আশাকরি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অনলাইন এ ইনকাম এর দারুন কিছু ওয়েবসাইট শেয়ার করবো। ইন্টারনেটে মাধ্যমে টাকা উপার্জন করব এটা বলা যতটা সহজ বলে মনে হয়, ততটা সহজ কাজ নয়। অনেকেই আবার এই সব কাজে জন্য নিজে ইনভেস্ট করে টাকা লোকসান ঘটায়। শেষে তার অনলাইন ইনকাম এর ব্যাপারে বাজে একধরনের মনোভাব সৃষ্টি হয়।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে 5 টি ওয়েবসাইট শেয়ার করবো। এর মাধ্যমে আপনি একটু কষ্ট করলেই মাসে যতেষ্ট পরিমান টাকা ইনকাম করতে পারবেন। আজ আমি আপনাদের মাঝে যেসব ওয়েবসাইট শেয়ার করবো সেগুলার কিছু ওয়েবসাইট এ ছবি, নিজের ভিডিও কন্টেন্ট, নিজের লিখিত কনটেন্ট এসব কিছু দিয়েও অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন।
এর জন্য প্রথম আপনাদের যেকোন একটি কিংবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো 2 অথবা 3 টি সাইটে একাউন্ট করে নিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন। এখানে যাই কিছু আপনি আপলোড করেন না কেনো। সবকিছুই আপনার নিজের হতে হবে। কপি জিনিস ব্যবহার বা ব্যবহার করার চেষ্টা করলে ইনকাম হওয়ার তো দূর আপনার নিজের একাউন্ট চান্দের দেশে পাঠাই দিবে।
আর বন্ধুরা আজকের এই টিউন টি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাইলে আমার টেকনোলজিস সাইট থেকে একবার ঘুরে আসবেন। আমার টেকনোলজিস সাইট লিংক
👇👇
https://www.flagbd.com
তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা কাজে নেমে যাই। প্রথমে ওয়েবসাইট গুলোর নাম দেখে নিন তারপর আমি একটা একটা করে বিস্তারিত বলছি।
1. https://enviragallery.com/
2. https://www.shutterstock.com/
3. https://www.pond5.com/
4. https://www.alamy.com/
5. https://www.etsy.com/in-en/
তো বন্ধুরা সবগুলো ওয়েবসাইট এর নাম তো দেখে নিলেন। চলুন এবার এসব সাইটের কিছু বিস্তারিত জেনে নিই। তারপর না হয় আপনি কাজ করার জন্য লেগে যাবেন। আমি এখানে ভালোমানের থেকে আস্তে আস্তে নিম্ন মানের সাইট এর বিস্তারিত আলোচনা করবো।
(1) ইনভাইরাগ্যালারি
আমার দেখা সাইট গুলোর মধ্য এই সাইট টি আমার বেশ ভালোই লাগছে। এটি WordPress এর একটি পাওয়ারফুল ওয়েবসাইট। আপনি চাইলে এই সাইটে কাজ করতে পারেন। এই সাইটে আপনি সফটওয়্যার ডেভলপমেন্ট হিসাবে কাজ করতে পারবেন, নিজে সফটওয়্যার ডেভলপ করে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি বিভিন্ন প্রডাক্ট ডেভেলপমেন্ট করে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি বিভিন্ন ছবি আপনার আশে পাশের বিভিন্ন সুন্দর পরিবেশের ছবি তুলেও আপনি এখানে বিক্রি করতে পারবেন। আপনার সাবমিট করা ছবির বিক্রি + ভিউ এর উপর নিভর করে আপনার ইনকাম হবে।
(2) সুটারস্টক
