ফটোশপে ম্যাটিক্স ইফেক্ট তৈরি করুনঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

ম্যাটিক্স সম্পর্কে আমরা সবাই কম-বেশি অবগত। হলিউডের সাড়া জাগানো একটি ছবি, যা কয়েকটি সিরিয়ালেও বের হয়েছে। আমি ছবিগুলো মোটামুটি দেখেছি। ছবিটির শুরুতে যে স্ক্রীণটি দেখিয়ে তা দেখতে ছিল এই রকমঃ

ডিজিটাল জোন

আপনি এডোবি ফটোসফ থেকেও খুব সহজে এটি তৈরি করতে পারেন। এর জন্য নিচের মতো কাজ করুন।

কার্যপ্রণালী

§   ফটোশপ চালু করুন।

§   এবার একটি ডকুমেন্ট নিন আপনার ইচ্ছা মতো আকারের।

§   এবার Filter মেনু থেকে Texture এর সাবমেনু থেকে Grain এ ক্লিক করুন।

§   নিচের মতো করুন ও ok করুন।

ডিজিটাল জোন

§   আবার Filter মেনু থেকে Artistic সাবমেনু থেকে Neon Glow এ ক্লিক করুন।

§   নিচের মতো করে ok করুন।

ডিজিটাল জোন

§   আবার Filter থেকে Stylize সাবমেনু থেকে Glowing Edges এ ক্লিক করুন।

§   নিচের মতো করে ok করুন।

ডিজিটাল জোন

§   এখন দেখুন নিচের মতো হয়েছে কিনা।

ডিজিটাল জোন

সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ...

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।