গ্রাফিক রিভার – চমৎকার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

কয়েক মাস পূর্বে "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের একটি লেখায় পাঁচটি মার্কেটপ্লেস নিয়ে গঠিত এনভাটো (Envato) নামক একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সেই লেখাতে ThemeForest.net নামক একটি মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা ওই লেখাটি পড়েননি তাদের জন্য বলছি, থিম ফরেস্ট মার্কেটপ্লেসে একজন ডিজাইনার ওয়েবসাইটের টেম্পলেট বা পূর্ণাঙ্গ ডিজাইন বিক্রি করে আয় করতে পারেন। যারা ওয়েবসাইট ডিজাইনিং এ দক্ষ তাদের জন্য থিম ফরেস্ট হতে পারে একটি চমৎকার আয়ের ক্ষেত্র। কিন্তু ডিজাইনিং এ নতুনরা থিম ফরেস্ট সাইটে খুব একটি সুবিধা করতে পারবেন না। এই সাইটে অনেক বিচার বিবেচনা করে একটি ডিজাইনকে সাইটে প্রকাশের অনুমতি দেয়া হয়। তবে নতুনদের হতাশ হবার কিছু নেই, তাদের জন্য এনভাটোর রয়েছে আরেকটি চমৎকার মার্কেটপ্লেস - গ্রাফিক রিভার (http://www.GraphicRiver.net)। এই গ্রাফিক রিভারের আদ্যোপান্ত নিয়ে এই মাসে "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গ্রাফিক রিভার সাইটটি দেখতে হুবহু থিম ফরেস্ট সাইটের মত। প্রকৃতপক্ষে এনভাটোর সকল মার্কেটপ্লেসের বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ নিয়ম-কানুন প্রায় একই রকম। পাঁচটি মার্কেটপ্লেসের যে কোন একটিতে রেজিষ্ট্রেশন করে সবগুলো সাইটের মেম্বার হওয়া যায়। গ্রাফিক রিভার মার্কেটপ্লেসটিকে নতুনদের জন্য উপযোগী বলছি তার একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। এখানে আপনাকে সাইটের সম্পূর্ণ টেম্পলেট ডিজাইন করতে হবে না, বরং একটি সাইটের বিভিন্ন গ্রাফিক্স আলাদা আলাদা ভাবে তৈরি করে বিক্রি করতে পারবেন। গ্রাফিক্স বলতে এখানে বোঝানো হচ্ছে - ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড, ব্যানার, বাটন, আইকন, রেজিষ্ট্রেশন ও লগইন ফরম, বিজনেস কার্ড, নিউজলেটার ইত্যাদি আরো বিভিন্ন ধরনের ডিজাইন।

একটি ডিজাইন তৈরি করে সাইটে জমা দেবার পর সাইটের কর্তৃপক্ষ ডিজাইনটি প্রথমে যাচাই বাছাই করে দেখে নেয় কাজটি মানসম্মত কিনা। ডিজাইনটি সাইটের নির্দেশমত তৈরি করা হলে, কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় বিবেচনা করে ডিজাইনটির একটি দাম নির্ধারণ করে দেয়। ডিজাইনের ধরণ ও কাজের পরিমাণের উপর ভিত্তি করে দাম সর্বনিম্ন ১ ডলার থেকে শুরু করে ২০ ডলার পর্যন্ত হতে পারে। এরপর ডিজাইন বিক্রির ৪০% থেকে ৭০% অর্থ ডিজাইনারকে দেয়া হয়। নতুনদেরকে ৪০% অর্থ দেয়া হয় যা বিক্রি বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে ৭০% এ উত্তীর্ণ হয়। প্রথম অবস্থায় দাম শুনতে কম মনে হলেও আসলে একটি ডিজাইন একাধিক ক্লায়েন্টের কাছে বিক্রির সুযোগ রয়েছে। তাই ১ ডলার মূল্যের একটি সামান্য ব্যানার যদি ৪০ থেকে ৫০ বার বিক্রি হয় তাহলে পরিশেষে মোট দাম নেহায়েত কম হয় না। এই ধরনের ছোটখাট কাজ করতে একজন নতুন গ্রাফিক্স ডিজাইনারের এক দিনের বেশি লাগার কথা নয়।

