Tutorial গুলো CS-5 দিয়ে করা তাই পড়ার সাথে সাথে CS-5 দিয়ে Practically কাজ করলে আশা করি তাড়াতাড়ি শিখতে পারবেন।
Topics:: Auto Color & more, Replace Only one Color.
আমাদের অনেকেই ছবি এডিটিং করা খুব শখ বা অনেকের নষ্ট ছবি ঠিক করার প্রয়োজন পড়ে। গ্রাফিক্স ডিজাইনের এই টিউটোরিয়ালে ছবি এডিটিং নিয়ে আলোচনা করা হবে।
অনেক ছবি অনেক দিন ফেলে রাখলে ছবিটার রঙ নষ্ট হয়ে যায়। এই নষ্ট ছবি আবার বিভিন্ন দোকানে টাকার বিনিময়ে ঠিক করানো হয়। কিন্তু এখন আপনি নিজেই ঠিক করতে পারবেন ঘরে বসে বসেই।
বিস্তারিত টিউটোরিয়াল নিচের ভিডিও টি দেখুন :: 240P – 4.52 MB /360P – 5.80 MB/480P – 6.55 MB/ 720P (HD) – 16.13 MB
(পূর্বের পর্ব গুলতে বলেছিলাম কিভাবে YouTube থেকে ভিডিওর রেজুলেশন বাড়িয়ে বা কমিয়ে ডাউনলোড করা যাবে। যারা দেখেন নি তারা দেখে নিন)
অনেকে শিখার জন্য নষ্ট ছবি নাও পেতে পারেন তাই ভিডিও টিউটোরিয়াল এর ছবিটি দিয়ে দিলাম। এটা দিয়ে আপনার শিখতে পারবেন।
অনেক সময় বিভিন্ন ধরনের কাজের জন্য, এডিটিং এর জন্য সম্পূর্ণ ছবির রঙ পরিবর্তন না করে শুধু মাত্র একটি রঙ পরিবর্তন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে Photoshop এর মাদ্ধমে খুব সহজেই এই কাজ করা যাবে। যেমন দেখুন আমি এই লাল রঙের গাড়িটি কে নীল রঙ্গে পরিবর্তন করেছি। বাকি সবই ঠিক আছে।
বিস্তারিত টিউটোরিয়াল নিচের ভিডিও টি দেখুন :: 360P – 5.70 MB/480P – 7.33 MB/ 720P (HD) – 13.34 MB
কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
GOOD JOB, CARE ON.