জিফ এনিমেশন ওয়ার্কশপ [পর্ব-০৪] :: পেইন্টশপে কিভাবে Picture Mist তৈরী করবেন

নতুনদের সুবিধার জন্য আমি ধাপে ধাপে ছবি সহ বিস্তারিত বর্ননা করে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়। জিফ এনিমেশন ওয়ার্কশপ [পর্ব-০৪] এর যে ছবি দুটোর সিলেকশন তৈরী করে ছিলাম কিভাবে। তারই টিউন এই পর্বে >
প্রথমেই একটা ছবি বাছাই করুন যেটা দিয়ে আপনি মিষ্ট তৈরী করবেন। উদাহরণ স্বরুপ আমি একটা ছবি নিলাম নেট থেকে সালমান খানের। সালমান খানের এই ছবি
1

থেকে শুধু সালমানের অংশটুকু রাখবো ছবির চতুর্দিকের বাকি অংশ ডিলিট করে দিবো।
2

ছবির নির্দিষ্ট অংশ রেখে বাকি অংশ ডিলিট করে দিয়ে যা তৈরী হবে সেটাই পেইন্টশপের ভাষায় বলে মিষ্ট।
পেইন্টশপ প্রো খুলুন।
3

মেনুতে গিয়ে ফাইল বাটনে ক্লিক করুন তারপর অপেন এ ক্লিক করুন অপেন পপআপ উইন্ডো আসলে লোকেশন দেখিয়ে দিন কোথায় আপনার ইমেজটি সেইভ করা আছে।
4

ইমেজটি পেইন্টশপ প্রোতে খুললে অরিজিনাল ছবির একটি কপি তৈরী করুন। অরিজিনাল ছবি ইনটেক্ট রেখে দিন। ডুপ্লিকেট দিয়ে কাজ করবো। ধরুন আপনি কোনো দরকারি একটা ইমেজ নিয়ে কাজ করছেন ভুল করে সেই ইমেজিট ডিলিট করে দিলেন বা কাজ করতে গিয়ে সেটার কালার বা অন্যান্য সেটিংস নষ্ট হয়ে গেল তখন কি করবেন সেই মূল ছবিটা তো আর ফিরে পাবেন না। তাই এই ব্যাবস্হা।
মেনুবারে গিয়ে Edit > Copy
5

কপি করার পর অরিজিনাল ছবিটি ক্লোজ করে দিন।
6

মেনুবারে গিয়ে Edit >Paste As New Image
7

লেয়ার প্যালেটে খেয়াল করুন Background নামে দেখতে পাবেন।
8

মিষ্ট তৈরী করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারকে Raster লেয়ারে পরিণত করবো।
কারন হলো মিষ্ট তৈরী করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারকে যদি Raster লেয়ারে পরিণত না করি তা হলে ব্যাকগ্রাউন্ড সন্পূর্ণ হাইড (Invisible) হবে না। হাইড না হয়ে ব্যাকগ্রাউন্ড সন্পূর্ণ সাদা দেখাবে।
তাই ব্যাকগ্রাউন্ড লেয়ারকে Raster লেয়ারে পরিণত করে নিতে হবে।
লেয়ার প্যালেটের Background লেয়ারের উপর মাউস কার্সর রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে সিলেক্ট করুন Promote Background Layer।
9

সিলেক্ট করার পর লেয়ার প্যালেটে খেয়াল করুন Raster 1 নামে দেখতে পাবেন।
10

এবার মিষ্ট তৈরীর কাজ শুরু করতে পারি। টুলবার প্যানেল থেকে Freehand Selection Tool সিলেক্ট করুন।
11

Freehand Selection Tool এর অপশনস বারে চিত্রের মতো করে এডজাষ্ট করে নিন >
Selection Type : Point To Point, Mode : Add (Shift), Feather : 40, Smoothing : 0
12

নোট : অবশ্য Feather এর পরিমান আপনার উপর। আপনি যে কোনো মান সিলেক্ট করতে পারেন।২০/৪০ এর ভিতর হলে ভাল হয়।আমি এখানে ৪০ নিয়েছি। তবে Feather এর পরিমান যতবেশী ইমেজের পার্শ্বস্হ ততবেশী Faded থাকবে

সেটিংস সেট করার পর ইমেজের চতুর্দিকে লাইন আকতে শুরু করুন।
13

যে পয়েন্ট থেকে শুরু করবেন ঠিক সেই পয়েন্টে এসে রাইট ক্লিক করুন মার্চিং এন্টের মতো ইমেজটির চতুর্দিকে সিলেকশন তৈরী হবে।
14
মেনুবারে গিয়ে Selection > Invert
15
16
এবার কীবোর্ড থেকে ডিলিট কী চাপুন। ভিতরের যে মার্চিং এন্টের মতো সিলেকশন আছে সেখান থেকে শুরু করে বাহিরের যে মার্চিং এন্টের মতো সিলেকশন আছে সব হাইড (Invisible) হয়ে যাবে।
17

আরো একবার চাপুন ডিলিট কী। স্মুথ হওয়ার জন্য।
18

বেশী ডিলিট করলে রেজাল্ট ভাল আসবে না। পরীক্ষা করে দেখতে পারেন।
মার্চিং এন্টের সিলেকশন উঠিয়ে দেওয়ার জন্য মেনুবারে গিয়ে Selection > Select None
19
20

এবার সেভ করে নিন। মেনুবারে গিয়ে File > Save Copy As >
21

Save As পপআপ উইন্ডো আসলে Save In : My Picture ফোল্ডারে অথবা যে কোনো লোকেশনে
File Name : যে কোনো নাম দিন
Save As Type : Portable Network Graphics (*.png) হিসাবে সেভ করুন।
22

এইভাবে যে কোনো ছবির যে কোনো অংশ মিষ্ট তৈরী করে অন্য আর্ট ওয়ার্কে প্রয়োজন বোধে ব্যবহার করতে পারবেন
যেটা আমি জিফ এনিমেশন ওয়ার্কশপ -৪ এ দুটো ইমেজ ব্যবহার করে দেখিয়েছি।
আশা করি টিপস-টা মনে রাখবেন।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবি ভালো লাগলো। চালিয়ে যান হাসনাত ভাইয়া।

অনেক ভাল হইছে,ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

খুবি ভালো লাগলো।