Adobe CC এর ডিজাইন সর্ম্পকে শিখুন Adobe এর অফিশিয়াল ইবুক থেকেগ্রাফিক্স এর জন্য কাজে লাগবেই

আশাকরি ভালই আছেন। অনেকদিন পরে আবার টেকটিউনসে টিউন করতে আশাকরি এখন থেকে নিয়মিতই টেকটিউনসতে লেখা হবে। তাহলে আসুন শুরু করা যাক আজকের টিউন।

আজকে আমি আপনাদের সাথে Adobe CC এর বেসিক শিখার জন্য একটি বই শেয়ার করব(অবশ্যই পিডিএফ)। আমরা মূলত যারা ইন্টারনেট অথবা কম্পিউটারের কাজ করি তারা এডোবি ফটোশপ বা এডোবি ইলাস্ট্রেটার এর নাম শুনিনি এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। এই সফটওয়্যার গুলো আমাদের দৈনন্দিন কাজে বিশেষ ভাবে কাজে লাগে। আর যারা গ্রাফিক্স এর কাজ করেন তাদের তো এগুলো ছাড়া সবকিছু অন্ধকার। যারা নতুন এবং গ্রাফিক্স শিখতে চান এবং নিজেই নিজের গ্রাফিক্স এর কাজ গুলো করতে চান তাদের জন্য প্রফেসর টমাস পেইনের এই বইটি বিশেষ ভাবে কাজে লাগবে।

কি কি আছে এই বইটিতে

২০১৫ সালে যখন প্রথম এডোবি সিসি রিলিস হয় তারপর থেকে বিভিন্ন প্রফেশনালদের কাছে অনেক রিকোয়েস্ট আসতে থাকে এই ভার্সন গুলোর ইন্সট্রাকশন সর্ম্পকে বিভিন্ন বই এবং ব্লগ লেখার জন্য। মূলত এর কারণেই টমাস পেইন ১, ০০০ পৃষ্ঠার বই লিখেন যাতে ফটোশপ, ইলাস্ট্রেটার এবং ইনডিজাইন এর বেসিক ধাপ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এখানে উনি ফটোশপ বেসিক(Basic), ফটোশপ লেয়ার (Layer), ফটোশপের বিভিন্ন টুলস (Tools), ইলাস্ট্রেটার বেসিক(Basic), ইলাস্ট্রেটার পাথ(Path), ইলাস্ট্রেটার টাইপ(Types), ইলাস্ট্রেটার এর বিভিন্ন টুলস (Tools) কাজ এবং পরিচিত, ইনডিজাইন(Indesign) ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন।

নিচে কন্টেন্ট এর টেবিলটা দেওয়া হলোঃ

  • Preface
  • The Applications
  • Illustrator Basics
  • Illustrator Paths
  • Illustrator Type
  • Photoshop Basics
  • Photoshop Layers
  • Images to Illustrator
  • InDesign
  • Getting Started with Muse
  • The Right Tool
  • More Illustrator
  • More Photoshop
  • More InDesign
  • Appendix I: Photoshop Trouble?
  • Appendix II: Sizing images (steps)

কন্টেন্ট সর্ম্পকে একটু বিস্তারিত আলোচনা না করলেই নয়, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। মূলত এই বইটি প্রাইমারি লেভেলের গ্রাফিক্স স্টুডেন্টদের জন্য করা যাতে তারা আরো স্কিল্ড হতে পারে টমাস পেইন দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা এবং হাজার হাজার ছাত্রের চাহিদার বিষয়গুলোই মূলত তুলে ধরেছেন।

প্রিফেইসঃ আপনাকে বই এবং লেখক “টমাস পেইনের” সর্ম্পকে কিছু আলোচনা করা হবে। যে কেন এই বই, এই বই এর উদ্দেশ্য কি? এবং আপনাকে একটি গাইড লাইন দেওয়া হবে যে কিভাবে আপনি এই বই থেকে কাজ শিখতে পারেন।

এপ্লিকেশনঃ এখানে প্রত্যেকটি সফটওয়্যার যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমনঃ ফটোশপ, ইলাস্ট্রেটার, ইনডিজাইন ইত্যাদির পরিচিতি এবং কাজের বিবরণ দেওয়া হবে। যেটা ফান্ডিমেন্টাল হিসাবে সবারেই প্রয়োজন পড়বে।

