গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন এবং মাসে কত টাকা আয় করতে পারবেন?

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন বন্ধুরা আজ আমরা জানি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। কি কি জানতে হবে গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে? মাসে কত টাকা আয় করতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যৎ কি?

আপনার কি আঁকা ঝোঁকা করতে মন চায় এবং আপনার কি ক্রিয়েটিভ বা সৃজনশীল কিছু করতে মন চায়? তবে আপনি নিশ্চিন্তে নেমে পড়ুন গ্রাফিক্স ডিজাইন শেখার কাজে। কারণ এ কাজটি আপনার জন্যই। আপনি কি সময় পেলেই কম্পিউটারের পেইন্ট অথবা ছবি নিয়ে কাজ করা শুরু করে দেন। তাহলে নেমে পড়ুন গ্রাফিক্স ডিজাইন শিখতে।

অনসব পেশার চাইতে গ্রাফিক্স ডিজাইন পেশাটি নিরাপদ এবং ঝামেলাবিহীন। এর কারণ হলো অন্যান্য সব পেশার বিপরীতে গ্রাফিক ডিজাইনারদের কাজের ক্ষেত্র এর কোন অভাব হয়না। সেই সাথে এটি একটি সম্মানজনক পেশা। বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন একটি জনপ্রিয় পেশা। লোকাল মার্কেট কিংবা অনলাইন মার্কেট যেটাই বলি না কেন, প্রতিনিয়তই বাড়ছে গ্রাফিক্স ডিজাইনের কাজের চাহিদা। আর তাই আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে আপনার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

১. কি কি জানতে হবে গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে?

গ্রাফিক্স ডিজাইনে এর কাজটি যেমন আনন্দদায়ক তেমনি এটি সৃজনশীল কাজগুলোর মধ্যে অন্যতম। যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে এবং স্বাধীনভাবে কাজ করতে মন চায় তবে আপনি স্বাধীনভাবে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিংবা লোকাল মার্কেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন কাজে বিশাল কর্মক্ষেত্র এবং তুমুল চাহিদা থাকার কারণে একজন গ্রাফিক্স ডিজাইনার এর সফলতা অনেক বেশি দ্রুত হয়। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করে আউটসোর্সিং কাজ করতে চান তবে আপনাকে আন্তর্জাতিক মানের গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে হবে। এজন্য আপনাকে জানতে হবে নিত্যনতুন কলাকৌশল। কেননা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে হবে।

আমরা টেলিভিশন কিংবা বিভিন্ন ওয়েবসাইটে মজার মজার যেসব কার্টুন কিংবা এনিমেশন দেখে থাকি, এই কার্টুন কিংবা এনিমেশন এর কাজ কে করে থাকে সেটা জানেন? এসব তৈরি করে একজন গ্রাফিক্স ডিজাইনার। একজন গ্রাফিক্স ডিজাইনার সে গল্প, চরিত্র এবং তার প্রয়োজনের উপর ভিত্তি করে চরিত্র তৈরী করেন। তারপর সেসব ক্যারেক্টার একজন ডিজাইনার বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে জীবন্ত করে ফুটিয়ে তোলেন এবং সেসবে যুক্ত করে বিভিন্ন শব্দ, মিউজিক এবং ইফেক্ট।

কোনো একটি ব্র্যান্ডের প্রমোশনাল কাজের জন্য, যত ডিজাইনের প্রয়োজন পড়ে তা একজন গ্রাফিক্স ডিজাইনারই করে থাকে। এক্ষেত্রে তাকে Targeted audience, কাজ ও নামের উপর ভিত্তি করে ব্রান্ডের রং নির্ধারণ, নির্দিষ্ট Colour scheme, Mascot, Corporate identity design ইত্যাদি কাজ করতে হয়। এছাড়াও উক্ত কোম্পানীর প্রচারণার জন্য যত ধরনের ডিজাইনের প্রয়োজন হয়, সেসব করে থাকে একজন ব্র্যান্ড ডিজাইনার। বর্তমানে মাঝারি ধরনের প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান সর্বত্রই ব্র্যান্ড ডিজাইনারের চাহিদা রয়েছে। তাই দিনকে দিন এই কাজের সুযোগ বাড়ছে।

