আস্ সালামু আলাইকুম,
অনেক দিন ধরে চিন্তা করছিলাম কিভাবে আমার কম্পিউটারের ডেস্কটপ সুন্দর করা যায়। তো যেই ভাবা সেই কাজ। করে ফেললাম ডেস্কটপ ডিজাইন। দেখেন তো কেমন হয়েছে। অনেক সময় আর কষ্ট করে ডেস্কটপ ডিজাইন করেছি। মাউসের কার্সর থেকে শুরু করে টাস্কবার, স্টার্ট মেনু সব কিছু পরিবর্তন করেছি। আপনাদের যদি ভালো লাগে তবে আমার কাজ সার্থক হবে। আপনাদের ভালো লাগলে আমি এই বিষয়ে আর একটা টিউন করবো।
ভিডিও দেখুন (এখান থেকে ডাউনলোড করেন)
স্ন্যাপশট দেখুন
1. http://www.freeimagehosting.net/c409a
2. http://www.freeimagehosting.net/b97d4
3. http://www.freeimagehosting.net/29302
আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505
হুমম….করে ফেলেন তাড়াতাড়ি