ইলাস্ট্রেটার বেসিকঃ ইলাস্ট্রেটার বেসিক এর মধ্যে আপনাকে একদম ইলাস্ট্রেটার ওয়ার্কস্পেস থেকে শুরু করে টুলস, মেইক লাইন, মডিফাই লাইন রিলেটেড সকল কিছু, ডকুমেন্ট সেইভ, অবজেক্ট, ইরো অবজেক্টস, ফিল্ড অবজেক্ট, গ্রুপ অবজেক্ট, শিফ্ট কী, ক্লোস সীপ, টাইপ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তারপরে আগের চ্যাপটারের রিভিও থাকবে এবং তারপরে সিম্পল কিছু কুইজ দেওয়া হয়েছে যাতে আগের সবকিছু ভাল ভাবেই আয়ত্তে আসে। কি কি প্রেকটিস করবেন তার উপর একটা রিভিও থাকবে। তারপরে আবার পরের চ্যাপ্টার। এইভাবে প্রত্যেকটি চ্যাপটারের পরেই রিভিও->কুইজ->রিভিও দেওয়া হয়েছে। যাতে বিষয় গুলো ভাল ভাবে আয়ত্ত্ব করা যায় এবং পড়তে বা শিখতে যাতে বোরিং না লেগে যায়।

ইলাস্ট্রেটার পাথঃ এখানে ইলাস্ট্রেটার এর কর্নার, এংকার পয়েন্ট, রুল গাইড, রোটেশন অবজেক্টস, কানেক্টিং লাইন ইত্যাদি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ইলাস্ট্রেটার টাইপঃ এখানে টাইপ তৈরি, ক্যারেক্টর প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল, টাইপ অব পাথ, মুভিং টাইপ, আউট লাইন টাইপ, এলাইন প্যানেল ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।

ফটোশপ বেসিকঃ ফটোশপ বেসিক এ পিক্সেল, টুলস, ডকুমেন্ট, ব্রাশ অপশন, কালার, হিস্টোরি, লেয়ার, ম্যাজিক টুলস, সিলেকশন টুলস, ইমেইজ রিসাইজ, ট্রান্সর্ফম ইত্যাদি নিয়ে এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

ফটোশপ লেয়ারঃ এখানে লেয়ার সর্ম্পকিত যত বিষয় সব নিয়েই মুটামুটি আলোচনা করা হয়েছে। যেমনঃ ক্যানভাস সাইজ, ফিল-স্টোক, লেয়ার মাস্ক, টাইপ টুল ইত্যাদি। প্রত্যেকটির উপর বিস্তারিত এবং সাবলীল ভাবে কঠিন বিষয়গুলো তুলে ধরেছেন।

তাছাড়া আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও টমাস পেইস বিস্তারিত, ইউসফুল স্কিনশর্ট দিয়ে মুটামুটি সবই বুঝিয়েছেন যার দ্বারা আপনার প্রফেশনার স্কিল আরো উন্নত হতে পারে। বাকি বিষয় গুলো আর উল্লেখ করলাম না আপনারা নিজেরাই ডাউনলোড করে দেখবেন আশা করি সবারেই ইবুকটি কাজে লাগবে।

বইটি ডাউনলোড করুন

এই বইটি  Adobe CC এর ২০১৭ ভার্সন এ তৈরি করা। Adobe এর আগের ভার্সন গুলো যেমনঃ CS6, CS5.5, CS5 এবং CS4 সঙ্গে এই বইটি মিলিয়ে শিখতে পারবেন। পুরোনো ভার্সন এর সফটওয়্যার গুলো  নতুন ফিচার এর মতো এক না তবুও সাধারণ বিষয়গুলো মুটামুটি একই।

ডাউনলোড করতে আপনি আপনার অ্যাডোব আইডি দিয়ে সাইন ইন করার পরে পিডিএফ ফরম্যাটে ই-বুক ডাউনলোড করতে পারেন। বইটির সাইজ খুবেই কম মাত্র ৫ এমবির মতো কিন্তু আমার মতে সকল কম্পিউটার ইউজারের কাছেই পিডিএফটা থাকা দরকার।

শেষ কিছু কথা

(ছোট একটা টিপস)মূলত কাজ শিখার জন্য আমরা পিডিএফ, ভিডিও বা ইত্যাদির মাধ্যমে সাহায্য নেই। অনেকে আছে বার বার উইন্ডো মিনিমাইজ করে কাজ করে একটু পরে আর একটু কাজ করে বা একটু দেখে আর একটু কাজ করে। এর তুলনায় এই ছোট টিপসটা অনুসরণ করা যায়। আপনি যখন পিডিএফ পড়বেন বা কোন ভিডিও দেখবেন তখন আপনার এক্সর্টানাল কোন ডিভাইস ইউস করেন। লাইকঃ মোবাইল বা ট্যাব হতে পারে। আপনি দেখুন পোস করুন তারপর আবার কাজ করুন অথবা শুধু দেখুন আর কাজ করুন মিনিমাইজ করার ঝামেলায় আপনার কিছু সময় ব্যয় এর থেকে বাচাঁন, এভাবে শেখার মজা আরো বেড়ে যায়।

সবাইকে ধন্যবাদ টিউনটি কেমন লেগেছে অবশ্যই টিউমেন্ট করে জানান। এখন থেকে নিয়মিত টিউন করার ইচ্ছা আছে। দোয়া করবেন, অবশ্যই আপনার উপকার হলে টিউনটি শেয়ার করুন এবং কষ্ট করে টিউনটি পড়ার জন্য আবারও ধন্যবাদ।

Level 0

আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস