আসসালামু আলাইকুম,
আমি মেহেদী হাসান, আপনাদের সবাইকে টেকটিউনস্ এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজকাল অনেকেই গ্রাফিক ডিজাইনের নাম শুনেছেন এবং গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে কোচিং সেন্টারে গিয়ে প্রতারিত হচ্ছেন, একেবারে যে কোচিং সেন্টার থেকে কিছু শিখবেন না তা কিন্তু না, কোচিং সেন্টার আপনাকে শিখাবে কিন্তু সেটা চাহিদা এবং প্রয়োজনের তুলনায় অনেক কম।
এছাড়া আমরা অনেকেই টাকার এবং সময়ের অভাবে কোচিং সেন্টারে যেতে পারি না।
আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাকেও অনেক কষ্ট করে এই পেশায় সফলতা আনতে হয়েছে। আসলে কোনো কিছুই কষ্ট আর চেষ্টা ছাড়া অর্জন করা যায়না।
তাই আমার অনেকদিনের ইচ্ছে, সাধারন মধ্যবিত্তদের জন্য কিছু করা।
তাই তাদের জন্য টেকটিউনস্ এর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পুর্ণ ফ্রিতে প্রফেসনাল গ্রাফিক ডিজাইন শিখানোর চেষ্টা করবো।
সেই সাথে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার বাস্তব ধরন নিয়ে ধারণা দেবার চেষ্টা করবো।
তবে জানিয়ে রাখা ভালো যেহেতু আমার এই কোর্সটা হচ্ছে নতুনদের জন্য তাই ভুল করেও কিছু স্কিপ করে যাবেন না।
কারন আপনি যদি বেসিক ধারণা ছাড়া কাজ শুরু করে দেন, তাইলে কপালে শনি ছাড়া আর কিছুই নাই।
তাই নতুনদের কে বলছি আপনি যদি কম্পিউটার চালাতে এবং নেট ব্রাউজিং জানেন, তাহলে আপনি খুব জলদি শিখতে পারবেন তবে শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে দেখা এবং অনুশীলন করা।
কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনিং শিখে নিশ্চিন্তে চাকরি পেতে পারেন। কেননা এখন কম্পিউটারের যুগ। প্রতিটা অফিস আদালত এমন কি গ্রাহক সেবার প্রতিটা পর্যায়েই কম্পিউটার এবং ডিজাইনিং জরুরি।
যে কারণে মেধাবীসহ সাধরন শিার্থীর কাছে এসব কোর্সের গুরুত্ব বেড়েই চলেছে আর এই সুযোগে ব্যাঙ্গের ছাতার মতো দেশে গড়ে উঠেছে নামধারী কোচিং সেন্টার। কারন চাকরির বাজারের চাহিদা কথা মাথায় রেখে কোচিং সেন্টার গুলো নানা অফার দিয়ে সবাইকে ঠকাচ্ছে।
এই পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্রায় প্রতিটা শিল্প প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় দক্ষ গ্রাফিক্স ডিজাইন সংখ্যা খুব কম।
দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের সরকারি-বেসরকারি দুটি ক্ষেত্রেই এই পেশার রয়েছে প্রচুর চাহিদা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী-বিদেশি ডিজাইনিং, শিল্প কারখানা, বিজ্ঞাপণি প্রতিষ্ঠান মিল, ব্যাংক, ফ্যাশন হাউস, রিয়েল এস্টেট, গার্মেন্টস শিল্প, টেক্সটাইল প্রভৃতি ইন্ডাস্ট্রিতে রয়েছে কাজ করার সুযোগ।
মূলত গ্রাফিক্স ডিজাইনিং ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন কার্যক্রমের অন্যতম প্রক্রিয়া হিসেবে বিবেচিত করা হয়। কারণ উৎপাদন শুরুর আগে পণ্যের এবং প্রতিষ্ঠানের পরিকল্পনা পর্বে ডিজাইন করে এর পর মুল উদ্যোগ নেওয়া হয়। আর বেশির ভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত গ্রাফিক্স ডিজাইনার না পেয়ে সস্তা ধরনের প্রফেশনাল ফার্ম থেকে ঘোরাঘুরি ও সময় নষ্ট করে কাজ করে আনতে হয়। তাছাড়া আমাদের অন্য কাজের জন্য ও গ্রাফিক্স এর কাজ জানা প্রয়োজন।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পুর্ণ ফ্রি অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্স। (No Registration or others Charge)
কোর্সে যেসব টিউটোরিয়াল গুলো থাকছে: --------------
১)Adobe Photoshop CS6 & CC 2018
(Basic to Advance)
২)Adobe Illustator CS6 & CC 2018
(Basic to Advance)
৩)Adobe InDesign CS6
(Basic to Advance)
---------------
এছাড়া আরো যেসব প্রজেক্টের কাজগুলো থাকছে:
1)2D & 3D Logo Design
2)Business Card Design
3)ID Card Design
4)Flyer Design
5)Brochure Design
6)LetterHead Design
7)UI & UX Design
8)Web Template Design
9)T-Shirt Design
10)Animation & many more.
------------------
এরপর বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার সম্পুর্ন বাস্তব জ্ঞান পাবার জন্য যে মার্কেটপ্লেসের ভিডিওগুলো থাকছে:
-------
1)Fiverr
2)GraphicRiver
3)Freelancer
4)Upwork
5)99design
6)Logotournament etc
আপনাদের মধ্যে কেউ এই ফ্রি কোর্সটি করতে চাইলে এবং সকল আপডেট পেতে নিচের গুপে জয়েন করুন:
My Facebook ID
----------------
So, why late guys just join us then start Learning & complete your dream with start Earning.
সতর্কবার্তাঃ আমার এই কোর্সটি সম্পূর্ণ জনস্বার্থে। তাই আপনাদের পযার্প্ত সাড়া না পেলে আমি কোর্সটি বন্ধ করে দেবো। তাই আপনারা এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন।
আমি Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।