আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভাল আছেন টেকটিউস এ অনেকদিন পর আবারো লিখতে বসলাম। আমরা যখন নতুন ডিজাইন করা শিখি বা গ্রাফিক ডিজাইন কোর্স শুরু করেছি টুকটাক কাজ পারি, বা অনেকের ক্ষেত্রে অনেক সময় পার হয়ে যায় কিন্তু ডিজাইনে কখনই ভাল কালার নির্বাচন করসে সক্ষম হোই না। একটা ডিজাইন এ কালারের গুরুর্ত্ব কি আমরা সকলেই জানি আপনি ডিজাইনে ভাল টাইফোগ্রাফি এবং দারুন ডিজাইন এলিমেন্ট যুক্ত করেছেন কিন্তু আপনি যদি সঠিক কালার নির্বাচন করতে না পারেন তাহলে আপনার ডিজাইনের কোন মূল্য থাকবে না।
ডিজাইনে সঠিক কালার সিলেক্ট করার জন্য সর্বপ্রথম গুগল বা বিভিন্ন পোর্টফলিও সাইটের সাহায্যে নেওয়া যেতে পারে কারণ এইসকল ডিজাইন এ সঠিক কালার দিয়ে তৈরি করা হয়েছে এবং এই কালার টি সিলেক্ট করার পর ডিজাইন থিমটাও আমরা দেখতে পারছি তাই আমরা কোন টেনশন ছাড়ায় এইসকল ডিজাইনের কাল পিক করতে পারি। যেমন মনে করেন আপনি কোন ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে চাচ্ছেন আপনি অনেক রিসার্চ করার পর একটা ওয়েব টেমপ্লেট বের করলেন যেইটার কালার আপনার কাছে দারুন লেগেছে আপনি ঐ টেমপ্লেটের কালার পিক করতে পারেন এবং সেই কালার আপনার ডিজাইনে প্রয়োগ করতে পারেন দেখবেন এইভাবে ডিজাইন করলে বা কালার পিক করলে আর কখনো কালার নিয়ে সমস্যা থাকবে না।
এছাড়াও আমরা বিভন্ন সাইটের মাধ্যমে কালার নির্বাচন করতে পারি, তার আগে আমাদের কালার ঠিউরি সম্পর্কে ভাল আইডিয়া থাকতে হবে। কিভাবে সাইটের মাধ্যেমে সঠিক কালার নির্বাচন করবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে বলা আছে ভিডিওটি দেখার পর আশা করি কালার নিয়ে আর কোন সমস্যা থাকবে না আশা করছি অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ।
ভিডিও লিংক : Click Here
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,