প্রিয় টেকটিউনবাসী আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। আশা করছি টেকটিউনের একজন টিউনার হিসেবে আমাকে সবাই স্বাগতম জানাবেন। যেহেতু এটা আমার প্রথম টিউন সে হিসেবে সামান্য ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার টিউন কতটা ভাল হবে তা আমি প্রথমে বলতে পারব না। তার বিচার করার দ্বায়িত্ব আপনাদের হাতে দিলাম। প্রথমেই বলে নিই এটি একটি ধারাবাহিক টিউন। তাই আপনারা ধৈরয ধরে সব টিউনগুলো পড়বেন।
আমি টেকটিউনের প্রায় এক বছর এর নিয়মিত একজন পাঠক। নিয়মিত পাঠক হিসেবে আপনাদের যেটুক দেওয়ার কথা তা আমি দিতে পারব কিনা তা বলতে পারি না। টেকটিউনে আমি যতপ্রকার টিউন দেখেছি তার মধ্যে যে সকল টিউনে আপনাদের বেশি উৎসাহ দেখেছি সেগুলো বেশিরভাগই ইন্টারনেটে টাকা ইনকাম নিয়ে। আপনি যদি টাকা আয় করতে চান, হোকনা সে যেকোন উপায়ে সেজন্য অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে। কাজ শিখে আপনি ফ্র্রিল্যান্সিং করতে পারেন কিংবা নিজে প্রোডাক্ট তৈরী করে তা বিক্রি করতে পারেন। কিন্তু আপনাকে সবার আগে কাজ শিখতে হবে। আমারো সেই একই চেষ্টা আপনাদের যেন কিছু শিখাতে পারি। তো চলুন আমরা টিউনের মূল অংশে চলে যাই।
আপনারা জানেন বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর সাথে আমাদের দেশ এখনো তালমেলাতে পারেনি। আমার মতে এর মূল কারন হল কাজে অনগ্রসরতা। বর্তমানে টেকনোলজির দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা চলছে। আশা করি আপনার সেই চেষ্টায় হাত মেলাচ্ছেন এবং মেলাবেন। টেকনোলজিতে কম্পিউটার একটি বিশাল জায়গা নিয়ে আছে। তাই কম্পিউটারের কাজ শেখাটা আমাদের জন্য খুবই জরুরী।
কম্পিউটারের কাজের মধ্যে গ্রাফিক্স ডিজাইন একটি অন্যতম কাজ। গ্রাফিক্স ডিজাইনের যে বিষয়টা বর্তমান সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছে তা হল থ্রিডি গ্রাফিক্স ডিজাইন। আমি আমার টিউনগুলোতে এই থ্রিডি গ্রাফিক্স ডিজাইন নিয়েই আলোচনা করব এবং শিখাব।
তো চলুন প্রথমে থ্রিডি সম্পর্কে কিছু আলোচনা করি। থ্রিডি বা থ্রি ডাইমেনশন বা এিমাএা যেভাবেই বলা হোক না কেন এর মূল অর্থটা হল কোন বস্তু বা জিনিসের তিনটি মাএা থাকতে হবে। অর্থাৎ বস্তুটিকে তিনটি মাএায় দেখা যাবে। এগুলো হল দৈর্ঘ্য (Length), প্রস্থ (Width) এবং উচ্চতা (Height)। মনে করুন আপনি দূর থেকে কোন বড় একটি সাইনবোর্ড দেখছেন। আপনি খেয়াল করে দেখেন, সাইনবোর্ডে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন তার শুধু প্রশস্ততা এবং উচ্চতা আছে কিন্তু এর কোন ঘনত্ব নেই। সুতরাং নিঃসন্দেহে বলা যায় এটি দ্বিমাএিক। অর্থাৎ এর দুটি দিক আছে। কিন্তু আপনি আপনার মোবাইলটি হাতে নিয়ে দেখেন-দেখতে পাবেন এর তিনটি মাএাই আছে। অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাএাই আছে। তাহলে এটাকে এিমাএিক বলা যায়।
এবার আসুন কম্পিউটার থ্রিডি সম্পর্কে জানি। এতক্ষন যে মাএাগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোকে কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে থ্রিডি। আপনি যে কোন বস্তুকে কম্পিউটারের মাধ্যমে তিনটি মাএায় অর্থাৎ থ্রিডিতে প্রদর্শন করতে পারবেন। আপনি হলিউড, বলিউডের বিভিন্ন মুভি যেমন- Avatar, Transformer, Ra-one ইত্যাদি মুভিগুলো দেখে থাকবেন। এসকল মুভিগুলো কম্পিউটার থ্রিডি দ্বারা তৈরী। আপনি দেখবেন এগুলোতে অনেক কাল্পনিক চিএ প্রদর্শন করা হইছে। এটা সত্য যে আপনি কল্পনার যে কোন বস্তুকে কম্পিউটার 3D দ্বারা প্রকাশ করতে পারবেন। আর আপনি যখন একটি 3d Model তৈরী করে এটাকে Animate করবেন তখন এটি জীবন্ত হয়ে উঠবে। এরপর প্রয়োজন অনুযায়ী রং এবং লাইটিং করে বাস্তব রুপ দিতে পারবেন। এজন্য আপনার কল্পনা শক্তিকে সমৃদ্ধ করতে হবে।
