ফেসবুক সহ বিখ্যাত কোম্পানীগুলোর লোগোর ফন্টটি নিয়ে নিন বিনামূল্যে!

পোষ্টটি উৎসর্গিতঃ আমার স্নেহের ছোটভাই   কে। 🙂

ফেসবুক, টুইটার, নকিয়া বা গুগল! নামিদামী কোম্পানীগুলোর লোগোগুলোও বেশ জম্পেস! আসুন আজ আপনাদের জানিয়ে দিই, কোন ফন্ট ব্যবহার করা হয়েছে ওদের লোগে বানাতে ! প্যাকেজ আকারে পুরো ফন্টও দিয়ে দিলাম, ডাউনলোড করে ইন্সটল করে নিন পিসিতে। তারপর মনের মাধুরী মিশিয়ে ফটোশপ  বা টেক্স এডিটরে ইচ্ছেমত বানান যা খুশি। 😀

জনপ্রিয় কোম্পানী নকিয়ার লোগোতে ব্যবহৃত ফন্টটির নাম NokianvirallinenkirjasinREGULAR

সনি এরিকসনের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Sony Sketch EF

ফেসবুকের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম kartika

টুইটারের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Pico White Al

গুগলের লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Catull

ফ্লিকার এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Frutiger

টেকনোরাটি এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম NeoSans

অ্যাপল এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম Motter Tektura

ইউটিউব এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম AlternateGothicEF2

ইয়াহু! এর লোগেতে ব্যবহৃত ফন্টটির নাম YAHOO!

ফন্টগুলো ব্যবহার করে আমার করা একটি লোগো এডিটিং দেখুন

সবগুলো ফন্ট বিনামূলে ঈদ উপহার হিসাবে দিলাম আপনাদের জন্য 😀  

 

ডাউনলোডঃ মিডিয়া ফায়ার লিংক ৭৯১ কিলোবাইট মাত্র

ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক

-- নেট মাস্টার।
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন টিউন

Thanks 4 share with us.

দারুন

darun vai.

দারুন কালেকশন, সংগ্রহে রাখলাম। অনেক ধন্যবাদ নেট মাস্টার ভাই, ভালো থাকবেন।

উরাধুরা কালেকশন, প্রিয়র ঝুলিতে রাখলাম ➡ ,
অনেক ধন্যবাদ নেট মাস্টার ভাই। 🙂

টিউনটি সুন্দর হয়েছে অনেক। শেয়ার করার জন্য ধন্যবাদ।

@নেট মাস্টার, পোষ্টতো অবশ্যয় ভালো লেগেছে , তার চেয়ে অনেক ভালো লাগছে আপনি পোষ্টটি উৎসর্গ করেছে “শুভ্র আকাশ কে ”

[আসলে এমন কোন কাজ করা উচিৎ না , যেটাতে তৃতীয় পক্ষ সুযোগ নেয়]

আপনাদের অনেক অনেক ধন্যবাদ ! 🙂 আমি আপনার ও শুভ্র আকাশ ভায়ের দীর্ঘায়ু কামনা করছি । ভালো থাকবেন ।

পোষ্টটি উৎসর্গিতঃ আমার স্নেহের ছোটভাই শুভ্র আকাশ কে। 🙂

হা হা এই কথাটা দেখে বেশ মজা পেলাম।
একটা কথা শুনেছিলাম ঝগড়ার মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় সেটা টিকে বেশিদিন। 😉
আশা করছি আপনাদের ব্যাপারটাও ঐ রকম হবে।
দারুন টিউন 😀

উরাধুরা কালেকশন, প্রিয়র ঝুলিতে রাখলাম ➡ ,
অনেক ধন্যবাদ নেট মাস্টার ভাই। 🙂

Level 2

আপনি দেকছি আমার মনের কথা সুন্তে পান !!!! একগাদা ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ফন্ট গুলু সত্যি অসাধারন সংগ্রহে রাখার মতন,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর ফন্ট গুলু শেয়ার করার জন্য।
আরো ভাল লাগছে আপনি এবং শুভ্র আকাশ ভাইয়ে বন্ধুত্ব দেখে আসলেই আপনারা দুজনই বড় মনের মানুষ এখন এটা প্রমানিত।

বাহ, আকাশ ভাই আর নেট মাস্টার ভাইকে অনেক ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ভাই । চরম একটা টিউন দেওয়ার জন্য …..

Level 0

ধন্যবাদ ভাই । চরম একটা টিউন দেওয়ার জন্য …..
আপনাদের মিলন উপলক্ষে একটা ছড়া রচনা করিলাম
কি চমৎকার দেখা গেল
জিলাপির প্যাঁচ খুলিল
সবাই আবার ভাই ভাই হল
টেকটিউনসে শান্তি আইল

Level 0

আর আজকে যেটা বলতে ভুলে যাচ্ছি বার বার …
“ঈদ মোবারক”।পবিত্র ঈদ বয়ে নিয়ে আসুক সবার জন্য মধুময় এবং আগামী দিনের পথ চলার অনুপ্রেরনা।

Nice

শুধু দারুন না…অসাধারণ একটা টিউন হয়েছে। আগে প্রিয়তে নিলাম,,,তারপর আপনাকে হাজার ধন্যবাদ। 🙂

Level 0

vai amar certificate er font doerkar. thakle aoaj diyen

চরম হইসে।একটা গরুর নলা আপনার জন্য রেখে দিলাম

A+ Tune

Level 0

Like it

ভাই, টেকটিউনসের লোগোর ফন্টগুলা দিতে পারবেন?

Level 0

হুম ভাই আপনার নামের সাথে কাজের মিল আছে। আমি অনেক গুগলিং করেছি এই ফন্ট গুলো নামানোর জন্য, কিন্তু পাইনি। আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ তানজিল ভাই । কিছু ছিলো কিছু ছিলো না । কাজের পোস্ট ।