ফটোশপে যারা নতুন যতোবেশী অনুশীলন করবেন ততবেশী আইডিয়া হবে । ফটোশপের টুলস সম্বন্ধ্যে ধারনা হবে এবং পরবর্তিতে কাজের ক্ষেত্রে উপকার পাবেন । আজকের এই টিউটে ইলিপটিক্যাল মার্কূয়ী টুল এবং রেক্টেঙ্গেল মার্কূয়ী টুল ব্যাবহার করে ছাতার শেপ তৈরী করা শিখবো । অন্যান্য টুলস ব্যাবহার করেও করা যায় । ফটোশপের যারা গুরু সেই টুলস ব্যাবহার করে কিভাবে ছাতি আকা যায় শেয়ার করতে পারেন ।
ফটোশপে ছাতা আকা >
প্রিভিও >
ফটোশপ খুলুন । সাইজ নিন নিজের মনমতো । আমি নিলাম >
মেনুবারে গিয়ে View > Fit On Screen ক্লিক ।
মেনুবারে গিয়ে View > Show > Grid । মেনুবারে গিয়ে View > Snap To Grid
নতুন লেয়ার নিন । লেয়ার প্যালেটে গিয়ে ল্যায়ার প্যালেটের নিচে Create a New Layer বাটনে ক্লিক করুন নতুন লেয়ার তৈরী হবে ।
টুলবার থেকে Elliptical Marquee Tool সিলেক্ট করুন । এবার ডকুমেন্টে চিত্রের মতো করে একটা ওভাল শেপ আকুন ।
টুলবার থেকে Rectangular Marquee Tool সিলেক্ট করুন । Rectangular Marquee Tool অপশনস বারে Subtract From Selection বাটন ক্লিক করে সিলেক্ট করুন ।
ডকুমেন্টে যে ওভাল শেপ আকা হলো তার অর্ধেক অংশ নিচের দিক থেকে কেটে ফেলবো । যে ওভাল শেপ একেছেন তার মাঝখান থেকে চিত্রের মতো করে একটা সিলেকশন তৈরী করুন ।
সিলেকশন তৈরী করার পর যখন মাউস পয়েন্ট রিলিজ করবেন ঠিক তখনই দেখবেন ওভাল শেপ অর্ধেক হয়ে গেছে ।
এই অর্ধেক ওভাল শেপকে আবার অর্ধেক কেটে ফেলুন পূর্বের মতো । চিত্রের মতো হাফ ওভাল শেপের ডান দিকের হাফ অংশ সিলেকশন তৈরী করুন দেখবেন অর্ধেক হয়ে গেছে ।
নতুন লেয়ার নিন । লেয়ার প্যালেটে গিয়ে লেয়ার প্যালেটের নিচে Create a New Layer বাটনে চাপুন নতুন লেয়ার তৈরী হবে ।
Swatches প্যালেট থেকে কালার সেট করুন ৫০% গ্রে । ফোরগ্রাউন্ড কালার এই কালারে সেট হবে ।
এবার কীবোর্ড থেকে Alt+ Delete/Backspace চাপুন । ডকুমেন্টে যে শেপটি আছে সেটি এই কালারে ফীল হবে
মেনুবারে গিয়ে Select > Deselect ক্লিক । অথবা শর্টকাট Ctrl+ D
এইবার এই এক চতুর্থাংশ ওভাল শেপে লেয়ার ষ্টাইল প্রয়োগ করবো । নিচের ষ্টাইল গুলো প্রয়োগ করুন
লেয়ার ১ সিলেক্ট থাকা অবস্হায় মাউস পয়েন্টার এই লেয়ারে রেখে রাইট ক্লিক করুন ।
পপআপ উইন্ডো আসবে সেখান থেকে সিলেক্ট করুন Blending Options । অথবা মেনুবারে গিয়ে Layer > Layer Style > Blending Options ।
Layer Style পপআপ উইন্ডো আসবে । সেখান থেকে Inner Shadow ঘরে টিক চিন্হ দিয়ে Inner Shadow সিলেক্ট করে নিচের সেটিংস সেট করে নিন ।
