আমরা মুলত উইন্ডোজ এর ফন্ট দিয়ে ই গ্রাফিক ডিজাইন করে ফেলতে চাই, তাতে ডিজাইন দেখতে ভালো হয় না মাঝে মাঝে কিছু কিছু এক রকম মনে হয়, তাই আমাদের উচিত কমন ফন্ট ব্যবহার না করে ইন্টারনেট থেকে বিভিন্ন ফন্ট ডাউনলোড করে সেগুলি ব্যবহার করা, তাতে গ্রাফিক ডিজাইন এর মান ও ভালো হয়, বায়ার ও খুশি হয়। এরকম ৪০ টি ফন্ট এর কালেকশন নিয়ে আমার একটা লেখা আছে সেখান থেকে আপনারা ফন্টগুলা ডাউনলোড করে নিতে পারবেন নিচে লিঙ্ক দিচ্ছি।
গ্রাফিক ডিজাইন এ আমরা কালার কতটুকু বুঝি, কালার নির্বাচন করার সময় কতটুকু লক্ষ্য রাখি কোন ডিজাইন এ কোন কালার ব্যবহার করতে হয়। জানি কি? জানাটা খুব গুরুত্বপূর্ণ, একটা কালার দেখলে ই যেন আপনি বুঝতে পারেন যে ডিজাইন টা কেমন। ৩ ধরন এর কালার আছে, একটা হচ্ছে Primary color, আর একটা হচ্ছে secondary color আর ৩ নাম্বারটা হচ্ছে Tertiary color। নিচের আর্টিকেলটিতে ছবিসহ দেখতে পাবেন কোনটা কি কালার।
লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটা কাজ, গ্রাফিক ডিজাইন এর কাজের মধ্যে সব থেকে বেশি কাজ ও থাকে লোগো ডিজাইন এর উপর। তাই এটা নিয়ে বিস্তারিত জানাটা গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা এই ধরন এর সফটওয়্যার এর কাজ শিখলে ই লোগো বানানো যায়, ধারনাটা ভুল, কারন লোগো বানাতে গেলে আপনাকে টেকনিক্যাল স্কিল এর সাথে সাথে আরো অনেক কিছু জানতে হবে, আপনার ক্রিয়েটিভ হতে হবে, লোগোর মধ্যে সুন্দর করে একটা কাহিনি ফুটিয়ে তুলতে হবে, বায়ারের জন্য কাজ করলে সে কি চায় এটা ভালো মত বুঝতে হবে। আমরা কিছু ভুল করি যেমন
আবার যেগুলি ঠিক করি
এগুলি নিয়ে আমার একটা বিস্তারিত লেখা আছে নিচে লিঙ্ক দিচ্ছি
অনেকেই আছেন যারা আসলে ডিজাইনার না তবে অল্প অল্প কাজ করেন তাদের অন্যান্য কাজের সুবিধার জন্য, যেমন একজন ওয়েব পেজ ডিজাইনার এর কিছু ডিজাইন প্রয়োজন হয়, যে এস ই ও এর কাজ করে তার ও ডিজাইন এর প্রয়োজন হয়, আসলে গ্রাফিক ডিজাইন এমন একটা ব্যাপার যে অনলাইন এর মোটামুটি সব পেশায় এটার কাজ কিছু কিছু আছে, তাহলে যারা ডিজাইনার না কিছু কিছু ডিজাইন করেন তাদেওর সুবিধার জন্য আমার একটা লেখা আশা করি এটা কাজে লাগবে।
বিস্তারিত জানতে নিচের লেখটা পড়েন আশা করি কাজে লাগবে
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।