আমরা আলোচনা করেছি কিভাবে টুলবক্স এর অধিনস্থ বিভিনড়ব টুল এর মাধ্যমে কাজ করা যায়। টুলবক্সের অধিনস্থ বিভিনড়ব
টুলগুলোর কার্যকারীতা কি ? এই টুলবক্সও এক ধরনের Palette. যদিও তা টুলবক্স নামে পরিচিত। টুলবক্সের মাধ্যমে অবজেক্ট তৈরী
করার পর অবজেক্টকে বিভিনড়ব ভাবে রূপায়ন, চিত্রায়ন, অর্থাৎ মনের ইচ্ছেমত উপস্থাপনার জন্য Palette (প্যালেট) এর গুরুত্ব
অপরিসীম। Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) প্যাকেজে নিমেড়বাক্ত Palette (প্যালেট) গুলো রয়েছে ঃ
(1). Appearance Palette {Shift+F6}
(2). Navigator Palette
(3). Info Palette {F8}
(4). Color Palette {F6 Or Ctrl+I}
(5). Attributes Palette {F11}
(6). Transparency Palette {Shift+F10}
(7). Stroke Palette {F10}
(8). Gradient Palette {F9 Or Del}
(9). Style Palette {Shift+F5}
(10). Brushes Palette {F5}
(11). Swatches Palette
(12). Layers Palette {F7}
(13). Actions Palette
(14). Links Palette
(15). SVG Interactivity
(16). Transform Palette {Shift+F8}
(17). Align Palette {Shift+F7}
(18). Pathfinder Palette {Shift+F9}
(19). Character Palette {Ctrl+T}
(20). Paragraph Palette {Ctrl+M}
(21). MM Design Palette
(22). Tab Palette {Ctrl+Shift+T}
Adobe Illustrator (এডৌবি ইলাস্ট্রেটর) Package Program (প্যাকেজ প্রোগ্রাম) এর মধ্যে নয়টি Menu বিদ্যমান। প্রতিটি মেনুর অধীনে অপশনসমূহের উপস্থিতি m¤^wjZ মেনুর নাম Pull Down Menu. এই Pull Down Menu ই সমগ্র প্রোগ্রামের পরিচ্ছনড়ব ছবি। অর্থাৎ সংশি−ষ্ট প্রোগ্রামে কি কি কাজ করা যায় এবং সংশি−ষ্ট কাজের জন্য কমান্ড কি তা এক নজরে এই Pull Down Menu তে পাওয়া যায়। তবে প্রতিটি Menu (মেনু) এর অধিনস্থ Sub Menu সমূহের পরিচিতি বা কার্যকারিতা সম্পর্কে সম্যক ধারনা অর্জন করা অত্যাবশ্যক। Adobe Illustrator (এডৌবি ইলাস্ট্রেটর) এর Editting Window তে অবস্থানকালে যে কোন সময়ে যে কোন Menu (মেনু) Open করা যায়। Keyboard & Mouse উভয় পদ্ধতিতে Menu (মেনু) সমূহ Open করার পদ্ধতি শিক্ষকের নিকট থেকে জেনে নিন।
File Menu
1. To Create a New Document
File Click>New Click করলে New Document Dialog Box আসবে তখন Name Box এ Document এর নাম লিখে এর Color Mode & Artboard Size Select করে। Ok Click করলে পছন্দমত নতুন একটি ডকুমেন্ট তৈরী হবে।
[ Or ঃ Keyboard Key {Ctrl + N} Press করলে New Document Dialog Box আসবে। পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
2. To Open a File
File Click > Open Click করলে Open Dialog Box আসবে। এখানে Files of Type এর স্থলে Illustrator সিলেক্ট করতে হবে। ফলে ইলাস্ট্রেটর ফোল্ডারে সংরক্ষিত ফাইল সমূহ দেখা যাবে। তখন যে File টি Open করতে চাই সেই File টি Select করে বা File Name Box এ File এর নামটি লিখে Open Click করলেই Select কৃত File টি Open (খোলা) হয়ে প্রদর্শিত হবে। [ Or ঃ Keyboard Key {Ctrl + O} Press করলে Open Dialog Box আসবে। পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
3. To Open The Recent Files
