গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-৩২] :: Photoshop/illustrator এ বাংলা লিখবেন কিভাবে?

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন.

অনেক দিন পর আবারো হাজির হলাম নতুন কিছু নিয়ে ইতিমধ্যে আপনারা টিউনের টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়ের উপর কথা বলবো। হ্যা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে Photoshop/illustrator এ  বাংলা লিখতে হয়।

আমরা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার তারা সব সময় সহজ জিনিসটাকে কঠিন করে দেখি। আমরা অনেকেই ফটোশপে বা ইলাস্ট্রেটর এ বাংলা লিখার জন্য অভ্র ব্যবহার করি অভ্র ব্যবহার করে লিখলে ফটোশপে বা ইলাস্ট্রেটর এ ফন্ট ভেঙে যায় এবং সঠিক ভাবে টাইপ করা যায়না অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।

অভ্র মূলত ওয়েবে লিখার জন্য বেশি ব্যবহারিত হয়। আর যারা বিজয় বায়ান্নো ব্যবহার করেন তাদের কোন সমস্যা হওয়ার কথা না। কিনতু যারা উইনডোজ ৮ ব্যবহার করেন তাদের অনেক সময় বিজয় বায়ান্নো ইন্সটল হতে সমস্যা করে নেটফ্রেমওর্য়াক এর জন্য উইনডোজ ৮ এ নেটফ্রেমওর্য়াক 4.5 Install করা থাকে কিন্তু বিজয় বায়ান্নো Install দিতে netframework 3.5 দরকার হয়।

তাই আজকে আমি দেখিয়েছি কিভাবে আপনি বিজয় বায়ান্নো ব্যবহার করে Photoshop/illustrator এ  বাংলা লিখবেন।

আশা এই টিউটোরিয়াল দেখার পর কোন সমস্যা হবে না যদিও কোন সমস্যা হয়ে থাকে অবশ্যই টিউনের নিয়ে টিউমেন্টে করবেন।

সকলেই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস