এই পর্বে মূলত ছবি এডিটিং এর জন্য কিছু টুল নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ বাংলায় Video Tutorial সহ।
Topics: Layer Style, Clone Stamp Tool, Spot Healing Brush Tool, Dodge Tool & Burn Tool
আমরা বিভিন্ন বই বা ব্যানার এ খুব সুন্দর সুন্দর টেক্সট বা ছবির ডিজাইন দেখতে পাই। এই সবই গ্রাফিক্স ডিজাইন এর কাজ। Photoshp এর Layer মেনুর Layer Style দিয়ে আমরা যে কোন লেখাকে বা ছবিকে বা বিভিন্ন আকৃতিকে খুব সুন্দর ইফেক্ট দিয়ে ফুটিয়ে তুলতে পারি। বিস্তারিত ব্যবহার জানতে ভিডিওটি দেখুন।
পর্ব – ৪ এ বলেছিলাম যাদের সীমিত Space (মডেম ব্যবহারকারী) তারা কিভাবে Youtube থেকে Resolution কমিয়ে Download করতে পারবেন। যার জানেন না তারা দেখে নিন। পর্ব – ৪
Layer Style ব্যবহার এর Video Tutorial (7.09 min) দেখুনঃ 240p- 16 mb/320p- 16mb/480p – 20mb/720p – 53mb (HD)
এর মাধ্যমে আমরা খুব সহজে যে কোন জিনিসের ক্লোন তৈরি করতে পারি। ছবি এডিটিং করার জন্য ও ডিজাইন করার বিভিন্ন ক্ষেত্রে এই টুল ব্যবহার করা হয়। বিস্তারিত ব্যবহার জানতে Video(1.56 min) টি দেখুন।240p- 4mb/320p- 6mb/480p – 7mb/720p – 16mb (HD)
এই টুল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এটি সব চেয়ে বেশি ব্যবহার করা হয় ছবি এডিটিং করার জন্য। যেমনঃ যেকোনো ছবির মধ্যে ব্রন বা দাগ খুব সহজে মুছে দিয়ে ছবিটি কে সুন্দর করা যায়। বিস্তারিত ব্যবহার জানতে Video(2.39 min) টি দেখুন।240p- 4mb/320p- 7mb/480p – 8mb/720p – 21mb (HD)
Dodge Tool এর মাধ্যমে যে কোন ছবির নির্দিষ্ট অংশ বা সম্পূর্ণ অংশের উজ্জলতা (Brightness) বাড়ানো যায়। Burn Tool এর মাধ্যমে যে কোন ছবির নির্দিষ্ট অংশ বা সম্পূর্ণ অংশের Darkness বাড়ানো যায়।
পদ্ধতিঃ Layer এ একটি ছবি আনে Dodge Tool & Burn Tool এর মধ্যে যেটি প্রয়োজন যেটি সিলেক্ট করে ছবির উপর মাউস দিয়ে ড্রাগ করলেই দেখবেন এর Brightness অথবা Darkness বেড়ে যাচ্ছে।
বিঃদ্রঃ আমি কিছু mail পেয়েছি। যাতে কিছু কিছু মানুষ বিশেষ কোন Topics নিয়ে টিউন করতে বলেছে। তাদের জন্য বলছিঃ এটা একটি চেইন টিউন সব কিছু ধাপে ধাপে যেতে হবে। তা না হলে যারা নতুন তাদের কাছে ঐ পর্ব মূল্যহীন মনে হবে। এতে চেইন টিউনের মান নষ্ট হয়ে যাবে। তাই ঐ সকল মানুষের কাছে অনুরোধ করছি Serial Break করে অন্য বিষয়ে টিউন করতে বলবেন না। আমার কথাতে কেউ কিছু মনে করবেন না। অপেক্ষা করুন আস্তে আস্তে সব পাবেন।
Tutorial এর কোন অংশ যদি না বুঝেন তবে FaceBook এ Friend হলে Online এ Problem solve করে দেওয়া হবে। প্রায় প্রতিদিন রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ এর মধ্যে Online এ Problem solve করে দেওয়া হবে।
কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।
টিউন টি ভালো লাগলে একটা FB Like দিন ।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
Bhaia, Tune ta valo chilo. Apni adobe Illustrator dia LoGo bananor kono post dite parle valo hoto.