আজ আপনাদের সাথে ছবি বা ইমেজ দেখার একটি ছোট্ট কিন্তু দারুণ কার্যকরী একটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আপনারা ACDsee এর সাথে অনেকেই পরিচিত। কিন্তু এটির অসুবিধা হলো এটি আকারে বেশ বড়। ফলে হার্ডডিস্কের জায়গা বেশি ব্যবহৃত হয়। আমি নতুন যে সফটওয়ারটির কথা বলব সেটির নাম FastStone Image Viewer । এটির সাইজ মাত্র ৫ মেগাবাইট। ফিচারগুলিও দারুণ। এটি দিয়ে ছবি এডিটের কাজও করতে পারবেন এবং ছবি এডিটের অনেকগুলো অপশন রয়েছে। যাদের পিসি একটু দূর্বল তাদের জন্য তো বটেই, অন্যদের জন্যও খুব কাজের হবে বলেই আমার ধারণা।
ডাউনলোড করুন এখান থেকে
ছবি এডিটের জন্য আপনি এখান থেকে অন্য প্রোগ্রাম ব্যবহার করে এডিট করতে পারবেন। এর জন্য আপনাকে Edit মেনু থেকে Edit with external Program> Add/ remove program এর মাধ্যমে ফটোসপ বা অন্য কোন প্রোগ্রাম যোগ করে নিতে পারবেন।
আর ছবি ওপেন করার পর মাউসের পয়েন্টার মনিটরের চারদিকে নিলে চার রকমের সুবিধা পাওয়া যাবে। যেমন ওপরের দিকে নিলে সংশ্লিষ্ট ফোল্ডারের ছবিগুলোর থাম্বনেইল দেখা যাবে, বামে পয়েন্টার নিলে এডিটের অপশনগুলো দেখা যাবে, ডানে নিলে ছবিটির প্রোপার্টিজ দেখা যাবে আর নিচে দিকেও রয়েছে জুমসহ গুরুত্বপূর্ণ কিছু অপশন।
আশাকরি আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে।
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
Thanks Brother
http://www.neotutorials.com