প্রফেশনাল UI / UX ডিজাইন শিখুন

বিঃদ্রঃ  (ইংরেজী বুঝতে অসুবিধা থাকলে টিউটোরিয়াল না নেয়ার জন্য অনুরোধ রইল)

বর্তমান সময়পোযোগী ও অত্যাধিক জনপ্রিয় কাজের মধ্যে অন্যতম হল UI / UX ডিজাইন। এই কাজের চাহিদা সম্পর্কে জানার জন্য আপনি ইউটিউব, গুগল এর সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে আপনার UI / UX সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে।

এখন কথা হল শিখবেন কিভাবে?

ওই ইউটিউব, গুগল এর সহায়তা নিতে পারেন। নিজে নিজে কষ্ট করে শিখাটাই হল উত্তম যদি আপনার সেই পরিমান ধৈর্য ও মনোবল থাকে। এভাবে শিখার সময় আপনি সবথেকে বেশি যে সমস্যায় পরবেন তা হল সঠিক দিকনির্দেশনার অভাব। আর এইভাবে শিখতে পারলে আপনি যে কোন ফিল্ডে খুব সহজেই সফলতা লাভ করবেন।

কিভাবে খুজব? কোথায় কি কিচ্ছু বুঝি না ঃ

যারা খুজতে পারেন না, তারা আপনার পরিচিত কোন এক্সপার্ট বড় ভাইয়ের সাহায্য নিন। যারা ডিজাইন করছে তাদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলুন। ফেসবুকে UI / UX সম্পর্কিত  বিভিন্ন গ্রুপে এড হয়ে কাজ শিখতে পারেন।

তারপরও যদি শিখতে অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোন একটি ভাল প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কাজ শিখতে পারেন।

কোন প্রতিষ্ঠান ভাল? কত টাকা লাগবে?  

নাম বললে চাকরী থাকবে না,

ভাই কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম আমি বলতে পারব না। যারা অলরেডি কোর্স করেছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আর টাকার ব্যাপারটা যতদুর জানি, কোন প্রতিষ্ঠানেই ৫ হাজারের নিচে কোর্স করাবে না কারন তাদের ভাই প্রতিষ্ঠান চালাইতে হয় ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি।

আমার তো কোর্স করার উপায় বা সময় বা এত টাকা নেই ঃ

ভাই একটা জিনিস মনে রাখবেন, ফ্রী কোন কিছুই ভাল না।

কেন ভাল না? কারন ফ্রিতে পেলে আপনি আর মনোযোগ দিয়ে কাজ শিখবেন না আর আমারও আপনার উপর মনোযোগ থাকবে না।

হ্যা ভাই আপনি চাইলে আমার কাছ থেকে  সংগৃহীত একটি টিউটোরিয়াল  এবং একটি বই (PDF) নিতে পারেন।

(যদি আপনি উপরে বর্নিত সকল মাধ্যমে বিফল হয়ে থাকেন)

টিউটোরিয়ালটি সম্পূর্ণ ইংরেজী ভাষায় এবং সেই সাথে বইটিও। অনলাইন বলেন আর অফলাইন বলেন জীবনে ভাল কিছু করতে চাইলে The Knowledge of English is a Must. 

এই একই জিনিস আপনি অন্য যে কোন জায়গায় কোর্স আকারে পাবেন। আর এর থেকে হয়ত দশগুন বা বিশগুন বেশি টাকা দিয়ে হাসতে হাসতে কোর্স করবেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার,

কিভাবে পাব? কত টাকা নিবেন?

এই জন্য আমাকে কল করতে হবে নিচের দেয়া নাম্বারে ঃ

কত টাকা নিব সেটা ফোনেই বলব তবে আপনি অবশ্যই আগে যাচাই-বাছাই করে আসবেন যে বর্তমানে UI/UX ডিজাইন কোর্স করাতে কে কত টাকা নেয়।

এতটুকু বলতে পারি দামটা আপনার সাধ্যর মধ্যেই থাকবে।

For More Details Call Me : 01933995739 (Hasan)

Level 0

আমি হাসান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস