পুরাতন ঢাকাতে কি কি আছে

কি আছে পুরান ঢাকাতে জেনে নিন

ঢাকা, তাহার ভিতর আবার পুরান ঢাকা আমি কিন্ত পুরান ঢাকার নই কিন্ত তাদের ঐতিহ্য আর স্থাপনা আপনাকে টেনে নিয়ে যাবে সেই পুরান ঢাকাতে কি আছে তাদের? আসলেই তো কি আছে? জানতে ইচ্ছে হয় আপনার, সমস্যা নেই পুরান ঢাকার সকল তথ্য আমার হাতে আছে দেইখেন টিউন অর্ধেক পড়েই কিন্ত যাওয়ার জন্য প্রস্তত হইয়েন না, যদিও আমি মিরপুরের বাসিন্দা তবুও পুরান ঢাকা অনেক ভালো লাগে শুধু আমার নয় ঢাকাতে যারা আছেন সবার কাছেই পুরান ঢাকা ভালো লাগে তাদের খাবার, চলাফেরা, কাপড়ের স্টাইল সবকিছু একেবারে সবকিছুই ভিন্ন ৷ আর কেহ যদি ঘুরতে আসে ঢাকাতে পুরান ঢাকা All The Best, ছোটবেলা বইয়ের ভিতর যখন পরেছি

আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা

মনে আছে? সেই সকল স্থাপনা কিন্ত পুরান ঢাকাতেই এমন আরো আমার আপনার পরিচিত অনেক অনেক স্থাপনা আছে যায়গা আছে যেসবের নাম আপনি আমি ঠিকই জানি কিন্ত পুরান ঢাকাতে আছে তা জানিনা ৷ তাহলে আসুন আজকে জেনে নেই পুরান ঢাকার সকল তথ্য, অহহহ আরেকটি কথা পুরান ঢাকার তথ্য কিন্ত পরিক্ষাতেও আসে ৷ সবকিছু জেনে রাখতে পারলে মন্দ কিসের? এখান থেকে জেনে নিন

Level 0

আমি তাহমিনা আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহমিনা আক্তার ঢাকার মেয়ে , আমি কাজ করছি অনলাইন মার্কেটপ্লেসে একজন ফ্রিল্যান্সার হিসেবে ৷ লিখতে অনেক ভালো লাগে তাই টেকটিউনস এ আসা আমার নিজেরও একটি ব্লগসাইট আছে মন চাইলে ঘুরে আসতে পারেন https://dsbwe.blogspot.com/?m=1


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস