আপনার ছবি কি ইন্টারনেটে স্বাভাবিক থেকে ভিন্ন দেখায়? জেনে নিন এর পিছনের কারণ ও সমাধানের উপায়…

কালার প্রোফাইল

ধরুন, নিজের মনের মাধুরী মিশিয়ে কোন ছবি ইডিট করেছেন, দেখতেও সেরকম লাগছে ছবিটা 😉 । কিন্তু যখন ছবিটা নেটে আপলোড করলেন তখন দেখলেন আপনার ইডিট করা ছবিটি থেকে আপলোড করা ছবিটি দেখতে অনেকাংশেই ভিন্ন 👿 । তাছাড়া আগের মত রঙও তেমন উজ্জ্বল না 😥 । মোট কথা ছবিটা দেখতে এখন আর তেমন সুন্দর লাগছে না... নিশ্চই এমন মূহূর্তে মন খারাপ হয়ে যাওয়ার কথা 😕 । এই টিউনে আমি ইন্টারনেটে আপলোডকৃত ছবিটির কিছুটা ভিন্নতর দেখানোর কারণ ও সমাধানের উপায় জানাবো।

এই সমস্যার জন্যে যে বিষয়টা দায়ী সেটা হলো কালার প্রোফাইল। যখনি আপনি কোন ফটো এডিটিং সফটওয়্যার যেমন ফটোশপ বা গিম্পে কাজ করেন তখন আপনি ইমেজটি একটি কালার প্রোফাইল দ্বারা ইমেবেডেড হয়। আর অধিকাংশ সময়েই এই কালার প্রোফাইলগুলো ব্রাউজারে ব্যবহৃত কালার প্রোফাইল থেকে ভিন্ন হয়।

ব্রাউজারগুলো সাধারণত যে কালার প্রোফাইল ব্যবহার করে সেটা হলো "sRGB"। ব্রাউজারে কোন ইমেজ লোড করার সময় ব্রাউজার ইমেজটিকে ফোর্স করে sRGB কালার প্রোফাইল ব্যবহার করার জন্যে। আর এই ফোর্সের কারণেই সুন্দর রংচঙা ছবি অনেক সময় উজ্জলহীন, রঙ্গহীন ও আকর্ষণহীন ছবিতে পরিণত হয়। শুনতে বোধহয় ব্যপারটা অনেক সাধারণ মনে হচ্ছে তাই না? তো চলুন কালার প্রোফাইল সম্বন্ধে বিস্তারিত জানা যাক...

কালার প্রোফাইল কি?

কালার প্রোফাইল

কালার প্রোফাইলস, যা অনেক সময় আইসিসি প্রোফাইলস নামেও পরিচিত। এগুলো মূলত সেসব ইনফরমেশন যেগুলো ইমেজ ফাইলে ইমবেড করা থাকে। এই ইনফরমেশন পিকচার ডাটাকে কালারে কনভার্ট করে যা আমরা মনিটরে দেখতে পাই। আমরা চোখের সামনে মনিটরে যে কালার দেখতে পাই, এর পিছে গণিত আর বিজ্ঞান এর অবদান অপরিসীম। বিভিন্ন মিডিয়ামের কালার মডেল আছে, যেমন আরজিবি, এইচএসএল, ল্যাব, সিএমওয়াইকে ইত্যাদি। প্রতিটি মিডিয়ামের কালার মডেল এর জন্যে লিমিটেড কালার রেঞ্জ আছে।

কালার রেঞ্জ

উপরের ছবিটি দেখুন, এখানে কোন মিডিয়াম কি ধরণের কালার দেখাতে পারে সেটা তুলে ধরা হয়েছে। যদি ভালোভাবে লক্ষ করে তবে দেখতে পাবেন যে অন্যগুলোর তুলনায় ব্রাউজার দ্বারা ব্যবহৃত sRGB এর কালার রেঞ্জ অনেক কম। তাই এসআরজিবি থেকে বড় রেঞ্জের কোন কালার মডেল থেকে এসআরজিবিতে কনভার্ট করা হয় তবে অবশ্যই সে ছবিটির মান অনেকাংশেই কমে যাবে। তো এই সমস্যা এড়াতে কি করা উচিত 😉 ? সেটাই তুলে ধরছি নিচে...