সম্পূর্ণ লেখাটি আমার সাইট থেকে পড়তে পারবেন -

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাকারিয়া ভাই অনেক ধন্যবাদ ।আপনার এসব লেখার কারণেই কিছুটা সামনে যাওয়ার সাহস পাই।

    কিছুটা কেন, পুরোটাই নির্ভয়ে এগিয়ে যান। আপনি যদি কাজ জানেন তাহলে দেখবেন অনলাইন ফ্রিল্যান্সিং এর মত লাভজনক এবং কাজের স্বাধীনতা আর কোথাও পাবেন না। তিন বছর হল ইঞ্জিনিংয়ারিং সম্পন্ন করেছি। পাশ করার পর কোথাও একটা CV পর্যন্ত জমা দেই নি, সরাসরি অনলাইনে কাজে নেমে পড়েছি। উপরন্তু চারজন প্রোগ্রামার এবং একজন গ্রাফিক্স ডিজাইনারকে নিয়োগ দিয়েছি। আমার আরো কয়েকজন বন্ধুবান্ধব রয়েছে যারা আমার মত বা আমার থেকে আরো সাফল্যের সাথে নিজেদের সফটওয়্যার ফার্ম পরিচালনা করছে।

    তবে কাজ না জানলে অনলাইন ফ্রিল্যান্সিং করে হতাশায় পড়বেন এবং পরিশেষে মনে হবে পুরো সময়টাই বৃথা গিয়েছে। তাই যারা নতুন তাদেরকে আমি পরামর্শ দেই, প্রোগ্রামিং বা ডিজাইনিং এর অল্প অল্প জানলে কখনও সফল হতে পারবেন না। আগে ধৈর্য্য ধরে নিজে নিজেই শিখতে থাকুন, বই পড়ুন, টিউটোরিয়াল দেখুন, বেশি বেশি প্র্যাক্টিস করুন, তারপর ছয় মাস বা এক বছর পর ফ্রিল্যান্সিং এ ঝাপিয়ে পড়ুন। আপনি কখনও বিফল হবে না।

জাকারিয়া ভাই আপনাকে ধন্যবাদ। এই নিউজটা আপনার সাইট থেকে আগেই পড়েছি। আর আপনার সেই মার্কেট প্লেস তৈরীর খবর কি? আমি তো উন্মুখ হয়ে আছি। ইতিমধ্যে আমি ৯৯ডিজাইনার এ বিড করতে শুরু করেছি। দেখি কি হয় আর নিজের একটা ওয়েব সাইট খোলার চেষ্টায় আছি।

    আমি আগেও বলেছি, মার্কেটপ্লেস তৈরির পূর্বে আমি ডিজাইনারদের জন্য ট্রিনিং সাইটের ব্যবস্থা করছি। আমরা ট্রেনিং সাইটটির ১ম বেটা ভার্সনের ডেভেলপমেন্ট আজকে শেষ করলাম। এখন কয়েকদিন টেস্টিং এবং বাগ ফিক্সিং করা হবে। ইদের ছুটি থাকায় এক সপ্তাহের মত কাজ হবে না। আশা করছি এরপর সাইটটি সবার জন্য উন্মুক্ত করে দিব।

Level 0

জাকারিয়া ভাই আপনাকে ধন্যবাদ । আপনার েমাবাইল নম্বর টা ।

    মোবাইল নাম্বারটা শুধুমাত্র ফ্রেন্ডস এবং ফ্যামেলির জন্য 🙂

    মজার ব্যাপার হল, আমার সফটওয়্যার ফার্মের নিজস্ব কোন ফোন নাম্বার নেই। আমরা শুধুমাত্র ইমেইলের মাধ্যমে কাস্টমার সার্ভিস দিয়ে থাকি।

Level 0

জাকারিয়া ভাই আপনার ট্রেনিং সাইটটি কখন চালু হবে।

সাধুবাদ জানাই আপনার এ মহতী উদ্দ্যোগকে।