এবার আসুন দেখি কোন Software দিয়ে আপনি কাজ করবেন। 3d কাজের উপযুক্ত বাজারে অনেক 3D Software আছে। যেমন-3D Studio Max, Maya,Blender ইত্যাদি। এর মধ্যে 3D Studio Max 3D কাজের জন্য খুবই উপযোগী। 3D এনিমেশনের শুরু থেকে এখনও Modeling, Animation, Visual effect, Rendering এর জন্য যে Software টি বহুল ব্যবহৃত তা হল 3D Studio Max. । আসলে 3ds Max এর Interface এমনভাবে তৈরী যে আপনি খুব সহজে এটাকে নিজের ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। 3ds Max মূলত Polygonal Modeling Tool সমৃদ্ধ একটি Software. তবে এর সাথে Patch Modeling Technology সংযোজিত আছে। 3ds max Polygonal Modeling Tool সমৃদ্ধ হওয়ায় একটি সামান্য বিন্দুকে Extrude করে বিশাল এক বস্তুতে রুপান্তর করতে পারবেন। একজন ব্যবহারকারীর কাছে 3ds Max থাকা মানে এর মাধ্যমে সবকিছুকে 3d তে প্রকাশ করা।
থ্রিডি আর্কিটেকচার মডেলিং
বর্তমানে Autodesk কোম্পানী 3ds Max এর 2012 ভার্সন বাজারে ছেড়েছে। এর বাজার মূল্য অনেক। আমাদের মত গরীব মানুষের তাদের কাছ থেকে এত পরিমান টাকা দিয়ে Software কেনার সামর্থ্য নেই। তাই আপনি ইচ্ছা করলে ইন্টারনেট থেকে 2012 এর Cracked ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। অথবা সিডি দোকান থেবে এর একটি কপি সংগ্রহ করতে পারেন। আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী যে কোন ভার্সন ব্যবহার করতে পারেন। যাদের কম্পিউটারের প্রসেসর core i3, core i5 অথবা core i7 তারা 3ds Max 2010, 2011. অথবা 2012 ভার্সনটি ব্যবহার বরতে পারেন। তবে এগুলোর মধ্যে 2011 ভার্সনটি ব্যবহারের জন্য খুবই ভাল। আমি ২০১০, ২০১১, ২০১২ তিনটি ভার্সনই ব্যবহার করি। আমার কম্পিউটারের প্রসেসর core i5, এবং 1GB গ্রাফিক্স কার্ড আছ। আপনি আপনার কম্পিউটারে 1GB গ্রাফিক্স কার্ড যুক্ত করে নিতে পারেন। তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে। আর যাদের প্রসেসর এর নিচে তারা ২০১০ কিংবা এর নিচের ভার্সন গুলো যেমন-3ds max 2009, 9.00 2008, 8.00, 7.00 ইত্যাদির যে কোন একটি ব্যবহার করতে পারেন। তবে আপনি 3ds max 9 ব্যবহার করলে ভাল হয়।
থ্রিডি স্টুডিও ম্যাক্স ২০১২ Interface
যেহেতু আজকে সূচনা করলাম সেহেতু আজ এ পরযন্তই…..আগামী টিউনে আমরা 3ds Max 2011 এর Interface এবং Viewport নিয়ে আলোচনা করব। আমি প্রায়ই অসুস্ত থাকি। তাই কখন আবার ২য় টিউন করব সে সম্পর্কে নিশ্চিৎ করে বলতে পারব না। আমার জন্য সবাই দোয়া করবেন যেন খুব তারাতারি আবার টিউন করতে পারি। আর অবশ্যই আপনারা পজেটিব মন্তব্য করে আমাকে টিউন করতে উৎসাহিত করবেন, কেউ নেগেটিভ মন্তব্য করবেন না এই আশা করে আজকের মত টিউন এখানেই শেষ করলাম। সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন । ধন্যবাদ সবাইকে।
আমি মুসা আকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub e sundor, aro beshi kichu asha korchi, 3ds Max sikhte chai