আমরা অনেকেই Adobe Lightroom এর ব্যবহার সম্পর্কে অবগত নই। আজকে আমি স্বল্প পরিসরে চেষ্টা করব আপনাদেরকে Lightroom সম্পর্কে প্রথমিক কিছু ধারনা দিতে।
শুরুতেই বলে নেই Lightroom সব থেকে বেস্ট কাজ করে RAW ফরমেটের ছবিতে। অনেক ডিজিটাল ক্যামেরা আছে যেগুলোতে আপনি RAW ফরমেটে ছবি তুলতে পারবেন। RAW ফরমেটে ছবি তুললে কামেরার সেন্সরের ডাটা গুলো কোন ধরনের কম্প্রেসন ছাড়াই অপরিবর্তিত হয়ে সেভ হয়। তাই টিউন প্রডাকশনে Raw ফরমেটের ছবি থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়।
আমরা যেমন ফটোশপে ছবির মেনুপুলেশন জাতীয় কাজ গুলো করে সুবিধা পাই, Lightroom হল এডবির ই আর একটি আপ্লিকেশন যেটি দিয়ে আমরা ছবির আলো জাতীয় অংশগুলো যেমন, Exposure, White Balance, Color correction, Color Grading, Highlight, Shadow, Hue, Saturation, ইতাদি পরিবর্তন বা সংশোধন করতে পারব।'
এই কাজগুলো আমরা ফটোশপেও করতে পারব, কিন্ত লাইটরুমে এই ধরনের কাজ গুলোকে আরো সহজ করে দিয়েছে। নিচের ভিডিওতে লাইটরুমে আপনি কাজ করা কিভাবে শুরু করতে পারেন সে বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হল। ভিডিওটি অনুসরণ করলে আপনি আপনার নিজের ছবিগুলোর আডজাস্মেন্ট নিজেই করে নিতে পারবেন।
আজ তাহলে এপর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভাল লেগেছে। প্রবর্তিতে অন্য কোন বিষয় নিয়ে আবার হাজির হব। সবাই ভাল থাকবেন।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অল্প কথায় অনেক সুন্দর লিখেছেন।