আসসালামুওলাইকুম,কেমন আছেন প্রিয় টেকবাসি সবাই? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি কিন্তু সামনে পরক্ষা এই আর কি!ঝামেলায় আছি (দুয়া করবেন সবাই)।যাইহোক এইবার কাজের কথাইয় আসি, আমার তরফ থেকে টেকটিউনস বাসির জন্য ছোট এবং উপকারি আরো একটা উপহার,সব টিউনে বরাবরই ভালই সাড়া পাচ্ছি তার জন্য ধন্যবাদ প্রিয় পাঠক ভাই ও বোনেদের। কথা না বাড়িয়ে সরাসরই চলুন আজকের টিউন শুরু করা যাক। গ্রাফিক্স কি দারুন এক জিনিষ তাই নাহ? কি সুন্দর মনের অনন্দে সব কিছু মনের মত করে বানানো যায় কিন্তু যখন সেটা মনের মত ডিজাইন হয় না থকন খুবী বাজে দেখায় আর ফটোশপ সহ আরো ভাল ভাল সফটওয়্যার এর কাজ আমারা অনেকেই পারি না! তাই মনের মত গ্রাফিক্স ডিজাইন ও করতে পারি নাই তাই আজ আমি আপনাদের শেখাবো কিভাবে জিরো থেকে হিরো হওয়া যায় মাত্র দুই মিনিটে। কি ? বিশ্বাস হচ্চে নাহ?তাহলে টিউনটা ফলো করেই দেখুন নাহ সত্যি নাকি মিথ্যা!
দেখুন মাত্র ১ মিনিটে আমি কেমন ডিজাইন করছি আপনি আমার থেকে ১০০ গুন ভাল পারবেন কোন ফটোশপ বা অন্য কোন গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার সম্পর্কে ধারনা থাকা লাগবে নাহ।
এটা আরো বেশি সুন্দর মাত্র ৬ মিনিট সময় দিয়েছি আপনি আরো বেশি ভাল করে পারবেন কথা দিচ্ছি।
উপরের মত সুন্দর গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনাকে যে পুকুর পাড়ি দিতে হবেঃ 😆
১।প্রথমেই কম্পিউটার নিয়ে যুদ্ধে নেমে পড়ুন।
২।এমবি না থাকলে ঝটপট ৩০-৩৫ এমবি কিনে ফেলুন আর যাহের ব্রডব্যান্ড তাদের জন্য তহ কথায় নাই 😐
নিচের ভিডিওটি দেখুন আর কাজ শুরু করে দিন 🙂
বিদ্রঃদয়া করে সম্পূর্ন ভিডিওটি দেখুন নইলে বুঝতে পারবেন নাহ।
আপনাদের সামান্য ২-৩ সেকেন্ডের উৎসাহ আমার জন্য সব চেয়ে বড় পাওয়া, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার টিউনে টিউমেন্ট করবেন।ধন্যবাদ সবাইকে 🙂 দেখা হবে আগামি টিউনে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন আর প্রযুক্তির সাথেই থাকুন।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।