সমাধানঃ নিজেই কালার প্রোফাইল চেঞ্জ করে নিন

ফটোশপে কালার প্রোফাইল চেঞ্জ করার পদ্ধতিঃ

কাজটি মোটেই কঠিন না। যেকেউ সহজেই করে ফেলতে পারবেন ফটোশপ দ্বারা। আপনাকে যা করতে হবে তা হলোঃ

প্রথমে কাঙ্ক্ষিত ছবি [যেটাকে কনভার্ট করতে চান] সেটা ফটোশপ দিয়ে ওপেন করুন। এবার নিচের ছবির মত ন্যাভিগেট করুন Edit-> Convet to Profile।

এবার নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেটাতে Destination Space এর নিচে Profile অংশ থেকে sRGB সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলেই কেল্লা ফতে।

ব্যস আপনার কাজ শেষ। এই পদ্ধতিতে ফটোশপ আপনার ইমেজটিকে এসআরজিবি কালার প্রোফাইলে কনভার্ট করবে। আর এক্ষেত্রে সে আপনার মেইন ইমেজের প্রোফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ কালারগুলো ব্যবহার করবে, যাতে খালি চোখে আপনি আসল ছবি আর কনভার্টকৃত ছবির মধ্যকার পার্থক্য ধরা খুবই দূরূহ। নিচের ছবি দু'টি দেখুন, তাহলেই বুঝতে পারবেন।

গিম্পে কালার প্রোফাইল চেঞ্জ করার পদ্ধতিঃ

প্রথমে কাঙ্ক্ষিত ছবি [যেটাকে কনভার্ট করতে চান] সেটা গিম্প দিয়ে ওপেন করুন। এবার Image মেন্যু থেকে Mode এ যান এবং Convet to Color Profile এ ক্লিক করুন। সেখানে RGB workspace (sRGB built -in) সিলেক্ট করুন এবং Convert বাটন এ ক্লিক করুন। আপনার কাজ শেষ...

এভাবে করে আপনি আপনার ইমেজকে নেটে আপলোড করার পূর্বেই এসআরজিবি কালার প্রোফাইলে কনভার্ট করে নিতে পারেন যাতে করে আপলোড করার পরে আপনার ছবির কোয়ালিটি খুব একটা না বদলায়।

আশা করি সকলের কাজে লাগবে টিউনটি। এসএসসির আর খুব বেশি দেরী নেই, তাই পড়ালেখার চাপ প্রচুর, তাই আগের মত তেমন নিয়মিত টিউন করা হয়ে উঠছে না। আমার জন্যে দোয়া করবেন যেন এসএসসিতে ভালো রেজাল্ট করে সকলের মুখ উজ্জ্বল করতে পারি।

টিউন সম্বন্ধে আপনাদের মতামত আশা করছি...

আল্লাহ হাফেয

আমার বাংলা ব্লগ

আমার টিউনার পাতা

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khub e gochano ekta tune, thnx apnake,
ar apnar exam bhalo hok ei kamona

জটিল জিনিস দিয়েছেন। আরিফ ভাই কথা আছে আপনার সাথে। আপনার ফেসবুকে সময় হবে?

    @দিহান: হ্যা সময় হবে… সময় করে মেসেজ দিয়েন কখন থাকতে হবে… আমি সাধারণত সারাদিনই থাকি… 😛

Very improtant, ths.

অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।

মধু মধু 😛

অনেক ভালো হয়েছে। তুমি ফ্রী হইলে আমারে ফেসবুক এ মাসসাগে দিও।

ম্যসেজ হবে। দুঃখিত

সুন্দর টিউন।

Level 0

হুমমম ডিজে একদম ইয়ো ইয়ো সমাধান………

ধন্যবাদ শেয়ারের জন্য ………………

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

Level 0

Khub Valo Hoyeche Thanks Share Korar Jonno 🙂

Level 0

এড ফ্লাই এর নতুন অত্যাচার শুরু হয়েছে। মডারেটর মনে হয় ঘুমে ব্যাস্ত।

Level 2

ধন্যবাদ Color Profile নিয়ে লেখার জন্য ।

প্রিয়তে লিলাম

Level 0

ব্যাপক জ্ঞান ও তথ্য সমৃদ্ধ টিউন… প্রকৃত টিউনার ……ধন্যবাদ ।

খুব ভালো একটা টিউন, বিশেষত তাদের জন্য যারা নিয়মিত ইন্টারনেটে ছবি আপলোড করে।
ভালো একটা জিনিস শিখলাম, শিখানোর জন্য ধন্যবাদ। 😉

একটা আনাড়িমূলক প্রশ্ন >>> আমার Adobe Photoshop-এ বাংলা Font দিতে গেলে “?” চিহ্ন আসে, সমাধানটা কি হবে?