আমরা সবাই ছোটবেলায় আঁকাআকি শিখেছি, আঁকাআকি আমাদের কাছে মজার একটা বিষয়। কেউ কেউ হয়তো কাগজে ছবি আঁকতে আঁকতে দেয়াল পর্যন্ত চলে যেতেন। গ্রামের দৃশ্য আঁকতে বলা হলে, যে যার মত মনের মাধুরী মিশিয়ে তাতে রং ঢেলে দিতেন। এসব কিছু কিন্তু একটা আর্ট, যাকে বলা হয় শিল্প।
কাগজে আঁকা ছবিগুলো কে আমরা কম্পিউটারের মাধ্যমে কার্টুন রুপ দিতে পারি। কাগজে আঁকা ছবি যেমন রাবার দিয়ে মুছে ঠিক করা যায়, তেমনই কম্পিউটারে আঁকা ছবি সম্পাদন করে আরো সুন্দর ও আকর্ষণীয় করা সম্ভব।
প্রযুক্তির ভাষায় কম্পিউটারে এই ছবি আঁকাআকি করাকে বলা হয় গ্রাফিক ডিজাইন বা চিত্রকর্ম। বর্তমানে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ দক্ষতার মাঝে অন্যতম এই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের বর্তমান চাহিদা ও কর্মক্ষেত্র নিয়ে সংক্ষেপ আলোচনা করা হল।
যেকোন বড় বড় অনলাইন মার্কেট প্লেসগুলোতে(fiverr,99designs,peopleperhour,graphicriver) লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,টি-শার্ট ডিজাইন,ফটো এডিটিং সহ অন্যান্য অনেক ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন।graphicriver মার্কেট প্লেসে আপনি আপনার বানানো ডিজাইন বিক্রি করতে পারবেন।
এছাড়াও ঐসব মার্কেট প্লেসগুলোতে ডিজাইন কন্টেস্ট করে আয় করতে পারবেন।ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে দামি কাজ গুলোর মধ্যে গ্রাফিকের কাজ অন্যতম, তাছাড়া রয়েছে প্রচুর কাজ। তাই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হতে পারে আপনার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার।
বর্তমানে অফিস,ব্যবসা প্রতিষ্ঠান, একাডেমিক প্রতিষ্ঠান ডিজিটালাইজড।যে কোন প্রতিষ্ঠান আজ অনলাইন ভিত্তিক।আর অনলাইনে যেকোন প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করতে প্রোফেশনাল গ্রাফিক ডিজাইনার অবশ্যই প্রয়োজন।
গ্রাফিক ডিজাইন শিখে যেকোন মার্কেটিং কোম্পানি, অনলাইন সেলস কোম্পানি বা আইটি সেক্টর গুলোতে জব করতে পারবেন। বলা বাহুল্য, বর্তমানে গ্রাফিক ডিজাইনারের চাহিদা যেকোন কোম্পানি বা প্রতিষ্ঠানে অনেক বেশি।
লোকাল মার্কেট প্লেসে প্রচুর পরিমান গ্রাফিকের কাজ। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট সেলের জন্য প্রেজেন্টেশন, প্রোডাক্ট প্রোমো, কোম্পানি ইন্ট্রো, ব্যানার, কোম্পানি লোগো ইত্যাদি কাজের জন্য সাময়িক মোশন গ্রাফিক ডিজাইনারের সরণাপন্ন হয়। সেক্ষেত্রে আপনি এসব সাময়িক কাজগুলো করতে পারবেন।
আপনি গ্রাফিক ডিজাইনের নাড়ী নক্ষত্র জেনে থাকলে ক্যারিয়ার গড়ে নিতে পারেন ট্রেইনার হিসেবে। যেকোন অনলাইন লার্নিং/টিচিং সেন্টার বা আইটি ইন্সটিটিউট গুলোতে ট্রেইনার/ কোর্স ফ্যাকাল্টি হিসেবে
জব করতে পারবেন।
আমি মোঃ মুশফিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।