HTML এ প্রোগ্রাম লেখার জন্য <> এবং </> দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body ইত্যাদি Keyword ব্যবহার করা হয়। <> বা </> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে একত্রে ট্যাগ বলা হয়। যেমন <html> এবং </html>। <body> হল body শুরু ট্যাগ এবং </ body> হল body শেষ ট্যাগ।
ট্যাগ | সংক্ষিপ্ত বর্ননা |
<html> </html> | HTML ডকুমেন্ট নির্দেশ করে। |
<head></head> | প্রোগ্রামের head অংশ নির্দেশ করে। |
<title></title> | ডকুমেন্ট টাইটেল নির্দেশ করে। |
<body></body> | প্রোগ্রামের মূল content অংশ নির্দেশ করে। |
<a></a> | Anchor ট্যাগ। |
<abbr></abbr> | Abbreviation ট্যাগ। |
<b></b> | Bold টেক্সট নির্দেশ করে। |
<i></i> | Italic টেক্সট নির্দেশ করে। |
<big></big> | স্বাভাবিকের চেয়ে বড় টেক্সট নির্দেশ করে। |
<small></small> | স্বাভাবিকের চেয়ে ছোট টেক্সট নির্দেশ করে। |
<blockquote> </blockquote> | বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। |
<br / > | একটা লাইন ব্রেক তৈরি করে। |
<code></code> | কম্পিউটার কোড টেক্সট প্রকাশ করে। |
<table></table> | টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। |
<col></col> | টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত হয়। |
<td></td> | টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়। |
<tr></tr> | টেবিলের সারি তৈরিতে ব্যবহৃত হয়। |
<form></form> | ফরম তৈরিতে ব্যবহৃত হয়। |
<h1></h1> | হেডার ট্যাগ 1-6 পর্যন্ত হয়। |
<hr/> | সমান্তরাল রেখা তৈরি করে। |
<img/> | ছবি যুক্ত করতে ব্যবহৃত হয়। |
<input></input> | ফরমের ইনপুট ফিল্ড তৈরিতে ব্যবহৃত হয়। |
<li></li> | লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়। |
<meta></meta> | Meta ট্যাগ |
<ol></ol> | অর্ডার লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়। |
<ul></ul> | আনঅর্ডার লিষ্ট তৈরিতে ব্যবহৃত হয়। |
<p></p> | প্যারাগ্রাফ নির্দেশ করে |
<pre></pre> | pre-formatted টেক্সট তৈরিতে ব্যবহৃত হয়। |
<tt></tt> | টেলিটাইপ টেক্সট নির্দেশ করে। |
<strong></strong> | Strong টেক্সট নির্দেশ করে। |
<sub></sub> | subscripted text নির্দেশ করে। |
<sup></sup> | superscripted text নির্দেশ করে। |
<!DOCTYPE html> <html> <body> <p>The hr tag defines a horizontal rule:</p> <hr> <p>This is a paragraph.</p> <hr> <p>This is a paragraph.</p> <hr> <p>This is a paragraph.</p> </body> </html>
<!DOCTYPE html> <html> <body> <a href="http://www.w3schools.com">This is a link</a> </body> </html>
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।
আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।