অনেক দিন পর আবার টিউন করতে বসলাম । এই টিউনা সম্ভবত আমার ৪ নাম্বার টিউন। যদি কারো কাজে আসে জানাতে ভুলল না । আপনাদের মন্তবের উপর আমার পরবরতী টিউন গুলো করব। এবার কাজে আসা যাক ও আরেকটা কথা না বললে না কন্টাক শীট দিয়ে আমারা অনেক গুলো ছবিকে এক সাথে করা হয়।
প্রথমে আপনাকে যা করত হবে key board থেকে Ctrl+N press করুন ।অতবা file থেকে New এ click করুন নিচের চিত্রের মত
w=৮*H=১০ resolution 300 দিন
এর পর আপনি কন্টাক শীট তৈরী করতে হলে আপনাকে file থেকে Automate থেকে contact Sheet II ক্লিক করতে হবে। নিচের ছবি মত করে।
contact Sheet II ডায়ালগ বক্ক আসবে নিচের ছবির মত করে
এই খানে ৩ টা Step সেট করে দিতে হবে।
১ Step source Images থেকে Use থেকে Folder select করুন এবং Browse থেকে আপনি যে Folder আপনার ছবি গুলোকে কন্টাক শীট তৈরী করবেন তা দেখিয়ে দিয়ে ok করুন
২ Step হল ডকুমেন্ট সাইজ ঠিক করে দিন
৩ Step হল আপনি কত Raws এবং Columns রাখবেন তা দেখে নিন
আমার তৈরী করা কন্টাক শীট কেমন হল তা জানাবেন
আমি Raws=৫ এবং Columns = ৫ দিয়েছি কারন আমার ছবি ছিল ৩০টা
আমার তৈরী করা কন্টাক শীট কেমন হল তা জানাবেন
আমি jhantu.sa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
use Filename as caption অপশন এর মাধ্যমে আপনার ছবির সাথে নাম দেখাবে। আমি use Filename as caption অপশন টি ব্যবহার করি নাই। ধন্যবাদ