প্রায় সব প্রতিষ্ঠানগুলো গ্রাফিক্স ডিজাইনে কর্মী নিয়োগে র্ইনস্টেকটিউনসউট থেকে ডিপ্লোমা অথবা ফাইন আর্টস এর ব্যাচেলর ডিগ্রী ধারী কর্মী চেয়ে থাকে। তবে আপনার ক্ষেত্রে ডিগ্রী কোন ব্যাপারই নয় যদি কাজটি ভালোভাবে করতে পারেন এবং আপনি ক্রিয়েটিভ হয়ে থাকেন। গ্রাফিক্স ডিজাইনার হতে হলে, কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর ব্যবহার আপনাকে কিন্তু ভালোভাবে জানতে হবে। এজন্য আপনাকে শুরুতে Adobe Photoshop এবং Adobe illustrator ভালোভাবে জানতে হবে। আপনার দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে।

আপনি যদি নিজে থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে না পারেন, তবে আপনি ভালো কোন প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইন এর কোর্স করতে পারেন। এক্ষেত্রে তারা আপনাকে হাতে-কলমে ডিজাইনের বিষয়গুলো শিক্ষা দেবে। মনে রাখবেন গ্রাফিক্স ডিজাইন ভালোভাবে না শিখে কোনোভাবেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নেমে পড়া উচিত নয়।

২. কেমন আয় করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন শিখে?

এবার জানিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনারদের আয়ের হিসাবটা। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরি করেন তবে এসব প্রতিষ্ঠানের বেতন ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আর যত অভিজ্ঞতা বাড়বে তত আপনার আয় ও বাড়বে। চাকরির ক্ষেত্রে আয়ের নির্ভর করবে সেই প্রতিষ্ঠানের উপর। প্রতিষ্ঠান অনুযায়ী এ হিসাবে কিছুটা কম বা বেশি হতে পারে। তবে মনে রাখবেন, গ্রাফিক্স ডিজাইনারদের বেতন কিন্তু মোটেই কম নয়।

তবে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তবে শিক্ষাগত যোগ্যতা মূল বিষয় নয়। আপনার ক্ষেত্রে ডিগ্রি কোন ব্যাপারই নয় যদি আপনি সৃজনশীল এবং ক্রিয়েটিভ হয়ে থাকেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি শিক্ষাগত যোগ্যতা ছাড়াই অনলাইন মার্কেটপ্লেসে এবং অফলাইন মার্কেটে দাপটের সঙ্গে কাজ করতে পারবেন। তবে আপনাকে কিছুটা ইংরেজি জানতে হবে ক্লাইন্ট এর সঙ্গে যোগাযোগ এবং ডিজাইন করার ক্ষেত্রে।

এক্ষেত্রে আপনার আয়ের নির্ভর করবে আপনার কাজ এবং পরিশ্রমের উপর ভিত্তি করে। আপনি যদি একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তবে আপনি মাসে লক্ষাধিক টাকার ওপরে আয় করতে পারবেন।

অনলাইনে কিছু সাইট রয়েছে যেসব সাইটে আপনি আপনার ডিজাইন টেম্পলেট বিক্রি করতে পারবেন। এসব সাইটে আপনার টেমপ্লেট বিক্রির মাধ্যমে অতিরিক্ত টাকা আয় করতে পারবেন। এছাড়াও অনলাইন মার্কেট গুলোতে দাপটের সঙ্গে কাজ করতে পারবেন।

তবে আপনাকে গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করার জন্য আপনাকে এটি ভালোভাবে শিখতে হবে। সেই সাথে আপনাকে ক্রিয়েটিভ এবং সৃজনশীল এর ডিজাইন পারতেও হবে। কেননা যিনি আপনাকে আপনার কাজের জন্য টাকা দেবে, সে কিন্তু আপনাকে আপনার কাজ দেখেই দেবে। তাই কর্মী না হয়ে আপনি পেশাদার কর্মী হোন।

৩. গ্রাফিক্স ডিজাইন এর ভবিষ্যৎ কি?

বলাই চলে, আগামীতে গ্রাফিক্স ডিজাইন একটি চাহিদা সম্পন্ন পেশা। কেননা আগামীর সব প্রতিষ্ঠানগুলো হতে যাচ্ছে অনলাইন নির্ভর। সেই সঙ্গে বাড়ছে ওয়েব সাইটের সংখ্যা। আর এসব ওয়েবসাইটে প্রোডাক্ট রিলেটেড সার্ভিসে কাজের জন্য দরকার একজন গ্রাফিক্স ডিজাইনারের। তাই আর দেরি নয় গ্রাফিক্স ডিজাইন যদি আপনার ভালো লেগে থাকে, তবে আজই শুরু করে দিন এটি শেখার কাজ।

বন্ধুরা এই ছিল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আজকের টিউন। আশা করছি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত টেকটিউনস এর সঙ্গেই থাকুন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://thegaminghubs.com এ কি হবে কিছু।

অনেক সুন্দর লিখছেন ভাইয়া।