Photoshop CS-5 নিয়ে চেইন টিউন করবো, মতামত চাই।

টিটি তে Photoshop নিয়ে মিঠু ভাইয়ের চেইন টিউন রয়েছে। খুবই ভালো লিখেছে। আমি Photoshop এর Latest Version CS-5 নিয়ে চেইন টিউন করতে চাই। কিন্তু বুঝতে পারছি না কি করবো... সকলের মতামত চাই। মিঠু ভাই যদি মতামত দিতেন তবে খুশী হতাম। এখানে ক্লিক করে আমার লেখা Photoshop  CS-5 এর একটি Tutorial একটি দেখে নিন ।দেখে যদি ভালো লাগে মতামত দিবেন তবে টিটি তে খুব শিগ্রই Photoshop  CS-5 এর চেইন টিউন প্রকাশ করা শুরু করবো। এর যদি ভালো না লাগে তাও জানাবেন আমি কিছু মনে করবো না।আমার চেইন টিউনের বিষয় গুলো মোটামুটি একনজরে  – File Management,Layer,Type  Tool,Shape Tool,Crope tool,Marquee Tool,Lesso Tool,Clone Tool,Patch Tool,Magic Want Tool,Image Editing,Text Editing,color,modify,Transform,Gradient,Masking,Different kinds of Effects etc............. এগুলো সহ আরও অনেক টুল এর পূর্ণ ব্যবহার। যাতে যে কেও সহজে নিজের কাজ নিজে সম্পাদান করতে পারে।

সকলের মতামতের অপেক্ষায় রইলাম.................................................................................................

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি খুব খুশি হব
তবে আশা করব ভিন্ন কিছু নিয়া টিউন করবেন।

Level 0

ভাই এটা আবার ask করা লাগে নাকি।করে ফেলেন। আমরা অপেক্ষা করছি আপনার chain tune এর জঙও। ধন্যবাদ। 🙂

ভাাড়াতাড়ি শুরু করেন। আমাদের অনেক উপকার হবে।

Level 0

ধন্যবাদ। আসলে আমার টিউন গুলো নবীন থেকে এডভান্স লেভেলের সবার জন্য করে তৈরি করা। তাই আমি সেখানে ফটোশপের cs ভার্সন দিয়ে প্রথমে শুরু করি। কারণ, cs5 দিয়ে কাজ করলে নবীনদের বুঝতে অসুবিধা হত,কারণ cs5 ভার্সন এর চেহারা cs এর থেকে অনেক আলাদা। তাই,আমি মনে করি নবীনদের শেখানোর জন্য cs ই সবচেয়ে ভালো,তবে আমার টিউটোরিয়ালগুলো পরে কিন্তু cs এর মধ্যেই আমি সীমাবদ্ধ রাখিনি। খেয়াল করলে দেখবেন, কিছু কিছু টিউটো আমি ঠিকই cs5 এ করেছি, এজন্য যে, সবাই যেনো cs এ অভ্যস্ত হতে হতে cs5 শিখতে পারে+ এটা বুঝতে পারে যে,cs5 এমন কি কি এক্সট্রা ফিচার আছে যা cs এ নেই। তবে আসলে cs এবং cs5 এর মধ্যে চেহারার পার্থক্য আর ২/১ টা ফিচার ছাড়া বেসিক তেমন কোনো পার্থক্য নেই,তাছাড়া কাজ করার কৌশল বা যেকোনো কিছু বানানো কৌশল একই। তবে abdus salam ভাইয়ের সাথে আমিও একমত,ভিন্ন কিছু নিয়ে টিউন করার ব্যাপারে। ধন্যবাদ।

    ভাই আমি আপনার সাথে একমত CS আর CS 5 এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। তবে দুঃখিত নবীনদের CS 5 বুঝতে অসুবিধা হবে এটা মানতে পারলাম না কারণ আমি সর্বপ্রথম Photoshop শিখি CS 5 দিয়েই। আমার কোন অসুবিধা হয় নি আর অন্য Version চেয়ে ভালো লেগেছে। মাফ করবেন আপনার মোট ৩০ পর্বে আপনি বেশীর ভাগই বিভিন্ন কাজ এর tutorial দেখিয়েছেন। আপনি যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেও যদি নিজে নিজে কাজ করতে চায় তবে তার অনেক ঝামেলা হবে(রাগ কইরেন না pls :-D)। আমি চাচ্ছি প্রায় প্রতিটা Tool এবং আরও কিছু Option কি ভাবে কাজ করে তার বর্ণনা দিয়ে চেইন টিউন করতে যা আপনি করেন নি। যেমনটা উপরে দেওয়া লিঙ্ক এ একটা tutorial এ আমি করেছি। এতে আশা করি সবাই নিজের কাজ নিজেই করতে পারবে।
    আর ভাই আপনার tutorial গুলো সত্যি অনেক ভালো আর উপকারি।
    ধন্যবাদ। 🙂

    Level 0

    এখানে তো মাফ করার কিছু নেই,আপনার টিউটোরিয়াল আপনি করবেন। আমার অনুমতির কি আছে। আর হ্যা,এটা ঠিক,আমি টুলস নিয়ে বিশচ ভাবে বর্ণনা দিইনি। কারণ,আমরা স্বভাবগতভাবেই এমন যে, একেবারে শিকড় না জেনে কোর এ ঢুকতে চাই, আবার কোর এ গেলে যারা নবীন তাদের বুঝতে অসুবিধা হয়। এজন্যই আমি এমনভাবেই টিউটো করেছি, যাতে এডভান্সরাও উপকৃত হয় আর নবীনরাও বুঝতে পারে,যদিও এর জন্য আমাকে যথেষ্ট কষ্ট করে ভেংগে ভেংগে সব কিছু বর্ননা করতে হয়েছে। আর সবাই তো একরকম না, আমার পাশের রুমেরই একজন ফটোশপ নিয়ে আগে হালকা পাতলা ঘাটাঘাটি করছে,তারপরেও cs5 বুঝতে তার সময় লাগছে।এরকম আরো বেশ কয়েকজনকেই দেখেছি। যা হোক, আপনি আপনার মত করেই টিউটোরিয়াল করুন। শুভকামনা ও ধন্যবাদ।

