আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন তাহলে শুরু করা যাক।
আমি YouTube-এ এবং বিভিন্ন জায়গায় দেখতাম মানুষ Logo বানানোর পর অনেক সুন্দর ভাবে প্রদর্শন করে যেমনঃ লোগো বিভিন্ন বইএর উপর, লেদার-এর উপর দেয়ালের উপর ছাপানো থাকে। আমি আগে এটা পারতাম না। ভাবতাম, কিভাবে করে! কিন্তু এখন আমি এটা করতে পারি। তাই আপনাদের সাথেও শেয়ার করছি।
প্রথমত আপনাকে আপনার লোগো বানাতে হবে যেটা আপনি Adobe Illustrator অথবা Adobe Photoshop-এ বানাতে পারেন। এরপর আপনাকে লোগোর জন্য Mockup PSD file ডাউনলোড করতে হবে। Download Link
ডাউনলোড করার পর আপনাকে Adobe Photoshop-এ আপনার পছন্দ মতো ডাউনলোড করা Mockup ফাইলটি ওপেন করতে হবে। এরপর নিচের ছবি-এর মতো
Layer option-এ আপনি Smart object দেখতে পাবেন, এই smart object এর উপর Double Click করুন, এরপর দেখবেন নতুন একটি tab ওপেন হয়েছে। এই নতুন tab এ আপনি আপনার লোগো replace করবেন size মতো এবং আগের যে লোগোটি দেয়াছিলো সেটা hide করে দিন, এরপর উপরে file option থেকে শুধু save এ ক্লিক করুন। বেস! হয়ে গেলো, এখন আপনি আপনার main tab-এ গিয়ে দেখুন আপনার নিজের বানানো লোগোটি সুন্দর ভাবে print হয়ে আছে। এভাবেই আপনি আপনার বানানো লোগো অনেক সুন্দর ভাবে প্রদর্শন করতে পারবেন। এবং Mockup file থেকে আপনার প্রয়োজনে বিভিন্ন effect দিতে পারবেন।
লেখা পড়ে বুঝতে না পারলে নিচের video-তে দেখতে পারেন।
যদি কোনো ভুল হয়ে থেকে অবশ্যই জানাবেন।
আমি মোহাম্মদ ইব্রাহীম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।