তারপর Gradient Overlay ঘরে টিক চিন্হ দিয়ে Gradient Overlay সিলেক্ট করে নিচের সেটিংস সেট করে নিন ।
Gradient Fill সেট করার পর ওকে করার আগে গ্রাডিয়েন্ট গ্লো কোথা থেকে শুরু হবে সেটা ডকুমেন্টে মাউস দিয়ে ক্লিক এন্ড ড্রাগ করে এক চতুর্থাংশ ওভাল শেপের ডানে নিচের দিকে কর্ণারে এনে সেট করুন অথবা নিজের আইডিয়া এপ্লাই করুন ।
গ্লো সেট হলে ওকে করে উইন্ডোটি ক্লোজ করে দিন । এই রকম একটা ইমেজ পাবেন
লেয়ার ১ সিলেক্ট থাকা অবস্হায় মাউস পয়েন্টার এই লেয়ারে রেখে রাইট ক্লিক করুন । পপআপ উইন্ডো আসবে সেখান থেকে সিলেক্ট করুন Duplicate Layer । অথবা মেনুবারে গিয়ে Layer > Duplicate Layer
লেয়ার ১ কপি নামে একটি নতুন লেয়ার দেখতে পাবেন ।
টুলবার থেকে মুভটুল সিলেক্ট করুন । কীবোর্ড থেকে Ctrl + T চাপুন অথবা মেনুবারে গিয়ে Edit > Free Transform ক্লিক ।
শেপের চতুর্দিকে ট্রান্সফরম মোড দেখতে পাবেন ।
এই ট্রান্সফরম মোডএর মাঝের বর্গাকার পয়েন্টারে মাউস দিয়ে বাম থেকে ডানে ক্লিক এন্ড ড্রাগ করে গ্রিডের চারঘর পরিমান নিয়ে আসুন । ছবিতে দেখুন >
ট্রান্সফরম মোড উঠিয়ে দেওয়ার জন্য কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন । ডকুমেন্টে কোনো পরিবর্তন দেখতে পাবেন না ।
পরিবর্তন বা ভাজ দেখার জন্য একটা কাজ করতে হবে ।লেয়ার ১ এর Gradient Fill এর যে গ্লো আছে সেটার অবস্হান পরিবর্তন করলেই ভাজের ইফেক্টটা দেখতে পাবেন । আসুন তাহলে সেটা করার চেষ্টা করি ।
লেয়ার ১ সিলেক্ট করে লেয়ার ১ এর উপর মাউস রেখে ডাবল ক্লিক করুন লেয়ার ষ্টাইল পপআপ উইন্ডো আসবে ।
Gradient Overlay সিলেক্ট করুন তারপর ডকুমেন্টে মাউস পয়েন্টার রেখে ক্লিক এন্ড ড্রাগ করুন ডান থেকে বামে । গ্লো এর পরিবর্তন বুঝতে পারবেন । ছবি দেখুন ।
লেয়ার ১ কপি সিলেক্ট করুন ।
সিলেক্ট থাকা অবস্হায় মাউস পয়েন্টার এই লেয়ারে রেখে রাইট ক্লিক করুন । পপআপ উইন্ডো আসবে সেখান থেকে সিলেক্ট করুন Duplicate Layer । অথবা মেনুবারে গিয়ে Layer > Duplicate Layer । লেয়ার ১ কপি ২ নামে নতুন লেয়ার তৈরী হবে ।
টুলবার থেকে মুভটুল সিলেক্ট করুন । কীবোর্ড থেকে Ctrl + T চাপুন অথবা মেনুবারে গিয়ে Edit > Free Transform ক্লিক ।
শেপের চতুর্দিকে ট্রান্সফরম মোড দেখতে পাবেন । এই ট্রান্সফরম মোডএর মাঝের বর্গাকার পয়েন্টারে মাউস দিয়ে বাম থেকে ডানে ক্লিক এন্ড ড্রাগ করে গ্রিডের চারঘর পরিমান নিয়ে আসুন । ছবিতে দেখুন >
ট্রান্সফরম মোড উঠিয়ে দেওয়ার জন্য কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন ।
লেয়ার ১ কপি সিলেক্ট করে
লেয়ার ১ কপি এর উপর মাউস রেখে ডাবল ক্লিক করুন লেয়ার ষ্টাইল পপআপ উইন্ডো আসবে । Gradient Overlay সিলেক্ট করুন
তারপর ডকুমেন্টে মাউস পয়েন্টার রেখে ক্লিক এন্ড ড্রাগ করুন ডান থেকে বামে । ছবি দেখুন । গ্লো এর পজিসন পরিবর্তন করুন প্রান্তভাগে । মাউস পয়েন্টার রেখে ক্লিক এন্ড ড্রাগ করে নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন । ছবিতে দেখুন ।
ডকুমেন্টটির গ্রিড উঠিয়ে দেওয়ার জন্য চাপুন Ctrl + ‘ । মাঝে মাঝে এই গ্রিড উঠিয়ে অবজেক্টটা একটু পরখ করে নেবেন । আবার গ্রিড চালু করে নিবেন Ctrl + ‘ চেপে । শর্টকাট কী প্রাকটিস করা আর কি !
টপ লেয়ার বা লেয়ার ১ কপি ২ সিলেক্ট করুন তারপর কীবোর্ড থেকে শীফ্ট কী চেপে ধরে লেয়ার ১ এ ক্লিক করুন (নট ব্যাকগ্রাউন্ড ) তিনটি লেয়ার সিলেক্ট হবে ।
এরপর এই তিনটি লেয়ারের উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে সিলেক্ট করুন Merge Layers । তিনটা লেয়ার একসাথে হয়ে যাবে । ছবি >
এখন এই মার্জ করা লেয়ারটি ডুপ্লিকেট করবো । মাউস পয়েন্টার এই লেয়ারে রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে সিলেক্ট করুন Duplicate Layer ।
Duplicate Layer পপআপ উইন্ডো আসলে As এর ঘরে যে কোনো নাম দিতে পারেন অথবা কিছু না লিখে ওকে তে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।
টুলবারে মুভ টুল সিলেক্ট করুন । মেনুবারে গিয়ে Edit > Transform > Flip Horizontal ।
মুভ টুল দ্বারা এই ডুপ্লিকেট টিকে ক্লিক এন্ড ড্রাগ করে ডানে নিয়ে এমন ভাবে প্লেস করুন যেন বাম দিকের টার সাথে বরাবর ফিটিং হয় । ছবি >
এখন এই দুইটি লেয়ারকে একসাথে করে ফেলুন । টপ লেয়ার সিলেক্ট করুন তারপর কীবোর্ড থেকে শীফ্ট কী চেপে ধরে নিচের লেয়ারটি ক্লিক করুন ( নট বাযকগ্রাউন্ড ) দুটো লেয়ারই সিলেক্ট হবে । এরপর এই দুইটি লেয়ারের উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে সিলেক্ট করুন Merge Layers । দুইটি লেয়ার একসাথে হয়ে যাবে । ছবি >
টুলবার থেকে Elliptical Marquee Tool সিলেক্ট করুন । এই Elliptical Marquee Tool দ্বারা চিত্রের মতো করে একটা ওভাল সিলেকশন তৈরী করুন । গ্রিডের ঘর খেয়াল করুন , হাইট দুই ঘর পরিমান ,আর পাশে চারঘর পরিমান গ্রিডের ভিতর ওভাল সিলেকশনটি হবে ।
সিলেকশন তৈরী করার পর কীবোর্ডের ডিলিট কী চাপুন । ছবি >
