পোষ্টটি উৎসর্গিতঃ আমার স্নেহের ছোটভাই শুভ্র আকাশ কে। 🙂
ফেসবুক, টুইটার, নকিয়া বা গুগল! নামিদামী কোম্পানীগুলোর লোগোগুলোও বেশ জম্পেস! আসুন আজ আপনাদের জানিয়ে দিই, কোন ফন্ট ব্যবহার করা হয়েছে ওদের লোগে বানাতে ! প্যাকেজ আকারে পুরো ফন্টও দিয়ে দিলাম, ডাউনলোড করে ইন্সটল করে নিন পিসিতে। তারপর মনের মাধুরী মিশিয়ে ফটোশপ বা টেক্স এডিটরে ইচ্ছেমত বানান যা খুশি। 😀
জনপ্রিয় কোম্পানী নকিয়ার লোগোতে ব্যবহৃত ফন্টটির নাম NokianvirallinenkirjasinREGULAR
সনি এরিকসনের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Sony Sketch EF
ফেসবুকের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম kartika
টুইটারের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Pico White Al
গুগলের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Catull
ফ্লিকার এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Frutiger
টেকনোরাটি এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম NeoSans
অ্যাপল এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Motter Tektura
ইউটিউব এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম AlternateGothicEF2
ইয়াহু! এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম YAHOO!
-- নেট মাস্টার।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন টিউন