আমার ইন্টেরিয়র টিউটোরিয়াল টা করার পরে আমি অসংখ্য ইমেইল পাই যারা ম্যাক্স শিখতে চান এবং তাদের কাছে অনেক বিদেশী টিউটোরিয়াল এর কালেকশন আছে , কিন্তু বুঝতে পারছেন না যে কোন জায়গা টা থেকে ম্যাক্স সেখা শুর করবেন ? ম্যাক্স আসলে একটা বিশাল ভুবন , আপনি এখানে হারিয়ে যাওয়া টা খুবি স্বাভাবিক। আর এ জন্যেই আমার এই টিউন টা করা , আপনাদেরকে হারাতে দিব না অযথা অদরকারি জিনিশ আর টুলস এর মাঝে।
ইন্টারফেস আর কি বোর্ড শর্টকাট আর সিক্রেট গুলা জানার পরে প্রথমেই আপনাদের যেটা আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে মডেলিং করা। মডেলিং মানে কুনো জিনিশের ত্রিমাত্রিক প্রতিরুপ তৈরি করা। এই মডেলিং করা টাই শবচাইতে সময় সাপেক্ষ বেপার। থ্রি ডি ম্যাক্স শেখার ক্ষেত্রে এই মডেলিং জিনিস টা আয়ত্ত করতেই আপনাদের একটু সময় লাগবে।
থ্রি ডি ম্যাক্স এর মধ্যে মডেলিং করার অনেক উপায় আছে। এই টিউটোরিয়াল এ আমি যে বিষয় টা মেইন্টেইন করব টা হল অযথা বাহুল্য বর্জন। যে জিনিস গুলা প্রাক্টিকেল প্রডাকশনে আপনার লাগবে না ( আমার যেগুলা লাগে না ) সেগুলা আমি এড়িয়ে যাব যাতে আপনাদের শেখা টা অনেক সহজ হয়ে যায়। আমি গত ১০ বছর ধরে ম্যাক্স এ কাজ করছি , শিখেছি অনেক অনেক জিনিস ... কিন্তু এখন আমার মনে হয় অনেক কিছুই শিখতে অনেক বেশি সময় অপচয় করেছি যেটা পরবর্তীতে আমার কুনো কাজেই লাগে নাই। তাই আমার টিউটোরিয়াল গুলা চেষ্টা করব যাতে মেনুয়েল ধর্মী না হয় যেটা খুবি বিরক্তিকর , আর বিরক্তি চলে আসলে সেখার মজা তাই শেষ হয়ে যাবে । আমি চেষ্টা করব প্রাক্টিক্যাল প্রজেক্ট বেসড টিউটোরিয়াল এ যাতে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন আর আপনাদের আগ্রহ বজায় থাকে। যাক , কাজের কোথায় আসি...
মডেলিং শেখা টা কিভাবে শুরু করতে হবে ? মডেলিং শিখতে হলে আপনাকে শুরু করতে হবে লাইন/স্প্লাইন ড্রইং শেখা থেকে। লাইন থেকে খুব সহজেই আমরা অনেক রকম থ্রিডি অবজেক্ট তৈরি করতে পারি যেটা অন্যভাবে করতে হলে অনেক সময় লাগে। প্রথমেই ডাইরেক্ট থ্রিডি অবজেক্ট থেকে মডেল করা শেখা শুরু করবেন না , তাহলে পদে পদে বিপদে পরবেন। তাই বলব প্রথমে লাইন ড্র করা শিখতে হবে , লাইন এডিট করা শিখতে হবে , লাইন সম্পর্কিত কিছু দারুন দারুন Modifier আছে অইগুলা সম্পর্কে ধারনা নিতে হবে।
লাইন/স্প্লাইন মডেলিং শেখার পরে আমরা Poly Modeling শেখা শুরু করতে পারি যেটা বর্তমানে সবচাইতে জনপ্রিয়। Spline মডেলিং আর Poly মডেলিং একটা আরেকটার পরিপূরক। এছারাও আর অনেক ধরনের মডেলিং টেকনিক আছে যা আসলে আজকাল আর তেমন একটা ব্যাবহার হয় না যেমন patch modeling বা NURBS modeling
মডেলিং সেখার পরেই আপনাকে শিখতে হবে সেই মডেল টাকে রঙ বা টেক্সচার দেয়ার। তারপর উপযুক্ত আলো ব্যাবহার করে আপনি দিতে পারবেন আপনার মডেল এর জীবন্ত রুপ। একবার একটা মডেল তৈরি করে ফেললে আপনি সেটাকে যেভাবে যখন খুশি ব্যাবহার করতে পারবেন।
নিচের ছবিগুলর মতই আপনি তৈরি করতে পারেন আপনার ইচ্ছামত মডেল ...
মডেলিং ভালভাবে শিখতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে আর টুল গুলা সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। তাহলে চলুন 3D Studio Max এর ইন্টারফেস এর সাথে আগে একটু পরিচিত হয়ে যাই।
আপনি যখন 3ds max 2012 ইন্সটল করে সফটওয়্যার টি ওপেন করবেন তখন এরকম একটি ভিউ আপনি দেখতে পারবেন ... আপনি অন্য যেকোনো ভার্সন ই ব্যাবহার করেন না কেন , ইন্টারফেস মুটামুটি একই।
আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।
purai profesonal