এইভাবে পরপর আরো পাঁচটি সিলেকশন তৈরী করে কীবোর্ডের ডিলিট কী চেপে সিলেকশন ডিলিট করুন ।
আর ছয়টি সিলেকশন পরপর একসাথে তৈরী করে ডিলিট করতে চাইলে সিলেকশন টুল অপশনস বারে Add To Selection বাটন ক্লিক করে নিন । ছয়টি সিলেকশন তৈরী করে কীবোর্ডের ডিলিট কী চেপে সিলেকশন ডিলিট করুন । সিলেকশন উঠিয়ে দেওয়ার জন্য Ctrl + D চাপুন । ছবি >
ডকুমেন্টটির গ্রিড উঠিয়ে দেওয়ার জন্য চাপুন Ctrl + ‘ । মাঝে মাঝে এই গ্রিড উঠিয়ে অবজেক্টটা একটু পরখ করে নেবেন । আবার গ্রিড চালু করে নিবেন Ctrl + ‘ চেপে যদি গ্রিডের প্রয়োজন হয় ।
ছাতির মেইন অংশ হয়ে গেলো । এবার ষ্টিক সংযুক্ত করার পালা । মাঝে মাঝে ডকুমেন্টটি সেভ করতে ভুলবেন না যেন ! সেভ না করলে আবার পুনরায় শুরু করতে হবে । সেভ করবেন কোন ফরমেটে । PSD ফরমেটে সেভ করুন আপনার টিউটের সাথে মিলিয়ে বা ইচ্ছা অনুযায়ি যে কোনো নামে যে কোনো ড্রাইভে । যাতে পরবর্তিতে যেখানে শেষ করে ছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারেন ।
আলাদা নতুন আর একটি ডকুমেন্ট খুলুন । প্রথম ডকুমেন্ট এর সাইজ অনুসারে । এখানে নতুন ডকুমেন্ট নিলাম (প্রথম ডকুমেন্টেও নতুন লেয়ার নিয়ে শুরু করতে পারেন ) ষ্টিকটা বড় করে একে দেখানো জন্য । যারা ফটোশপে একদম নতুন তাদের সুবিধার জন্য । অভিজ্ঞরা তো এমনিতেই বুঝবেন
মেনুবারে গিয়ে View > Fit On Screen ক্লিক । মেনুবারে গিয়ে View > Show > Grid ।
টুলবার থেকে Rounded Rectangle Tool সিলেক্ট করুন । Rectangle Tool অপশনস বারে Paths বাটন ক্লিক করে সেট করে নিন । Radius ঘরে টাইপ করুন : 50px
ডকুমেন্টে চিত্রের মতো করে একটা লম্বা রেকটেঙ্গেল পাথ আকুন ।
তারপর দ্বিতীয় আর একটা প্রথমটার ভিতরে চিত্রের মতো করে ( প্রথমটার চেয়ে ছোট ) রেকটেঙ্গেল পাথ আকুন ।
টুলবার থেকে Path Selection Tool ( Black Arrow ) ক্লিক করে সিলেক্ট করুন । Path Selection Tool দ্বারা প্রথম রেকটেঙ্গেল পাথ এর উপর ক্লিক করুন সিলেক্ট হবে । Path Selection Tool এর অপশনস বারে Combine বাটনে ক্লিক করুন ডকুমেন্টে আকা উভয় রেকটেঙ্গেল পাথ সিলেক্ট হবে ।
পাথের উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন যে পপআপ উইন্ডো আসবে সেখান থেকে সিলেক্ট করুন Make Selection ।
চিত্রের ন্যায় সেটিংস সেট করে ওকে করে উইন্ডোটি ক্লোজ করে দিন । চতুর্দিকে মার্চিং এন্টের মতো সিলেকশন তৈরী হবে ।
টুলবার থেকে Rectangular Marquee Tool সিলেক্ট করুন । Rectangular Marquee Tool অপশনস বারে Subtract From Selection বাটন ক্লিক করে সিলেক্ট করুন ।
