শরীফ চারুতা ফন্ট দিয়ে সহেই বাংলা ছন্দ, কবিতা লিখুন
এই লেখাটি শরীফ চারুতা প্রিমিয়াম ফন্ট দিয়ে লেখা হয়েছে। শরীফ চারুতা ফন্টটি ছন্দ, কবিতা, টাইেোগ্রাফি বা লেটারিং সহ নানা কাজে ব্যবহৃত হয়েছে। বর্তমানে বাংলা টাইপোগ্রাফির জন্য বেশ কয়েকটি ফন্ট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শরীফ চারুতা ফন্টটি টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। মোবাইল বা কম্পিউটার, উভয় ডিজাইসে ফন্টটি ব্যবহারযোগ্য।
আমি গ্রাফিক বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Mustafa Saeed Mustaqim. I am a graphic designer. I spend my free time on Bangla typography, calligraphy, typeface and font development.