File Click > Open Recent Files Select করলে এর ডান দিকে কিছু সংখ্যক তৈরীকৃত File Location দেখা যাবে। এই অবস্থায় যে File (ফাইল) টি দ্রুত খোলতে চাই সেই File Name Click করলেই তৈরীকৃত ফাইলটি দ্রুত Open (খোলা) হয়ে প্রদর্শিত হবে।
4. To Revert The File
পূর্বে সংরক্ষিত একটি File (ফাইল) Open করে বা নতুন একটি File (ফাইল) Create করে এর মধ্যে নতুন করে কোন পরিবর্তন বা কোন কিছু যুক্ত করার পর পূনরায় সংরক্ষন না করে। File Click > Revert Click করলে Adobe Illustrator Dialog Box আসবে তখন Ok Click করলেই ফাইলের সর্বশেষ সংরক্ষিত অবস্থায় চলে যাবে।
[ Or ঃ Keyboard Key {F12} Press করলে Adobe Illustrator Dialog Box আসবে। পরবর্তীতে উক্ত কাজগুলো একই
পদ্ধতিতে করতে হবে। ]
5. To Close The File/Document
কোন File/Document (ফাইল/ডকুমেন্ট) Open (খোলা) থাকাবস্থায় File Click > Close এ Click করলে Open কৃত File/Document (ফাইল/ডকুমেন্ট) বন্ধ হয়ে যাবে। তবে যদি ফাইলের মধ্যে তৈরীকৃত কোন অংশ অসংরক্ষিত থাকে তবে Adobe Illustrator Dialog Box আসবে। তখন No Click করলে File/Document (ফাইল/ডকুমেন্ট) টি অসংরক্ষিত অবস্থাতেই বন্ধ হবে। অপরদিকে Yes Click করলে File/Document (ফাইল/ডকুমেন্ট) টির অসংরক্ষিন অংশ সংরক্ষিত হয়ে বন্ধ হবে।
[ Or ঃ Keyboard Key {Ctrl+W} Press করলে Open কৃত File/Document (ফাইল/ডকুমেন্ট) বন্ধ হয়ে যাবে।
পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
6. To Save The Document
File Click > Save Click করলে সাথে সাথে Save Dialog Box টি চলে আসবে। তখন উপরের দিকে Save in Box এ Folder Select করে নিচের দিকে File Name Box এ যে নামে সংরক্ষন করতে চাই সেই নামটি লিখে Save Click,
[ Or ঃ Keyboard Key {Ctrl+S} Press করলে সাথে সাথে Save Dialog Box টি চলে আসবে। পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
7. Save As
সংরক্ষিত যে ফাইলটি অন্য কোন নামে সংরক্ষন করতে চাই সেই ফাইলটি Open করে File Click > Save As Click করলে Save Dialog Box আসবে তখন যদি ঐ নামেই ফাইলটি পূনরায় সংরক্ষন করতে চাই তবে সরাসরি Save Click
Yes Click Ok Click করতে হবে। অপরদিকে অন্য কোন নামে ঐ ফাইলটি সংরক্ষন করতে চাইলে File Name Box এ অন্য
একটি নাম লিখে Save Click
[ Or ঃ Keyboard Key {Ctrl+Shift+S} Press করলে সাথে সাথে Save Dialog Box টি চলে আসবে। পরবর্তীতে
উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
8. Save a Copy
সংরক্ষিত যে ফাইলটি কপি করে সংরক্ষন করতে চাই সেই ফাইলটি Open করে
File Click > Save a Copy Click করলে Save a Copy Dialog Box আসবে তখন Save Click
Ok Click করলেই ঐ ফোল্ডারে ঐ নামেরই অন্য একটি কপি তৈরী হয়ে সংরক্ষিত হবে। তৈরীকৃত কপিটি অন্য কোন ফোল্ডারে করতে চাইলে ফোল্ডার সিলেক্ট করতে হবে।
[ Or ঃ Keyboard Key {Ctrl+Alt+S} Press করলে সাথে সাথে Save a Copy Dialog Box টি চলে আসবে।
পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
9. Save for Web
কোন ফাইলকে ওয়েব সাইডে সংরক্ষন করার জন্য এই Sub Menu (সাব মেনু) টির সাহায্য নিতে হয়। শিক্ষকের নিকট থেকে বিস্তারিত
জেনে নিন। এর জন্য Keyboard Key {Ctrl+Shift+Alt+S}
10. Place