ডকুমেন্টে যে রেকটেঙ্গেল সিলেকশন আকা হলো তার উপরের দিকের ওভাল অংশ কেটে ফেলবো । Rectangular Marquee Tool দ্বারা চিত্রের মতো করে একটা সিলেকশন তৈরী করুন ।
সিলেকশন তৈরী করার পর যখন মাউস পয়েন্ট রিলিজ করবেন ঠিক তখনই দেখবেন উপরে ওভাল অংশ মাইনাস হয়ে গেছে । ইউ শেপের মতো একটা ইমেজ পাবেন ।
এই ইউ শেপের বাম দিকের কিছু অংশ মাইনাস করবো । Rectangular Marquee Tool দ্বারা চিত্রের মতো করে আরো একটা সিলেকশন তৈরী করুন ।
সিলেকশন তৈরী করার পর যখন মাউস পয়েন্ট রিলিজ করবেন ঠিক তখনই দেখবেন বাকি অংশ মাইনাস হয়ে গেছে ।
কি বুঝলেন ছাতির লাঠির মতো একটা সিলেকশন দেখতে পাবেন ।
কালার করার পালা । Swatches প্যানেল থেকে ব্রাউন কালার সিলেক্ট করুন । ফোরগ্রাউন্ড কালার এই কালারে সেট হবে ।
এবার সিলেকশনটি ফীল করার জন্য কীবোর্ড থেকে Alt + Delete/ Backspace চাপুন । সিলেকশনটি এই ব্রাউন কালারে ফীল হবে ।
সিলেকশন ডিসিলেক্ট করার জন্য চাপুন Ctrl + D
এবার কিছু লেয়ার ষ্টাইল প্রয়োগ করুন । লেয়ার ১ এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে সেখান থেকে Blending Options নির্বাচন করুন । লেয়ার ষ্টাইল পপআপ উইন্ডো আসলে নিচের সেটিংস সেট করে ওকে করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।
Inner Shadow >
Inner Glow >
Gradient Overlay >
সবকিছু ঠিকঠাক থাকলে এইরকম একটা ইমেজ পাবেন ।
ব্যাকগ্রাউন্ড লেয়ার হাইড করুন । ব্যাকগ্রাউন্ড লেয়ারের বামে চোখের মতো চিন্হে ক্লিক করুন হাইড হবে ।
টপ লেয়ার সিলেক্ট করুন ।
মেনুবারে গিয়ে Select > All ক্লিক । মেনুবারে গিয়ে Edit > Copy । প্রথম ডকুমেন্টে যে ছাতি একেছিলাম সেটা অপেন করুন । মেনুবারে গিয়ে Edit > Paste ।
ক্লিক এন্ড ড্রাগ করে ষ্টিক লেয়ারটি ছাতির লেয়ারের নিয়ে আসুন ।
মুভটুল দ্বারা ক্লিক এন্ড ড্রাগ করে ষ্টিকটি ছাতির মাঝামাঝি এনে এবং ছাতির সামান্য উপরে চিত্রের মতো সেট করুন ।
ব্যাকগ্রাউন্ড লেয়ারে লেয়ার ষ্টাইল Gradient Overlay প্রয়োগ করা হয়েছে । (কালার কালো-সাদা )
ষ্টিক লেয়ার সিলেক্ট করুন । টুলবার থেকে Elliptical Marquee Tool সিলেক্ট করুন । এবার ডকুমেন্টে চিত্রের মতো করে একটা ওভাল শেপ আকুন । কীবোর্ড থেকে ডিলিট কী প্রেস করুন ।
সিলেকশন উঠিয়ে দেওয়ার জন্য চাপুন Ctrl + D
মোটামুটি একটা ছাতির শেপ তৈরী করতে পারলাম ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ।আগামীতে আরো সুন্দর টিউনের প্রত্যাশায়…….