টিটি তে Photoshop নিয়ে মিঠু ভাইয়ের চেইন টিউন রয়েছে। খুবই ভালো লিখেছে। আমি Photoshop এর Latest Version CS-5 নিয়ে চেইন টিউন করতে চাই। কিন্তু বুঝতে পারছি না কি করবো... সকলের মতামত চাই। মিঠু ভাই যদি মতামত দিতেন তবে খুশী হতাম। এখানে ক্লিক করে আমার লেখা Photoshop CS-5 এর একটি Tutorial একটি দেখে নিন ।দেখে যদি ভালো লাগে মতামত দিবেন তবে টিটি তে খুব শিগ্রই Photoshop CS-5 এর চেইন টিউন প্রকাশ করা শুরু করবো। এর যদি ভালো না লাগে তাও জানাবেন আমি কিছু মনে করবো না।আমার চেইন টিউনের বিষয় গুলো মোটামুটি একনজরে – File Management,Layer,Type Tool,Shape Tool,Crope tool,Marquee Tool,Lesso Tool,Clone Tool,Patch Tool,Magic Want Tool,Image Editing,Text Editing,color,modify,Transform,Gradient,Masking,Different kinds of Effects etc............. এগুলো সহ আরও অনেক টুল এর পূর্ণ ব্যবহার। যাতে যে কেও সহজে নিজের কাজ নিজে সম্পাদান করতে পারে।
সকলের মতামতের অপেক্ষায় রইলাম.................................................................................................
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
আমি খুব খুশি হব
তবে আশা করব ভিন্ন কিছু নিয়া টিউন করবেন।