একের ভেতর সব অ্যাপ Canva গ্রাফিক্স ডিজাইন ও অনলাইন ব্যবসায় সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপ ক্যানভা

প্রকাশিত
জোসস করেছেন

গ্রাফিক্স ডিজাইনিং জগতে নতুন? ডিজাইনিং সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই? অথবা নিজের ছোটখাটো অনলাইন ব্যবসায় ছবি এডিটিং নিয়ে হিমশিম খাচ্ছেন? সব কিছুর অল ইন ওয়ান সমাধান পাবেন আপনার স্মার্টফোনেই। হ্যাঁ একটি বিশেষ অ্যাপের কথা বলছি। অনেকেই হয়তো পূর্বপরিচিত এটির সাথে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গ্রাফিক্স অ্যাপগুলোর মধ্যে ক্যানভা (Canva) অন্যতম।

২০১৩ সালের পহেলা জানুয়ারি ক্যানভা অ্যাপটির যাত্রা শুরু হয়। মেলানি পারকিনস, ক্লিফ অব্রেহট, এবং কেমারন অ্যাডামস এর যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়ার পার্থে ক্যানভা এর উদ্বোধন হয়। প্রথম বছরেই দেখা যায়, সাড়ে সাত লাখেরও বেশি মানুষ অ্যাপটি ব্যবহার শুরু করে। ২০১৪ তে আমেরিকান লেখক গুই কাওয়াসকি অ্যাপটির সর্ববৃহৎ ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করেন। দীর্ঘ দশ বছরের পথচলায় সফটওয়্যারটি শীর্ষস্থানীয় সাফল্য লাভ করে।

ক্যানভা মূলত লোগো ডিজাইন, কমার্শিয়াল ফটো এডিটিং, কাস্টম গ্রাফিক্স, কার্ড মেকিং, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এডভার্টাইজিং এর জন্য ছবি, ভিডিও বা মাল্টিমিডিয়া তৈরি করতে সাহায্য করে। গুগল প্লে স্টোর, উইন্ডোজ, আপ টু ডাউন, সফটনিক ইত্যাদি সব জায়গা থেকেই সফটওয়্যারটি ডাউনলোড করা সম্ভব।

অ্যাপটি ওপেন করার পর প্রথমে জিমেইল এর মাধ্যমে সাইন ইন করে একাউন্ট তৈরি করতে হবে। এছাড়াও ফেসবুক, মাইক্রোসফট, ক্লেভার, বা অন্য ইমেইল দিয়েও সাইন ইন করা যাবে। এরপর বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন। আপনার প্রয়োজনীয় কাজের ধরন অনুযায়ী টেমপ্লেট সিলেক্ট করে টেক্সট, ইমেজ, বা এলিমেন্ট রিপ্লেস করতে পারবেন। এছাড়াও নিজের পছন্দমত কাস্টোমাইজ করেও নতুন ডিজাইন তৈরি করা সম্ভব। আবার লোগো ডিজাইন এর জন্য বিভিন্ন সেম্পল থেকে ডিজাইন বাছাই করে আপনার ব্র্যান্ডের নাম, বিজনেসের ডিটেইলস বসাতে পারবেন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, আপনার Canva অ্যাপ টি ব্যবহার করার জন্য কোনো ডিজাইন সম্পর্কে পূর্ব ধারণা থাকার প্রয়োজন নেই। এমনকি ফ্রি ওয়ার্কশপে আপনি আপনার ডিজাইন অনুশীলনও করতে পারবেন।

 

 

বলাবাহুল্য, কিছু কিছু ফিচার canva pro এর জন্য ব্যবহারযোগ্য শুধুমাত্র। ক্যানভা মূলত তিন ধরনের সেবা দিয়ে থাকে। প্রথমত, Canva free. এটি সর্বজনীন অর্থাৎ যে কেউ ব্যবহার করতে পারে। তবে কিছু ফিচার বা এলিমেন্ট ব্যবহার করতে হলে Canva pro তে সাবস্ক্রিপশনের মাধ্যমে মাসিক ডলার প্রদান করতে হয়।

Canva pro তে একজন ব্যবহারকারীর মাসিক ১২.৯ ডলার বা বাৎসরিক ১১৯ ডলার ব্যয় করতে হয়।

আপনি যদি টিম ওয়ার্ক এর জন্য canva ব্যবহার করতে চান তাহলে Canva for team এ মাসিক ১৪.৯ ডলার বা বাৎসরিক ১৪৯.৯ ডলার প্রদান করতে হবে। এটি পাঁচজন ব্যবহার করতে পারবে। টিমে পাঁচজনের বেশি হলে পাঁচজনের পর জনপ্রতি ৭ ডলার বৃদ্ধি পাবে।

এছাড়াও নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান বা অলাভজনক সংস্থার জন্য Canva ১০০% বিনামূল্যে ব্যবহারযোগ্য।

ক্যানভা ছাড়াও আরও বেশ কিছু অ্যাপ রয়েছে। যেমন: adobe express, adobe illustrator. গুগল প্লে স্টোরে অসংখ্য ডিজাইনিং অ্যাপ পাওয়া যাবে। তবে Canva অ্যাপটি তুলনামূলক সবচেয়ে সহজ ফিচার এবং সুবিধাজনক।

 

ই-কমার্স বা অনলাইন ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আকর্ষণীয় ছবি, এডিটিং, এবং ইউনিক লোগো। যা ক্রেতাকে পণ্যের প্রতি আগ্রহী করে তোলে। আপনি যদি সোশ্যাল বিজনেসে সফল হতে চান তাহলে আপনি সাধারণভাবে তোলা ছবি দিয়ে সেল বৃদ্ধি করতে পারবেন না। আবার কমার্শিয়াল ফটোশুটের জন্য খরচ এবং সময়ও ব্যয়বহুল। কিন্তু ক্যানভা অ্যাপটিতে আপনি সাধারণ ভাবে কোনো ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য যেকোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন পারেন। আরো বেশ কিছু এডিটিং ফিচারের মাধ্যমে ছবি আকর্ষণীয় করতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রেজোলিউশন বাছাই করতে পারেন। শুধু তাই নয়, নিজের বিজনেস লোগো তৈরিও করতে পারেন। ডিজিটাল মার্কেটার এর মাধ্যমে লোগো, পেজ কভার ইত্যাদি করলে আপনাকে অর্থ গুনতে হবে। কিন্তু নিজে পছন্দমত টেমপ্লেট থেকে বা স্যাম্পল দেখে নিজের স্মার্টফোনেই বিনা খরচে এই কাজ গুলো করতে পারছেন।

আবার, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে বলবো ঘরে বসেই নিজে থেকে অনুশীলন শুরু করুন। ক্যানভা অ্যাপটিতে হয়তো প্রফেশনাল সব ফিচার ফ্রীতে পাওয়া সম্ভব নয়, তবে নতুনদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য এটা চমৎকার একটি মাধ্যম।

 

 

 

 

 

 

Level 0

আমি DOLPHIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বোঝানোর জন্য