আমার দেখা সাইট গুলোর মধ্য এটি দ্বিতীয় নম্বর স্থান দখন করে আছে। এখানে আপনি আপনার আশে পাশের সুন্দর দৃশ্য গুলোর ছবি কোন ভালো ক্যামেরা দিয়ে তুলে এখানে আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। তাছাড়া আপনার আপনার বানানো সুন্দর ভিডিও কন্টেন্ট কিংবা ভিডিও ইমেজ কন্টেন্ট ও আপনি এখানে আপলোড করতে পারেন। তবে এখানে আপনার ভিউ কিংবা বিক্রি এর উপর নিভর করে আপনার ইনকাম হবে না। কেউ যদি ওই সাইট থাকে আপনার আপলোড দেওয়া কন্টেন্ট সমুহ ডাউনলোড করে তবেই আপনার ইনকাম হবে তবে এখান থেকে আপনি প্রায় $20 ডলার বা তার উপরে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে দক্ষ হতে হবে। আর সামান্য পরিমান কিছু আউট নলেজ প্রয়োগ করতে হবে।
(3) পন্ডফাইভ
আমার দেখা সাইট গুলোর মধ্য এটি তিতীয় নম্বর স্থান দখল করে আছে। এখানে আপনি আপনার আশে পাশের সুন্দর দৃশ্য গুলোর ছবি কোন ভালো ক্যামেরা দিয়ে তুলে এখানে আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। তাছাড়া এখানে আপনি বিভিন্ন সাউন্ড ইফেক্ট নিজে তৈরি করে আপলোড করতে পারেন। নিজের তৈরি 3D অবজেক্ট আপলোড এর মাধ্যমেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তবে যেভাবেই ইনকাম করেন সব কিছু আপনার বানানো নতুন কিছু হতে হবে। কপি জিনিস প্লিজ আপলোড দিবেন না। হিতে বিপরিত হবে। আপনার একাউন্ট ডিজেবল হতে পারে।
(4) অলামাই
আমার দেখা সাইট গুলোর মধ্য এটি তিতীয় নম্বর স্থান দখল করে আছে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই সাইট টি আপনার জন্য দূদান্ত সফলতা এনে দিবে। এখানে আপনি আপনার আশে পাশের সুন্দর দৃশ্য গুলোর ছবি কোন ভালো ক্যামেরা দিয়ে তুলে এখানে আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। তাছাড়া এখানে আপনি আপনার তোলা ছবি গুলো সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে আরো দূদান্ত করে তুলে আপলোড দিতে পারেন। আপনার ছবি গুলো যতো বেশি ডাউনলোড হবে আপনার ইনকাম ও ততো বেশি হবে। আপনি চাইলে এই সাইটিতে আপনি আজই কাজ শুরু করে দিতে পারেন।
(5) ইতসি
আমার দেখা সাইট গুলোর মধ্য এটি পঞ্চম নম্বর স্থান দখল করে আছে। এই ওয়েবাসাইটেও আপনি অন্য অন্য ওয়েবসাইট এর মতোই আপনি আপনার আশে পাশের সুন্দর দৃশ্য গুলোর ছবি কোন ভালো ক্যামেরা দিয়ে তুলে এখানে আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। তাছাড়া এখানে আপনি আপনার প্রতিটি ইমেজ বিক্রি জন্য পাবেন $0.20 USD. তাছাড়া এখানে রয়েছে কিছু হাই কোয়ালিটি টুলস। এখানে আপনি আপনার সদ্য তোলা পিকচার, সদ্য পাওয়া নতুন নিউজ লিখেও ইনকাম করতে পারেন। তাছাড়া আপনি এখানে চাইলে উনাদের বিশ্বাসি একজন এফিলিয়েট প্রোগামার হিসাবে উনাদের সাথে যুক্ত হয়ে কাজ করেও টাকা ইনাকম করতে পারেন। আপনি চাইলে এখানে আজই কাজ শুরু করে দিতে পারেন।
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।
*
আমার এই পোষ্টটি যদি আপনাদের কারো ভালো লাগে অথবা একটু হলেও উপকারে আসে তাহলে আমার টেকনোলজিস ওয়েবসাইট থেকে একবার হলেও ঘুরে আসবেন। আমার টেকনোলজিস ওয়েবসাইট লিংক http://www.flagbd.com
সকলকে অগ্রিম ধন্যবাদ….
আমি মোঃ স্বপন মিয়া। Student, Rongpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।