টোটাল গ্রাফিক্স ডিজাইন [পর্ব–৭]

Tutorial গুলো CS-5  দিয়ে করা তাই পড়ার সাথে সাথে CS-5 দিয়ে Practically কাজ করলে আশা করি তাড়াতাড়ি শিখতে পারবেন।

Topics:: Auto Color & more, Replace Only one Color.

আমাদের অনেকেই ছবি এডিটিং করা খুব শখ বা অনেকের নষ্ট ছবি ঠিক করার প্রয়োজন পড়ে। গ্রাফিক্স ডিজাইনের এই টিউটোরিয়ালে ছবি এডিটিং নিয়ে আলোচনা করা হবে।

#Auto Color & more

অনেক ছবি অনেক দিন ফেলে রাখলে ছবিটার রঙ নষ্ট হয়ে যায়। এই নষ্ট ছবি আবার বিভিন্ন দোকানে টাকার বিনিময়ে ঠিক করানো হয়। কিন্তু এখন আপনি নিজেই ঠিক করতে পারবেন ঘরে বসে বসেই।

বিস্তারিত টিউটোরিয়াল নিচের ভিডিও টি দেখুন :: 240P – 4.52 MB /360P – 5.80 MB/480P – 6.55 MB/ 720P (HD) – 16.13 MB

(পূর্বের পর্ব গুলতে বলেছিলাম কিভাবে YouTube থেকে ভিডিওর রেজুলেশন বাড়িয়ে বা কমিয়ে ডাউনলোড করা যাবে। যারা দেখেন নি তারা দেখে নিন)

অনেকে শিখার জন্য নষ্ট ছবি নাও পেতে পারেন তাই ভিডিও টিউটোরিয়াল এর ছবিটি দিয়ে দিলাম। এটা দিয়ে আপনার শিখতে পারবেন।

#Replace only one Color

অনেক সময় বিভিন্ন ধরনের কাজের জন্য, এডিটিং এর জন্য সম্পূর্ণ ছবির রঙ পরিবর্তন না করে শুধু মাত্র একটি রঙ পরিবর্তন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে Photoshop এর মাদ্ধমে খুব সহজেই এই কাজ করা যাবে। যেমন দেখুন আমি এই লাল রঙের গাড়িটি কে নীল রঙ্গে পরিবর্তন করেছি। বাকি সবই ঠিক আছে।

বিস্তারিত টিউটোরিয়াল নিচের ভিডিও টি দেখুন :: 360P – 5.70 MB/480P – 7.33 MB/ 720P (HD) – 13.34 MB

কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

GOOD JOB, CARE ON.

ভিডিও টিউটোরিয়াল জোস জিনিস। ধন্যবাদ রাহাত শেয়ার করার জন্য। অনেক দিন পর টিটি তে পেলাম।

Level 0

calie jan vai

Level 0

Photoshop CS5 r serial key nai amar kacha vaia amake aktu help koren…..rahat vai……

    @Amit114: ভাই কিছু সিরিয়াল কী দিলাম। আশা করি কাজে লাগবে।
    1330-1927-7762-6383-0202-0414
    1330-1331-8999-1502-9478-2917
    1330-1142-0465-8003-9094-2819
    1330-1316-4643-3923-8060-7538
    1330-1671-4856-0278-6039-5990
    1330-1647-2807-2131-5612-3113
    1330-1069-7042-6518-2723-8340
    1330-1273-0567-2526-5898-4518
    1330-1700-2259-7564-5904-8654
    1330-1456-7129-3124-9883-0945
    1330-1978-0944-5190-8622-2482
    1330-1729-4134-3278-5127-0701
    1330-1195-9669-1964-1664-8624
    1330-1053-1062-3663-3360-7919
    1330-1721-2162-5454-2056-2287
    1330-1266-3612-0814-0203-2212
    1330-1398-3612-0601-3319-3385
    1330-1559-1431-3534-8376-1995
    1330-1121-1371-0736-8351-4437
    1330-1168-5387-1370-1930-2853
    1330-1710-0698-7698-7854-4790
    1330-1554-8539-3561-0436-4419
    1330-1522-1016-1028-5254-0575
    1330-1114-2026-2783-5050-1059
    1330-1415-4881-9987-0255-2828
    1330-1024-9870-9107-3211-6777

    আর Activation Disable করার ফাইল আছে তো ???
    না থাকলে আমাকে মেইল কইরেন দিয়ে দিব।
    [email protected]
    ধন্যবাদ।

Level 0

vaia apnake onk onk thanx…………..vaia apner serial key a kaj hoicha realy onk thx

apnake…but vaia Activation Disable করার ফাইল amar kacha nai vaia link ta diven vaia……….

Level 0

nice টিউন। http://www.technobdtraining.com টেকনোবিডিতে আমি গ্রফিক ডিজাইন শিখেছি। কিন্তু ভাইয়া, আমার কাছে মনে হল এই কাজ টা আরো একটু easy ভাবেও করা যায়। যাই হোক টিউন টা যে লা-জবাব তার কোনো সন্দেহ নেই। যদি পারি তাহলে এর ওপর একটা টিউন আমিও করার চেষ্টা করব।

Level 0

vai apner kache ki cs5 sowftwer ta ki ache thakle amake diben ki? dile onek upokar hoto.thanks

    @mojaloi: জি ভাই আছে… কিন্তু দিব কিভাবে ?? ১৩.৪ জি বি… সম্পূর্ণটা…

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।