নিজের ছবি থেকে কার্টুন পোর্ট্রেট বানাবেন কিভাবে? দেখে নিন!

যারা নতুন কার্টুন পোর্ট্রেট শিখতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস :

 

আমার YOUTUBE চ্যানেল এ কার্টুন পোর্ট্রেট নিয়ে অনেক গুলো ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে সেগুলো দেখতে এখানে ক্লিক করুন, , ,

ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে নিচের ছবিতে ক্লিক করুন :

cartoon portrait

কার্টুন পোর্ট্রেট শিখতে হলে আপনাকে অবশ্যই ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে, এখানে আমি আমার অভিজ্ঞতা গুলো লিখে শেয়ার করলাম, , , , , ,

গ্রাফিক্স ডিজাইন আর কার্টুন পোর্ট্রেট নিয়ে প্রায় সাড়ে তিন বছর সময় পার করেছি, এই অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য কিছু টিপস শেয়ার করছি।

যেভাবে শুরু করবেন :
০১.প্রথমত আমি বলবো, কার্টুন পোর্ট্রেট শুরু করার জন্য ভালো কিছু ভিডিও টিউটোরিয়াল দেখবেন, টিউটোরিয়াল দেখার সাথে সাথে প্র্যাক্টিস করবেন না, প্রথমে প্রতিটি বিষয় ভালো ভাবে লক্ষ্য করবেন, যে ভিডিও শুরু করবেন সেটা শেষ করবেন কোনো অংশ বাদ দিবেন না। প্রয়োজনে একটা ভিডিও এ বার বার দেখবেন।

০২.ভিডিও দেখার পর আপনি হয় তো সব কিছু মনে রাখতে পারবেন না তাই, এখন বলবো, যে ভিডিও টি দেখেছেন সেটার স্ক্রিনশট দিয়ে আপনার ইলাস্ট্রেটর এ ওপেন করে নিবেন। এই পোর্ট্রেট এ যে কালার গুলো ব্যবহার করা হয়েছে আপনার কালার swatch এড করে নিবেন অথবা কলার কোড না পেলে আইড্রপার টুল দিয়ে কালোর গুলো নিয়ে নিবেন।

কার্টুন পোর্টেট এর জন্য ছবি সিলেক্ট করবেন কিভাবে :
১. আপনার কোনো ফ্রেন্ড, কোনো সেলেব্রেটি অথবা অন্যকারো ছবি না নিয়ে নিজের ছবি নিয়ে প্র্যাক্টিস শুরু করুন। যেহেতু আপনার নিজের ছবি, এটা আপনি আপনার নিজের জন্যই বানাবেন, তাই আপনার আগ্রহটা বেশি থাকবে, কাজ তা নিখুঁত ভাবে শেষ করার প্রবণতা বেশি থাকবে।

০২. সব সময় হাই রেজুলেশন এর ছবি নিয়ে কাজ করবেন, কারণ ছবির রেজুলেশন ভালো না হলে কাজ করার সময় জুম করলে ছবির কোনো ডিটেলস ক্লিয়ার দেখতে পারবেন না। কাজ ও ভালো হবে না।

কোন টুলস ব্যবহার করবেন :
অনেকে অনেক ভাবে কার্টুন পোর্টেট ড্রয়িং করে, কেউ পেন টুল. কেউ ব্রাশ, আবার কেউ কেউ পেন্সিল টুল ও ব্যবহার করে থাকে, পেন্সিল টুল অথবা ব্রাশ টুল দিয়ে পোর্টেট ড্র করতে হলে গ্রাফিক্স টেবলেট অথবা ওয়াকম টেবলেট থাকা জরুরী না হলে মাউস দিয়ে ভালো ছবি ড্র করা সম্ভব না, সেটা ভালো মানের হবে না, তাই আপনাদের সকলকে সাজেস্ট করবো আপনারা পেন টুল দিয়ে পোর্ট্রেট ড্রয়িং করবেন। পেন টুল এ যাদের দুর্বলতা আছে তারা প্রয়োজনে পেন টুল এর ব্যবহার টা আগে ভালো করে শিখে নিবেন।

কত সময় লাগে :
সময় যতই লাগুক সেটা কোনো বিষয় না, কাজ টা শুরু থেকেই নিখুঁত করুন, প্রয়োজনে ৭ দিন সময় নিয়ে একটা কাজ শেষ করুন, প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিন। দেখবেন আপনার কাজ নিখুঁত হবে, তারপর যখন কাজ করতে করতে অভিজ্ঞতা আসবে আপনার সময় ও অনেক কম লাগবে, তাই সময়ের দিকে নজর না দিয়ে কাজের মানের উপর নজর দিবেন। মনে রাখবেন প্রথমে নির্ভুল ভাবে কাজ করা শিখবেন, তারপর কাজের স্পিড বাড়াবেন।

কিছু শর্টকাট ব্যবহার করুন :
আপনার কাজ দ্রুত ও সহজ করার জন্য কিছু শর্টকাট ব্যবহার করতে পারেন, আমি সবচেয়ে বেশি যে শর্টকাট গুলো ব্যবহার করি সেগুলো হলো :
p = pen tool
v= selection tool
a=direct selection tool
Space bar = Hand tool
Alt+mouse scroll up/down= zoom in/zoom out
i= eye dropper tool
shift+m=shape builder tool
ctrl+z=undo
ctrl+shift+z=redo
ctrl+c=copy
ctrl+x=cut
ctrl+v=pest
ctrl+f=pest in front
ctrl+b=pest in back
ctrl+y= outline view mode
Ctrl+3=Hide selection
ctrl+alt+3=unhide all
ctrl+2=lock selection
ctrl+alt+2=unlock selection
n=pencil tool
shift+e=eraser tool
ctrl+g=group selection
shift+ctrl+g=ungroup

এখানে সব গুলো short cut ই আমার মুখস্ত, আমি আমার কাজের সুবিদার্থে এগুলো সবসময় ব্যবহার করে থাকি, এগুলো ছাড়াও আরো অনেক শর্টকাট আছে আপনার প্রয়োজন মতো মুখস্ত করে নিবেন।

অবশষে বলবো যে উপরে টিপস গুলো ফলো করে কাজ শুরু করেন আপনি ও সফল হবেন, আর যেকোনো প্রয়োজনে আমাদের ইউটউব চ্যানেল তো আছেই। ধন্যবাদ সবাইকে।

Rbs Creative Youtube channel

আমাদের ইউটুব চ্যানেল এ কার্টুন পোর্ট্রেট নিয়ে অনেক গুলো ভিডিও আপলোড করা আছে সেখানে খুব সুন্দর ভাবে বুঝানো হয়েছে, তাই আপনারা সবাই ভিডিওগুলো দেখে খুব সহজেই কার্টুন পোর্ট্রেট শিখতে পারবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।

 

 

Level 0

আমি রাকেশ বর্মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস