হ্যালো বন্ধুরা,
কেমন আছেন, আশা করি ভাল।
আজ আমি আলোচনা করবো, কিভাবে ফন্ট দিয়ে টাইফোগ্রাফি ডিজাইন বা কিভাবে টেক্সট ইফেক্ট ডিজাইন করা যায় অ্যাডবি ইলেস্ট্রেটর দিয়ে। আশা করি সাথে থাকবেন।
টাইফোগ্রাফি ডিজাইন হচ্ছে, কোন টেক্সট বা ফণ্ট বা লেটার (আলফাবেট) দিয়ে বিভিন্ন সফটওয়্যারের সাহাজ্যে ভিন্ন ভিন্ন ইফেক্টের মাধ্যমে কোন ডিজাইন করাই হচ্চে টাইফোগ্রাফি ডিজাইন।
টাইফগ্রাফি ডিজাইনের মতই ডিজাইন। যাকে আমরা টেক্সট ইফেক্ট ডিজাইন বলে থাকি।
ডুকুমেন্ট সাইজঃ
১২০০*৮০০ পিক্সেল
টেক্সটের বা ফন্টের নামঃ
http://www.roboto.com (roboto bold)
টেক্সটের বা ফন্টের সাইজঃ340pt
প্রথমে, অ্যাডবি ইলেস্ট্রেটর সফটওয়্যার ওপেন করি এবং নিউ ডুকুমেন্ট নিয়ে, টেক্সট টুলের মাধ্যমে wel-come লিখে ফেলি। তারপর ফন্টি সিলেক্ট থাকা অবস্থায়, মাউসের ডান বাটনে ক্লিক করলে অপশন বক্স আসবে। অপশন থেকে create outilnes অপশন ক্লিক করে ফন্ট গুলোকে আন-গ্রোপ করে নিতে হবে।
আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।