এ আমি WEP protected network হ্যাক করা দেখাচ্ছি। তাই wep এন ক্রিপ্টেড নেটওয়ার্ক সিলেক্ট করবেন ।
সব উইন্ডো বন্ধ হয়ে যাবে এবং আমরা দেখব commonview প্যাকেট ক্যাপ চার করা শুরু করে দিয়েছে
প্যাকেট ক্যাপ চার হচ্ছে এখন আমাদের সেগুলো সেভ করতে হবে। এর জন্য
Click on Settings->Options->Memory Usage
Change Maximum Packets in buffer to 20000
এবার LOGGING Tab সিলেক্ট করে AUTO-SAVING এ টিক দিন ।
এবার Maximam Directory তে ২০০০ এবং Log File Size এ ২০ লিখে দিন
এখন commonview ২০ মেগাবাইট আকারে প্যাকেট সংগ্রহ করতে থাকবে .ncp ফরমেটে । এই ফাইল আপনি যে directory তে সেভ করেছেন সেখানে জমা হবে ।
এখন যেহেতু আপনি অনেক লগ জমা করছেন তাই এগুলো কে একটি ফাইল এ কম্পাইল করতে হবে এর জন্য Logging Tab এর CONCATENATE LOGS. এ যান এবং একটি ফাইল এ পরিনত করুন ।
করা শেষ হলে .ncf ফরমেটে আমরা একটি ফাইল পাব।
AIRCRACK-NG কে ইন্সটল করুন এবং আমরা যে একটি ফাইল পেয়েছি সেটিকে .cap এ রুপান্তর করতে হবে । এটা করার জন্য
AIRCRACK-NG তে যান এবং
Click on File->Log Viewer->Load Commview Logs-> Choose the .ncf file ,
Now File->Export->Wireshark/TCP dump format .
PART 2 AirCrack-NG
এই অংশ খুব সহজ। AirCrack folder খুলুন এবং Bin->Aircrack-ng GUI.exe লোকেসান এ যান এবং GUI এ .Cap file বসান এবং Next->Next->Next
এখন তার সব তথ্য যেমন সে দিনে কয় মেগাবাইট নেট ব্যবহার করে , তার ওয়াইফাই ইউযারনেম, পাসওয়ার্ড সব আপনি পেয়ে যাবেন । কিন্তু কয়েক ঘন্টা ও লাগতে পারে ।
শেষ কথা
এই পর্যন্তই ছিল । টিউন সম্পর্কে মতামত দেবেন ।
এরকম অনেক কিছু পাবেন > http://www.facebook.com/CY133R এ
আর আমার সাথে যুক্ত হতে পারেন > http://www.facebook.com/techfreak.unknown এ
ALLAH HAFEZ
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ছবি দেখা যায় না কোনটার। প্লিজ ছবি আপলোড দেন