আজকে দেখব কিভাবে ফ্রেম এর ভিতর ছিব বন্দি করা যায়। যে কোন একটি ছবি ওপেন করুন
তার পর মারকিউ টুল সিলেক্ট করুন অথবা key board m Press করুন ছবি দেখে করুন।
তার পর ট্রানফরম করুন ছবির মত করে
তার পর এভাবে বাকিয়ে নিয়ে এন্টার দিন
key board থেকে ctrl+j চাপুন দেখুন লেয়ার প্লেটে নতুর একটি লেয়ার তৈরি হয়েছে।
এরপর Layer 1 Ctrl+click করুন দেখুন selection তৈরী হবে।
তারপর Layer > Layer Style থেকে Stroke এ ক্লিক করুন এবং around 10 এবং 18 pixel size of white color Select করে দিয়ে Ok করুন।
পরেরে ছবিটি লক্ষ করুন দেখুন Bordar দেখা তৈরি হবে। আবার আগের মত করে মারকিউ টুল সিলেক্ট করুন এবং ট্রানফরম করুন নিচের ছবির মত করে
এখন ০ লেয়ার টি সিলেক্ট করে key board থেকে ctrl+j চাপুন অথবা
Layer মেনু থেকে new থেকে Layer via copy তে Click করুন
চাপুন দেখুন লেয়ার প্লেটে নতুর একটি লেয়ার তৈরি হয়েছে।
নিচের ছবির মত করে।
এভাবে আর ও একটি লেয়ার তৈরি করতে হবে প্রথম বারের মত করে।
তার পর প্রথম লেয়ার স্টাইলটি কপি করুন লেয়ার রাইট বাটনে ক্লিক করে দেখে নিনি নিচের ছবিটি।
কপি লেয়ার স্টাইলটি শেষ হলে অন্য লেয়ারে পেষ্ট করুন ।
আবার মুল লেয়ারটি কপি করুন
তারপর Key board থেকে Ctrl+M Press করুন
দেখুন এভার ছবিটি কেমন হল
এভার এক ক্লিক করেই Background Color মুছে দিন তবে একটা কথা এই টিপস কাজে লাগবে তখন শুধু এক কালারের Background Color হলে। Eraser থেকে
Magic Eraser ক্লিক করুন
তারপর দেখুন কেমন হল।
আমি jhantu.sa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেমন লাগল টিউনটি জানাবেন ।এত ভাল ভাবে লিখতে পারলাম না যতটুকু গুছিয়ে লিখতে পারছি ততটুকু লিখলাম যদি আপনাদের কাছে ভাল লাগে। ধন্যবাদ