HTML এ যেকোন শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে ইলিমেন্ট বলা হয়। যেমন <h1> This is an example of element.</h1>। এখানে <h1> হেডার1 শুরু এবং </h1> হেডার1 শেষ ট্যাগের মাঝে This is an example of element. লেখা হয়েছে, তাই <h1> This is an example of element.</h1> একটি ইলিমেন্ট। কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমন <br />,<img /> ইত্যাদি।
শরু ট্যাগ | ইলিমেন্ট কনটেন্ট | শেষ ট্যাগ |
<h1> | This is an element. | </h1> |
<p> | This is paragraph. | </p> |
<br /> | ||
<img /> |
সাধারণতঃ যে সকল ট্যাগের শেষ ট্যাগ থাকে না তাদের ইলিমেন্টও থাকে না। এ ধরণের শুরু ট্যাগের মধ্যেই / চিহ্নটি অন্তর্ভূক্ত থাকে, এবং এর আগে একটা স্পেস দিতে হয়।
HTML এ এট্রিবিউটস ইলিমেন্ট এর আনুসাঙ্গিক তথ্য প্রকাশ করে। মূলত HTML এ ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য এট্রিবিউটস ব্যবহার করা হয়। যেমন <font size="5" face="Tahoma" color="red"> This is a paragraph.</font> এখানে size="5" অংশটি হল font ট্যাগের একটি এট্রিবিউট, যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ This is a paragraph. লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া face="Tahoma" প্রকাশ করছে লেখাটির font হবে Tahoma এবং color="red" দ্বারা প্রকাশ করছে লেখাটির রং হবে লাল।
ট্যাগ | এট্রিবিউটস্ |
<font> | size="5" face="Tahoma" color="red" |
<h1>….<h6> <p> | align="center" align="left" align="right" title="Bangladesh" |
<body> | bgcolor="green" background="../images/ele.png" |
<div> | id="book" align="center" |
<img> <table> | height="100px" width="50px" border="5px" |
<input /> | type="text" name="TextField" |
<html> <head> <title>This is a paragraph</title> </head> <body bgcolor=" green"> <font size="5" face="Tahoma" color="red"> This is a paragraph </font> <strong></body> </html>
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ফেইসবুক আইডি টা দেওয়া যাবে ??
কিছু কথা ছিলো