টোটাল গ্রাফিক্স ডিজাইন (পর্ব – ২)

Topics: Type Tool & Shape Tool

Photoshop পরিপূর্ণ ভাবে শিখতে হলে এই Tutorial পড়ার সাথে সাথে নিজে নিজে Photoshop CS-5 এর মাধ্যমে Practical করলে ভালো হবে।

Photoshop CS-5 প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী (পর্ব - ২) এর মানে এর পর্ব ১২ টি নয়।

প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী বলতে বুঝানো হয়েছে Photoshop এর পূর্ণ ধারনা। এর পর্ব কয়টি হবে তা অনিধারিত। মোট কথা যারা Photoshop জানে না তারা যদি সব গুলো tutorial পরে ও practically করে তবে তারাও Photoshop এ নিজের কাজ করতে পারবে।

Type Tool/Text Tool

এই Text Tool এর মাধ্যমে আমরা Photoshopএ লেখালেখি করতে পারি বা Text Design করতে পারি। পূর্বের অধ্যায় এর মতো একটি নতুন Layout তৈরি করে কিন্তু এই বার Background Contents হিসাবে Background Color নির্বাচন করবো। এরপর Text Tool এর উপর মাউস এর Right বাটন ক্লিক করলে ৪টি Option আসবে নীচে এই ৪টি Option এর ব্যবহার দেওয়া হলঃ

*Horizontal Type Tool এ ক্লিক করে Layout এর যে জায়গায় লিখতে চান সেই জায়গায় মাউস ক্লিক করে আপনার প্রয়োজনীয় লেখা লিখবেন। এতে Horizontal ভাবে লেখা দেখা যাবে।

*Vertical Type Tool এর মাধ্যমে Vertical ভাবে লেখা টাইপ করা যায়।

*Horizontal Type Mask Tool এর মাধ্যমে Horizontal লেখার মধ্যে Color এর পরিবর্তে যে কোন Picture এর Background আনা যাবে। যেমনটা নীচের চিত্রে RAHAT লেখার ভিতরের অংশে  Color এর পরিবর্তে একটি পেপার এর Background দেওয়া হয়েছে।

*Vertical Type Mask Tool ঠিক Horizontal Type Mask Tool এর মতই কিন্তু লেখাটা Vertical ভাবে হবে।

* Type Tool এর চিহ্ন তে ক্লিক করলেই উপরে Option Bar আসবে। এখান থেকে আমরা Font, Font Size, Font Color, Font Style, আরও অনেক কিছু পরিবর্তন করতে পরবো। ভালভাবে বুঝার জন্য উপরের চিত্রটি দেখুন।

Horizontal Type Mask Tool এর পূর্ণ বাবহারঃ

প্রথমে একটি Layout তৈরি করে যে ছবিটির Background লেখার মধ্যে আনতে চান সেই ছবিটি Drag করে আনতে পারেন অথবা File > Open থকেও আনতে পারেন।

ছবিটি এনে Type Tool থেকে Horizontal Type Mask Tool টি নির্বাচন করুন। এরপর ছবিটি যে জায়গা থেকে লেখা শুরু করবেন সেই জায়গায় মাউস এর Left বাটন ক্লিক করুন এতে ছবিটি নীচের চিত্রের মতো হালকা লাল রঙের হয়ে যাবে। এরপর লেখাটি Type করুন। করে বাম পাশের Tool Bar থেকে Move Tool এ ক্লিক করুন। দেখবেন পূর্বে যে ছবিটি হালকা  লাল রঙের হয়েছিল তা Normal হয়ে গেছে। এখন Ctrl+C চাপুন এরপর নতুন একটি Layout এ Ctrl+V চাপুন তবেই ঐ Layout এ Picture Background এর লেখাটি চলে আসবে।

* Vertical Type Mask Tool ও ঠিক একই ভাবে ব্যবহার করতে হবে।

Shape Tool:

এর মাধ্যমে আমরা যে কোন ধরনের Shape বা আকৃতি তৈরী করতে পারি। এটা বিভিন্ন Design করতে কাজে লাগে।

Shape Tool টি তে ক্লিক করলেই ৬ টি Option পাওয়া যাবে। যথাঃ

1. Rectangle Tool

2. Rounded Rectangle Tool

3. Ellipse Tool

4. Polygon Tool

5. Line Tool

6. Custom Shape Tool

এখানে শুধু মাত্র Custom Shape Tool নিয়ে আলোচনা করা হবে কারণ বাকি ৫ টি Tool এর কাজ এর মাধ্যমেই করা যায়।

