আসুন জেনে নেই কিভাবে ফটোশপে লিকিউফাই (Liquify) এর মাধ্যমে ফানি কার্টুন তৈরী করা যায়

Top টিউনার দের নিরলশ পরিশ্রম আর পাঠকদের স্বতঃস্ফূর্ত মন্তব্যের কারনে টিউন করার লোভ সামলাতে পারলাম না।
তবে জানি না আমার এ টিউনটি কারও ভালো লাগবে কিনা তাই এক সন্দিহান মনে বলতে হচ্ছে আমি টেকটিউন্সের
বিশাল জ্ঞানের সমুদ্রে একটুকরা চ্যালা কাঠ ভাসালাম জানি না এতে কারও উপকার হবে কিনা তবে সামান্য বিরক্তি আসতে পারে কিন্তু আমি নিশ্চিত কারও কোন ক্ষতি হবেনা।

আসুন জেনে নেই কিভাবে ফটোশপে লিকিউফাই (Liquify) এর মাধ্যমে ফানি কার্টুন তৈরী করা যায়ঃ

ফটোশপে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কার্টুন তৈরী করে আবার কেউবা বিভিন্ন কার্টুন মেকার দিয়েও কার্টুন তৈরী করে ।
আমি আজ আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে কার্টুন তৈরী করা যায় ।

  • ১.প্রথমে ফটোশপ ওপেন করতে হবে এর পর
  • ২.Insert Image থেকে আপনার নির্বচিত ছবিটি সিলেক্ট করুন।
  • ৩.এবার Filter >Liquify
  • ৪.ছবিটি ওপেন হলে নিম্নোক্ত ছবিটিতে গোল মার্ক করা ব্রাশটি সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত করে বানিয়ে নিতে পারবেন।
  • ৫.এ ছাড়াও তীর চিহ্নীত ব্রাশ গুলি দিয়েও আপনি আপনার ইচ্ছে মত ছবি টিকে সাজিয়ে নিতে পারেন।
  • ৬.সবশেষে ওকে করে আপনার যে ফরমেট এ প্রয়োজন তা দিয়ে সেভ করুন।
  • ব্যাস হয়ে গেল খুব স্বল্প সময়ে মজার কার্টুন তাই এর দেরি না করে এখনই কাজে নেমে পড়ুন আর তৈরী করূন প্রিয়জনদের সুন্দর সুন্দর কার্টুন । যদিও প্রথমে বেশী একটা ভাল করতে পারবেন না তবুও চেষ্ঠা করতে থাকুন
    ******************** একবার না পাড়িলে দ্যাখ শত বার ***********************

    লক্ষ্যনীয়

  • ১.ব্রাশ বড় বা ছোট করতে কিবোর্ড থেকে { দিয়ে বাড়াতে এবং } দিয়ে কমাতে পারেন।
  • ২.Undo করতে Ctrl চেপে Z
  • ৩.একেবারই প্রথম অবস্থায় ফিরে যেতে Ctrl Alt Z
  • বিদ্রঃ এটি আমার করা প্রথম টিউন তাই ভূল ত্রূটি থাতেই পারে আশা করছি সকলেই আমার ভূল ত্রূটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন বিশেষ করে এই টিউনটি পূর্বে করা হয়েছিল কিনা তা আমার জানা নেই তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন।

    Level New

    আমি রিয়াজুল ইসলাম প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    '''I've had a growing frustration, particularly when I would go out & book tours & interviews.I got frustrated with people asking me,''How do you know what tha future is going to be like?'''And I'd always say,'''I don't''''''


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    এই Option দিয়ে Friend-দের ছবি নিয়ে অনেক মজা করি…

      আমি একবার মজা করার জন্য এবং কিছু টা রাগের কারনে আমাদের স্কুলের পিওনের ছবি কার্টুন বানিয়ে স্যারের কাছে কানে ধরে মাফ চেয়েছি ভাই। তাই বলছি সাবধান মজা যেন আমার মত সাজায় পরিনত না হয় ।
      ধন্যবাদ D!pu >>> এখনও বৃষ্টি পড়ে

    আপনার টিউন টি ভালো হয়েছে। আমার photoshop খুব অবাক লাগে , যতই জানি ততই মনে হয় এখন পর্যন্ত কিছুই জানতে পারলাম না। photoshop তাই আমার কাছে এক বিশাল সমুদ্র এর মত লাগে।

      ধন্যবাদ সাবিহা আপু আপনি প্রথম আমার মনে আশা জাগালেন।

    ভালই তো হয়েছে!

    আমার আনেক ভালো লেগেসে। ধন্যবাদ।

      আমি আজ ধন্য আপনাদের সামান্য ভাল লাগার জন্য।
      ধন্যবাদ Shajadur Rahaman ভাই

    ভাই আমাকে আলপনা আকাঁ শিখাবেন কেউ?

      ভাই আমার জানা মতে আলপনা ইলাস্ট্রেটরে ভাল হয় । তাই আপনি একটু চেষ্ঠা করে দেখতে পারেন।
      ধন্যবাদ

    ভালোই মজা লাগলো…. ধন্যবাদ ভাই…
    বন্ধুদের ছবি কার্টুন বানিয়ে মজা করলাম………………..:)

    Level 0

    জবর ব্যপার তো অনেক ভালো হইছে ভাইয়া ।

    Level New

    good Tune

    জনাব , rojersmith
    আমি মনে করি টেকটিউন্স প্রযুক্তি প্রেমি সকলকে প্রযুক্তি বিষয়ক দিক্ষা দেয়ার চেষ্ঠা করে।কাউকে বড় স্বপ্ন আর মিথ্যা আশার পথ দেখায় না তাই বলছি এধরনের PTC job এর প্রচার প্রচারনা এখানে না চালানোই বুদ্ধিমানের পরিচয়।
    ধন্যবাদ
    বিদ্রঃ বন্ধুগো আর বলিতে পারিনা বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝড়াতে পারিনাকো একা তাই লিখে যাই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসেনাকো মাথায় বন্ধু বড় দুখে, PTC job তোমরা করিও বন্ধু যাহারা আছো সুখে।