Topics: Introduction, File Management, Layer
যারা Photoshop শুধু নাম জানেন এর ব্যাপারে আর কিছুই জানেন না তারা Photoshop CS-5 প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়লে আশা করি নিজেতো কাজ করতে পারবেনই সাথে অন্যকেও শিখাতে পারবেন। এখানে Photoshop এর Latest Version CS-5 এর উপর Tutorial গুলো লেখা হবে। কারণ এটা Photoshop এর সর্বশেষ Version আর এটা অন্য Version থেকে অনেক Easy আর অনেক বেশী সুবিধা সম্পন্ন।
Photoshop হচ্ছে Photo Editing দুনিয়ার রাজা। মোট কথা এর মাধ্যমে Photo Editing এর এমন কিছু নেই যে করা যায় না। এর সুবিধা, দক্ষতা, কর্মের পরিসর বর্ণনা করতে গেলে হয়তো দিন পার হয়ে যাবে। তাই ঐ দিকে কথা না বাড়িয়ে আসুন Class শুরু করি।আর হ্যাঁ Tutorial গুলো পড়ার সাথে সাথে CS-5 দিয়ে Practically কাজ করলে আশা করি তাড়াতাড়ি শিখতে পারবেন।
Photoshop CS-5 version টা অন্যান্য version থেকে আলাদা। Photoshop CS-5 চালু করলে এমনটা দেখতে পারবেন –
File Management
যে কোন ছবি Editing করতে প্রথমে আমাদের File Management করতে হবে এজন্য File মেনু থেকে New তে ক্লিক করলে নীচের মতো একটি ডায়ালগ বক্স আসবে সেখানে কিছু Settings চাহিদা মতো ঠিক করে নিতে হবে। যেমনঃ
Layer
Layer Photoshop এর অনেক গুরুত্তপূর্ণ জিনিস।
আমরা যখন একটি Picture আনব তখন Automatically একটি Layer তৈরি হয়ে যাবে। আমি এখানে ২টি Picture এনেছি বুঝানোর করার সুবিধার্থে। ডান পাশে Layers Panel এ ২টি Layer একটি Car নামে অন্যটি Bike নামে।
*২টি Picture এর মধ্যে আমরা যেটি Move বা কোন Command দিতে চাই সেটি Select করে তারপর Move বা কোন Command দিতে হবে।
*যে Picture টি উপরে রাখব সেই Picture টির Layer এর উপর মাউস Pointer রাখলে যখন “হাত” এর মতো হবে তখন Pictureটি Drag করে প্রথমে নিয়ে যেতে হবে। যেই Picture টির Layer, Layers Panel এর প্রথমে থাকবে সেই Pictureটি Layout এ উপরে থাকবে।
* Layers Panel এ প্রতিটি Layer এর পূর্বে চোখ এর চিহ্ন আছে। এই চোখ এ ক্লিক করলে ঐ Layer এর Pictureটি Hide হয়ে যাবে।
*কোন Layer যদি Delete করতে হয় তবে Layers Panel এর নিচে Delete বাটনে ক্লিক করলে Layerটি Delete হয়ে যাবে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Tutorial এর কোন অংশ যদি না বুঝেন তবে FaceBook এ Friend হলে Online এ Problem solve করে দেওয়া হবে। প্রায় প্রতিদিন রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ এর মধ্যে Online এ Problem solve করে দেওয়া হবে।
কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
ধন্যবাদ