অনেকদিন পর টিউন করতে বসলাম। আপনারা অনেকেই হয়ত ডিডস অ্যাটাক সম্পরকে জানেন। এটা মুলত হ্যাকিং এর পর্যায়ে না পড়লেও এর জনপ্রিয়তা অনেক। কিছুদিন আগে বিবিসি, নাসা, এবং কিছু হাই প্রোফাইল সাইট ডিডস অ্যাটাকে অকার্যকর হয়ে পড়েছিল। কিন্তু এত হাই প্রোফাইল সাইট কিভাবে অকার্যকর হল?? বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। যারা জানেন না তারা এই টিউন গুলো দেখুন।
http://alokitobd.com/forum/showthread.php?tid=175
ডিডস করতে আপনাকে হ্যাকিং জানতে হবে এমন কোন কথা নেই। যে কেও সফটওয়্যার অথবা ব্রাউজার থেকেই সরাসরি অ্যাটাক করতে পারবেন।
“আপনারা হয়ত বলবেন ডিডস সবাই করতে পারে, এটা নিয়ে আজাইরা টিউন করার কি দরকার??”
-ডিডস সবাই করতে পারে ঠিক। তবে একজন অ্যাটাক করার চেয়ে অনেকে একসাথে অ্যাটাক করা অনেক বেশী কার্যকর। যেখানে একজন একটা সাইট ডাউন করতে ৫ ঘণ্টা লাগে, সেখানে কয়েকজন হলে কয়েক মিনিটে ডাউন করে দেয়া সম্ভব।
একবার চিন্তা করে দেখুন তো আনোনিমাস এর মত যদি আমাদেরও একটা ডিডস স্কোয়াড থাকতো কেমন হত। আমারও খুব ইচ্ছা আমাদের নিজস্ব একটা ডিডস স্কোয়াড তৈরি করা। বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের সময় গ্রুপ ভিত্তিক কছু অ্যাটাক পরিচালিত হলেও তা সেখানেই শেষ হয়ে যায়। এরপর আর উল্লেখযোগ্য কোনও ডিডস দেখা যায়নি।
তাই আমরা কয়েকজন একটা সফল ডিডস স্কোয়াড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। তবে তা সফল করতে আপনাদের (টিউনার,পাঠক,হ্যাকার,আমজনতা) সকলের সহযোগিতা প্রয়োজন। ইদানিং দেশের হ্যাকার গ্রুপ গুলোর মধ্যে কাঁদা ছোড়া ছুড়ি লক্ষ করা যাচ্ছে। হ্যাকার ভাইদের বলছি- প্লীজ ভাই আপানারা অন্তত এই ব্যাপারটাতে একটু সহযোগিতা করুন। এখানে আমরা কোনও গ্রুপের হয়ে কাজ করব না, শুধু দেশের হয়ে কাজ করব।
অনেকেই ভাবতে পারেন পেজ পপুলার করার নতুন ফন্দি। কিন্তু বিলিভ ইট অর নট, আমরা এটা করতে চাই শুধু দেশের জন্য।
**যেভাবে যোগ দিবেনঃ-
১) প্রথমে http://www.mediafire.com/?slve2bavs8n7qts এখান থেকে LOIC সফটওয়্যার ডাউনলোড করে নিন। তবে কোন কারনে LOIC না চললে ব্রাউজার থেকে ddosonline.tk http://www.darktools.ml এটা ব্যাবহার করবেন। ( যতোটুকু সম্ভব LOIC ব্যাবহার করবেন। কারন ব্রাউজার থেকে অ্যাটাকের চেয়ে সফটওয়্যার ব্যাবহার করা ১০ গুন শক্তিশালী। এটাকে অ্যান্টিভাইরাস ব্লক করতে পারে। তাই ডাউনলোডের আগে অ্যান্টিভাইরাস থাকলে বন্ধ করে নিন )
২)http://www.facebook.com/groups/ddosbd
এবং
http://www.facebook.com/ddosbd এই পেজে Target address এবং প্রয়োজনীয় information দেয়া হবে। (লাইক দেয়া/না দেয়া আপনার ব্যাপার। শুধু পেজে নিয়নিত চোখ রাখবেন।)
আপনাদের আশানুরুপ সারা পেলে খুব শিঘ্রই কার্যক্রম শুরু করা হবে।
[বি.দ্রঃ জঘন্য ভাষা এবং অগোছালো লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী)
আমি তাল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অংশগ্রহন করতে চাই…ভারতীয়-দের একটা চরম শিক্ষা দিতে চাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।