বিডি টিউটোরিয়াল গিফট সাইটের মত নিয়ে নিন একটি রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট! ১০০% এসইও অপটিমাইজড!!

 السلام عليكم আসসালামু আলাইকুম।
সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের প্রকাশিত টিউনে আপনাদেরকে পরিচয় করাব ও উপহার দিব একটি রেসপন্সিভ ব্লগার থীম যা টিউনের শিরোনামে উল্লেখ করেছি। হাল সময়ে  ফ্রিভাবে ব্লগ সাইট তৈরির জনপ্রিয় একটি প্লাটফর্ম হল গুগল মামার ব্লগস্পট। এই ব্লগস্পট সাইটের সাহায্য অনেকেই মনকাড়া ও দৃষ্টিনন্দন ব্লগ তৈরি করছেন। কিন্তু সমস্যা হল টেমপ্লেট বাছাই সম্পর্কে। ইন্টারনেটে সার্চ করলে অসংখ্যক ফ্রি ও পেইড টেমপ্লেট পাওয়া যায়। অধিকাংশই ইউজার টেমপ্লেট বিড়ম্বনাতে পড়েন। কারন কোনটি রেখে কোনটি ব্যবহার করবেন!! তথাপি ব্লগ সাইট ধীর গতি হওয়ার জন্যই দায়ী ভূইফোড় টেমপ্লেটগুলো। সুতরাং যে টেমপ্লেটই ব্যবহার করুন না কেন সেটি রেসপন্সিভ হলে ভাল হয়।

ব্লগ, ফেসবুক সহ আমাকে অনেকেই ‍অনুরোধ করেছিলেন ভাল একটি ব্লগার টেমপ্লেট প্রদানের জন্য। তবে এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের টেমপ্লেট গ্রহন করার জন্য দৃষ্টি আকর্ষনটা বেশী ছিল। যাইহোক এবার নিরাশ করব না। শেয়ার করলাম টেমপ্লেটটি। এই টেমপ্লেটটি অনেকেই মডিফাই করে তাদের বিভিন্ন সাইটে ব্যবহার করছেন।

এক নজরে টেমপ্লেটের পরিচয় ও বৈশিষ্টবলী

 অসাধারণ এই টেমপ্লেটটিতে রয়েছে কিছু বেশ কিছু নতুন চমক। যেমনঃ স্লাইডার - যা সাম্প্রতিক টিউন গুলো দেখাবে। ট্যাব উইডগেট, উপরে ন্যভিগেশন এবং আরও অনেক কিছু যা আপনার ভালো লাগবেই। তাছাড়া এই টেমপ্লেটটি উজার ফেন্ডলি। আশা করি ভিজিটরদেরও টেমপ্লেটটি অনেক ভালো লাগবে।  তাহলে চলেন এই টেমপ্লেটটির কিছু ফিচার দেখে নিই।
  • ইংরাজীতে অনুবাদ করা। তবে নিজে এইচটি.এমএল সম্পর্কে ভাল ধারনা থাকে তাহলে বাংলাতে মডিফাই করতে পারবেন।
  • এসইও অপটিমাইজড
  • রেসপন্সিভ (পরীক্ষা করুন)
  • স্লাইডার
  • উপরে মেনুবার
  • ৩ কলাম বিশিষ্ট লে-আউট
  • শেয়ার বাটন
  • সাবস্ক্রাইব বক্স
  • এবং আরও অনেক কিছু...
  • টেমপ্লেটের নাম জিংটেক ২.০ ভার্সন (আমার সংগৃহনুযায়ী), ডিজাইন বাই satanKMKR, থীমটি প্রথম রিলিজ করা হয় থীমফরেস্ট সাইটে।
  • গুগল এডসেন্স এপ্রুভ করা যাবে।
আশা করি ফিচার দেখেই বুঝতে পারছেন টেমপ্লেট সম্পর্কে। জি ভাইয়া, এই টেমপ্লেটটি আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন এখন টেমপ্লেটটির ডেমো দেখে নেই এবং ডাউনলোড করে নেই।

 সর্বশেষ

আর টেমপ্লেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে আরো কিছু রেস্পন্সিভ ও এসইও অপটিমাইজইড টেমপ্লেট প্রদানের চেষ্টা করব। পরিশেষে ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Template এর নিচে কোনো Footer Credit আছে?

    ধন্যবাদ। জ্বী না! কোনো Footer Credit নাই।

      তাহলে ব্যাবহার করতে চাই!! শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ!!

        Footer Credit ছিল সেটি রিমুভ করা হয়েছে। আপনি উক্ত টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তবে আমার ব্লগের মত হুবহু ডিজাইন করতে হলে কোডগুলো মডিফাইড ও বিভিন্ন উইগেট ব্যবহার করতে হবে।

          ADB+Theme.rar ফাইল টা কাজ করে না!! মিডিয়া-ফায়ার থেকে ডাউনলোড করা!!

            র‌্যার ফাইলটা নামিয়ে আনজিপ করে নিন। অতপর আপনার ব্লগে আপলোড করুন। আনজিপ করার জন্য উইন র‌্যার সফটঃ ব্যবহার করতে পারেন।- ধন্যবাদ।

        হ্যা ব্যবহার করতে পারেন। এই পর্যন্ত ৩০০ বার ডাউনলোড করেছেন ভিজিটরেরা।

পোস্ট আরো বেসি দেখাতে চাই প্রথমে এর কোড দেন