আরে ভাইজান ! আপনার জন্যই তো হাজার বছর ধরে অপেক্ষা করিতেছি…. 😀
তাড়াতাড়ি শুরু করবেন এটাই সবাই চাই । কিন্তু আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন…যাতে তাড়াহুড়া করে লেখার মান নষ্ট না হয় ।আপনার কাছে অনেক ভালো মানের লেখা আশা করছি ।

আমি অনেক দিন থেকে অপেক্ষা করতেছি,তারাতারি শুরু করেন ভাই।

Level 0

আপনার সাথে যুক্ত হতে পারলে ভাল হত! আমি নিজেও একটা বাংলা ফটোশপ টিউটোরিয়াল ব্লগ খুলার চেষ্টা চালাচ্ছি। সময়ের অভাবে টিউন লিখতে পারতেছি না

    আপনি যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বাংলা ফটোশপ টিউটোরিয়াল ব্লগ এর জন্য যদি কোন সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করবো সাহায্য করতে। Email= [email protected]

Level 0

কম্পিউটার এর কনফিগারেশন কথা মাথাই রেখে ফটোশপ সিএস ৫ চালাতে হবে। তা না হলে ৭ ভার্সন ই বেটার।

Level 0

আরে ভাইজান ! আপনার জন্যই তো হাজার বছর ধরে অপেক্ষা করিতেছি….
তাড়াতাড়ি শুরু করবেন এটাই সবাই চাই । কিন্তু আপনি আপনার মতো করে চালিয়ে যাবেন…যাতে তাড়াহুড়া করে লেখার মান নষ্ট না হয় ।আপনার কাছে অনেক ভালো মানের লেখা আশা করছি ।

ভাই, এখনো শুরু করেননি??!! সেই কব্বে থেকে ওয়েট করছি!!

বিসমিল্লাহ বলে শুরু করে দিন।

এই বিষয় নিয়ে অনেক টিউনার আগে লিখেছেন। আর ফটোশপের আলাদা কোন ভার্শন শিখতে হয় না। যে কোন একটা শিখলেই হয়। আমি সিএস ৩ দিয়ে শুরু করেছিলাম সিএস ৫ এ বর্তমানে খুব বেশী পরিবর্তন আমার নজরে আসে নাই। মিঠু ভাই প্রথমকার এর টিউন গুলা যে কেউ মনোযোগ দিয়ে পড়ে ফটোশপের প্রাথমিক বিষয় গুলা জানতে মাত্র ৩০ মিনিট লাগার কথা।
আর আমার পরামর্শ হল আপনি যদি সত্যিই লিখতে চান তবে ফটোশপের একটু উপরের ক্লাস যান। যেমন ফটো-ইফেক্ট, ডিজাইন। এই বিষয় গুলো নিয়ে ইংরেজিতে সার্চ দিলে হাজার হাজার টিউটোরিয়াল পাওয়া যায় কিন্তু বাংলাতে দেখায় যায় না। যদিও দুই-তিনটা দেখা যায় এগুলার মধ্যে ২টাই নিম্নমানের ইংরেজি থেকে অনুবাদ। তবে আপনি কোন বিষয় নিয়ে লিখবেন সেটা আপনার একান্ত ব্যক্তি গত ব্যাপার। আর বেশীর ভাগই আপনার পক্ষে মন্তব্য করছে।
তবে আমার কথাটা একটু ভেবে দেখবেন। ঐ ধরেন টিউনে মনে হয় কোন ইউনিট পাঠক পাবেন না।

    Level 0

    সহমত শিবলী ভাইয়ার সাথে।

    ভাই আপনার অনেক Tuto পড়ছি খুব ভালো লেগেছে। আর হ্যাঁ আপনার কথা গুলো মাথায় রাখব। এজন্যই আগে মতামত চেয়েছি। আর ২ দিন দেখি কেমন মতামত পাই তারপর সিদ্ধান্ত নিবো। কারণ যদি পাঠক এর সংখ্যা কম থাকে তবে এতো কষ্ট করে চেইন টিউন করবো না।
    আপনাকে ধন্যবাদ মতামত দেবার জন্য।

আপনি চালিয়ে যান আমরা আছি সাতে।

36 bachhor kete gelo keo kotha rakheni……….. asha kori ebar apni kotha rakhben. CS5 khobi valo legechhe. er ha gorottoporno kotha holo je shodho god badha niomer mato tool golor barnona na dia chamatkar kichho udaharon & project diya kaj shekhale beshi kritaggo thakbo. baboharic odahoroner mato kaj shekhe moja er kichhote nei. tara tari shoro karon. dhannobad

কইরা ফালান। পুরান ফটোশপের জিনিসপাতি খুইজা পাইনা। সিএস ৫ দিয়া করেন, সুবিধা হইব

Level 0

আমার Ps-5 ডাউনলোড লিংক চাই-ই চাই; ভাই যা Win-7-এ কাজ করবে…

ps-5 আমার কাছে লিঙ্ক আছে , আপনি কোন লিঙ্কু চান, mediafire or megaupload..জানান

ফটোশপ শিখতে চাইলে এইখানে ক্লিক করুন

Level 0

ওপেন এহেড………….