*প্রথমে একটি নতুন Layout তৈরী করে নিতে হবে। আবার যে ধরনের Shape বা আকৃতি প্রয়োজন তা Select করে মাউস দিয়ে Drag করে Shape টি আঁকতে হবে।

( সাধারন Shape ছাড়া অন্য কোন Shape এর প্রয়োজন হলে Shape নামে বাটন এর পাশে Ä চিহ্ন তে ক্লিক করলে অনেক গুলো Design পাওয়া যাবে )

*Shape টি আকার পর Layer Panel এ আপনি যে Design এঁকেছেন তার একটি বক্স তৈরী হবে তার পাশে Shape লেখা থাকবে। Mouse Point সেখানে নিলে হাতের মতো চিহ্ন হবে তখন Mouse এর Right বাটন ক্লিক করলে একটি Option List আসবে সেখান থেকে Rasterize Layer এ ক্লিক করতে হবে। এতে আপনার Design টি একটি Layer এ পরিণত হয়ে যাবে এবং আপনি একে Modify করতে পারবেন।

(এর আগেও বলা হয়েছে – যে কোন Design, Shape বা যে কোন কিছুকে Move করাতে হলে Move Tool টি Select করে নিতে হবে)

*Shape গুলোকে বা Design গুলোকে আরও আকর্ষণীয় করতে Layer মেনু থেকে Layer Style থেকে যেটি প্রয়োজন সেটি নির্বাচন করুন।(শিখার জন্য প্রতিটি Option এ ক্লিক করে দেখুন কোনটি তে কি পরিবর্তন হয়)

* Shape গুলোকে বা Design গুলোকে বিভিন্ন Style দিতে Tool Bar থাকে Style নামে বাটন এর পাশে Ä চিহ্ন তে ক্লিক করলে অনেক গুলো Style পাওয়া যাবে। সেখান থেকে পছন্দ মতো Style নির্বাচন করে Shape টিকে করে তুলুন আরও আকর্ষণীয় ।

উপরের চিত্রে Layer Panel এ দেখুন প্রতিটি Design এ ৩ থেকে ৪ টি Style প্রয়োগ করা হয়েছে।

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Tutorial এর কোন অংশ যদি না বুঝেন তবে FaceBook এ Friend হলে Online এ Problem solve করে দেওয়া হবে। প্রায় প্রতিদিন  রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ এর মধ্যে Online এ Problem solve করে দেওয়া হবে।

কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanx

রাহাত ভাই, সালাম নিবেনI আমি কম্পিউটার জগতে নতুন শিশু। আমি USA-তে থাকি। আপনি ফটোশপের উপর দারুণ একটি পোষ্ট দিয়েছেন। আমি আগ্রহ নিয়ে photoshop cs-5 download করতে গেলাম কিন্তু ডলার চায়। কোন ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারব জানালে উপকৃত হতাম। আমি আর একটি problem face করছি সেটা হল যেসকল ফাইলের শেষে .rar লেখা সেগুলো open করলে microsoft office – এর মতো page open হয়। হিজিবিজি লেখা show করে। যদিও আমার সমস্যাটি এই পোস্টের সঙ্গে related না তবুও আপনাকে জানালাম। সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

    thanks….. নীচে মাসুদ ভাই CS5 এর Download Link দিয়েছেন Download করে নিন।(মাসুদ ভাইকে ধন্যবাদ) CS5 original টা টাকা ছাড়া কোথাও পাবেন না। আমার কাছে যে CS-5 টা আছে তার size – 13.5 GB এটা তো দেওয়া সম্ভব না তাই দিতে পারতেছি না। নীচের link থেকে Download করে নিন। ধন্যবাদ।

      কোন problem solve এর জন্য আমার সাথে FaceBook এ বন্ধু হতে পারেন বন্ধু হতে চাইলে এই Link এ যান – fb.moumachibd.com

মাসুদ ভাই, Thanks a ton. Winrar Software টি set up দিয়েছি। এখন ব্যাপক কাজ করছে । http://www.mediafire.com/?zncdnntny20 থেকে cs5 download করলাম তারপরও Registration key চায়। রাহাত ভাই, fb-এ Request send করেছি। তাড়াতাড়ি accept করেন।

photoshop a bangla ki laka jay na…………….