File Click >Place Click করলে সাথে সাথে Place Dialog Box চলে আসবে তখন যে Folder থেকে Text (লেখা) অথবা
Picture (ছবি) আমদানী করতে চাই Look in Box এ সেই Folder টি Select করে ঐ Folder টির অন্তর্গত যে File টি
আমদানী করতে চাই তা Block/Select করে Place Click করলেই Select কৃত File টি আমদানী হবে।
11. Export
অন্য প্রোগ্রামে পাঠানোর উপযোগী করে একটি File তৈরী করে
File Click > Export Click করলে সাথে সাথে Export Dialog Box চলে আসবে তখন Save in Box এ Folder Select করে Save as type Box এর মধ্যে Program (Photoshop) Name Select করার পর File Name Box এ File এর নাম লিখে Save Click করলে Photoshop Options Dialog Box আসবে তখন
Ok Click করলেই তৈরীকৃত ফাইল Adobe Photoshop Program এ রপ্তানী হবে। পরে আমদানীকারক প্রোগ্রাম
Adobe Photoshop Program Open করে নিদ্রিষ্ট Folder থেকে Photoshop Mode এ File টি Open করা যাবে।
তৈরীকৃত ফাইল অন্যান্য প্রোগ্রামেও পাঠানো যায়। তবে আমদানীকারক ঐ কম্পিউটারে থাকতে হবে।
12. Document Info
=‡Kvb File/Document (ফাইল/ডকুমেন্ট) Open থাকাবস্থায়
=File Click
=Document Info Click করলে Document Info নামে একটি Palette প্রদর্শিত হবে। তখন তৈরীকৃত ঐ
File/Document (ফাইল/ডকুমেন্ট) এর মধ্যে অবজেক্ট সংখ্যা, Font, Document Name, Brush Scripts, Spot
Color Object, Pattern Object, Gradient Object, Linked Images, Embedded Images ইত্যাদি এর বিভিনড়ব
তথ্য অবলোকন করা যায়।
13. Document Setup (WKz‡g›U/dvBj‡K B‡”QgZ †mwUs Kiv) t
=File Click
=Document Setup Click করলে সাথে সাথে Document Setup Dialog Box আসবে তখন
=Size অপশন ক্লিক করে Drop down থেকে আর্ট বোর্ডের সাইজ বেছে নিতে হবে
=Units অপশন ক্লিক করে আর্টবোর্ডের পরিমাপের একক কি হবে উহা নির্ধারন করতে হবে সাধারণত দেশীয় পরিমাপের জন্য
ইঞ্চি (Inches) নিতে হবে
=Width অপশন নির্ধারন করে আর্ট বোর্ডের চওড়া কত হবে তা নির্ধারন করতে হবে
=Height আর্ট বোর্ডের উচ্চতা নির্ধারন করতে এই অপশনে কাজ করতে হবে
=Use Print Setup অপশনটি নির্বাচন করে পিন্টের কাজ করা যায়
=Orientation অপশনে Portrait & Landscape দ্বারা Art Board টি j¤^vjw¤^ ভাবে না আড়াআড়ি ভাবে প্রদর্শিত ও
প্রিট হবে তা নির্ধারন করা যায়। পরে এই Dialog Box এর অধিনস্থ
=Print Setup Click করে প্রিন্টের সবকিছু নিয়ন্ত্রন করতে পারি। (শিক্ষকের নিকট জানুন) পরে
=Ok Click করলে পছন্দমত Document Setup হয়ে যাবে।
[ Or ঃ Keyboard Key {Ctrl+Alt+P} Press করলে সাথে সাথে Document Setup Dialog Box টি চলে আসবে।
পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
14. Document Color Mode
15. Separation Setup
শিক্ষকের নিকট থেকে জানুন।
16. Print Setup
হয়। তারপর
তা বেছে নিতে হবে।
প্রিন্ট হবে তা নির্ধারন করা যায়।
[ Or ঃ Keyboard Key {Ctrl+Shift+P} Press করলে সাথে সাথে Print Setup Dialog Box টি চলে আসবে।
পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে। ]
17. Print
এর Keyboard Key {Ctrl+P}.
18. Exit
কোন সমস্যা হলে শিক্ষকের সাহায্য নিন।
আমি জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
a